জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন চাই

সমাবর্তনের অর্থ হচ্ছে ‘এক সঙ্গে মিলিত হওয়া’ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন শেষে মূল সনদপত্র দেয়া হয় সমাবর্তনের মাধ্যমে। সমাবর্তন মানে কি বিদায়? বেদনার কোন মুহূর্ত? তা না হলে সবাই কালো গাউন পরে কেন? প্রশ্নগুলো মনে আসতেই পারে। হ্যাঁ, সমাবর্তন মানে বিদায়ী মুহূর্ত। আনুষ্ঠানিক বিদায়। কিন্তু কালো কাপড় গায়ে দিয়ে সবাই আনন্দ-হুল্লোড়ে মেতে ওঠে কেন? এর উত্তরে কী আসতে পারে? সারা জীবনের অন্যতম শ্রেষ্ঠ এক অর্জনকে বরণ করে নেয়া?

সমাবর্তনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সর্বোচ্চ সম্মানের অধিকারী হয় যার ফলে সবার এই বাঁধভাঙা আনন্দ। মূল সমাবর্তনের আগে কয়েকদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের গাউন, ক্যাপ দেয়। কে কতরকমভাবে তাদের আনন্দ অন্যকে জানান দিতে পারেন সে মহোৎসবে মেতে উঠলেন সবাই। সমাবর্তনের আরেক নাম হয়ে উঠল উল্লাস আর উদযাপন। উচ্ছ্বাসের আলোকছটায়।

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। দেশের বাইরে থেকেও বিশিষ্ট অতিথি আমন্ত্রিত হয়ে আসেন সমাবর্তন অনুষ্ঠানে। শিক্ষার্থীরা সমাবর্তনের আগেই যোগ দেন জীবনের নতুন ধাপে। কর্পোরেট কর্মযজ্ঞে। দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর অথবা এক-দুই বছর অন্তর সমাবর্তন হয়ে থাকে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সমাবর্তন হয় না যথাযথ কর্তৃপক্ষের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আবেদন জানাচ্ছি।

লকিব হাসান লিখন

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

কারমাইকেল কলেজ, রংপুর

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ , ১৬ মাঘ ১৪২৬, ৪ জমাদিউস সানি ১৪৪১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন চাই

সমাবর্তনের অর্থ হচ্ছে ‘এক সঙ্গে মিলিত হওয়া’ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন শেষে মূল সনদপত্র দেয়া হয় সমাবর্তনের মাধ্যমে। সমাবর্তন মানে কি বিদায়? বেদনার কোন মুহূর্ত? তা না হলে সবাই কালো গাউন পরে কেন? প্রশ্নগুলো মনে আসতেই পারে। হ্যাঁ, সমাবর্তন মানে বিদায়ী মুহূর্ত। আনুষ্ঠানিক বিদায়। কিন্তু কালো কাপড় গায়ে দিয়ে সবাই আনন্দ-হুল্লোড়ে মেতে ওঠে কেন? এর উত্তরে কী আসতে পারে? সারা জীবনের অন্যতম শ্রেষ্ঠ এক অর্জনকে বরণ করে নেয়া?

সমাবর্তনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সর্বোচ্চ সম্মানের অধিকারী হয় যার ফলে সবার এই বাঁধভাঙা আনন্দ। মূল সমাবর্তনের আগে কয়েকদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের গাউন, ক্যাপ দেয়। কে কতরকমভাবে তাদের আনন্দ অন্যকে জানান দিতে পারেন সে মহোৎসবে মেতে উঠলেন সবাই। সমাবর্তনের আরেক নাম হয়ে উঠল উল্লাস আর উদযাপন। উচ্ছ্বাসের আলোকছটায়।

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। দেশের বাইরে থেকেও বিশিষ্ট অতিথি আমন্ত্রিত হয়ে আসেন সমাবর্তন অনুষ্ঠানে। শিক্ষার্থীরা সমাবর্তনের আগেই যোগ দেন জীবনের নতুন ধাপে। কর্পোরেট কর্মযজ্ঞে। দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর অথবা এক-দুই বছর অন্তর সমাবর্তন হয়ে থাকে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সমাবর্তন হয় না যথাযথ কর্তৃপক্ষের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আবেদন জানাচ্ছি।

লকিব হাসান লিখন

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

কারমাইকেল কলেজ, রংপুর