গণমাধ্যমে বঙ্গবন্ধু

আওয়ামী লীগের মনোনয়ন

শেখ মুজিবর কর্তৃক প্রার্থীদের দরখাস্তের নির্দেশ

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি জনাব শেখ মুজিবর রহমান জাতীয় পরিষদের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিবার জন্য আওয়ামী লীগের মনোনয়ন গ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে আবেদনপত্র প্রেরণের আহ্বান জানাইয়াছেন। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের অফিস সেক্রেটারি জনাব মোহাম্মদ উল্যাহর নিকট দুইশত টাকাসহ এ আবেদনপত্র প্রেরণ করিতে হইবে। ২২ আগস্টের পূর্বে আবেদনপত্র অফিসে পৌঁছা চাই।

দৈনিক সংবাদ : ১৯ আগস্ট ১৯৫৮

পূর্ব পাকিস্তানে আওয়ামী কেএসপি কোয়ালিশন

সরকার গঠনের সুপারিশ

করাচী, ২৮ আগস্ট (এপিপি)। প্রধানমন্ত্রী মালিক ফিরোজ খান নুন অদ্য লাহোর হইতে ট্রেনযোগে এখানে প্রত্যাবর্তনান্তে রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের নিকট বলেন, আওয়ামী লীগ যদি কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদান করে তবে তিনি অত্যন্ত সুখী হবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় আওয়ামী লীগের যোগদান সম্পর্কে কোন আলাপ-আলোচনা চলিতেছিল কিনা জিজ্ঞাস করা হইলে, তিনি নৈব্যক্তিক জবাব প্রদান করিয়া বলেন, তাহাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদানকে তিনি সাদর অভ্যর্থনা জ্ঞাপন করিবেন। মালিক নুন বলেন যে, পূর্ব পাকিস্তানে কেএসপি আওয়ামী লীগ কোয়ালিশন সরকার গঠিত হউক ইহাই তাহার অভিপ্রায়। তিনি বলেন, এই ধরনের সরকার খুবই শক্তিশালী ও স্থিতিশীল সরকার হইবে। অসৎ উপায়ে অর্জিত মন্ত্রী, সরকারি কর্মচারী ও জনসাধারণের ধৈর্য পরীক্ষার উদ্দেশে আইন প্রণয়ন করা হইবে বলিয়া কেন্দ্রীয় খাদ্য ও কৃষি সচিব মিয়া জাফর শাহ যে মন্তব্য করিয়াছেন, তাহার প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হইলে মালিক নুন বলেন যে, আমি জনমতের প্রতি আস্থাবান। আমি মিয়া সাহেবের মন্তব্যেও অনুধাবন করি। গণতান্ত্রিক ব্যবস্থায় সকলের অভিমত ব্যক্ত করার অধিকার আছে। তিনি বলেন যে, এ সম্পর্কে তিনি তাহার সহকর্মী ও পার্টি নেতৃবৃন্দের সহিত আলাপ-আলাচনা করিতে প্রস্তুত আছেন।

দৈনিক সংবাদ : ২৯ আগস্ট ১৯৫৮

অদ্য মুজিবদের মামলার শুনানি

জামিনের আবেদনের রায় দান পুনরায় মুলতবি

গতকল্য (বৃহস্পতিবার) ঢাকার জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ আলী খান দুর্নীতির অভিযোগে ধৃত শেখ মুজিবর রহমান, জনাব আবুল মনসুর আহমদ ও জনাব নুরুদ্দিন আহমদের জামীনের রায় আবেদন সম্পর্কে তাহার রায় দান পুনরায় আগমী ৮ নভেম্বর শনিবার পর্যন্ত মুলতবি রাখিয়াছেন।

প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে, গত বুধবার তাহাদের জামিনের আবেদন সম্পর্কে শুনানি সমাপ্ত হইবার পর জেলা জজ গতকল্য পর্যন্ত উহা স্থগিত রাখিয়াছিলেন। তাহাদের জামিনের আবেদন মহকুমা ম্যাজিস্ট্রেট জনাব ই, কবীর কর্তৃক প্রত্যাখাত হইয়াছে। এবং অদ্য (শুক্রবার) উক্ত মামলার শুনানির দিন ধার্য রহিয়াছে।

প্রসঙ্গত: আরও উল্লেখযোগ্য যে, সামরিক শাসন প্রবর্তিত হইবার পর শেখ মুজিবর রহমান, জনাব আবুল মনসুর আহমদ, জনাব আবদুল খালেক, জনাব আবদুল হামিদ চৌধুরী ও জনাব কোরবান আলীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় এবং পরে শেখ মুজিবর রহমান, জনাব আবুল মনসুর আহমদ ও জনাব আবদুল খালেককে নিবর্তনমূলক আটক অর্ডিন্যান্স বলেও আটক রাখা হয়।

দৈনিক সংবাদ : ৭ নভেম্বর ১৯৫৮

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ , ১৬ মাঘ ১৪২৬, ৪ জমাদিউস সানি ১৪৪১

গণমাধ্যমে বঙ্গবন্ধু

আওয়ামী লীগের মনোনয়ন

শেখ মুজিবর কর্তৃক প্রার্থীদের দরখাস্তের নির্দেশ

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি জনাব শেখ মুজিবর রহমান জাতীয় পরিষদের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিবার জন্য আওয়ামী লীগের মনোনয়ন গ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে আবেদনপত্র প্রেরণের আহ্বান জানাইয়াছেন। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের অফিস সেক্রেটারি জনাব মোহাম্মদ উল্যাহর নিকট দুইশত টাকাসহ এ আবেদনপত্র প্রেরণ করিতে হইবে। ২২ আগস্টের পূর্বে আবেদনপত্র অফিসে পৌঁছা চাই।

দৈনিক সংবাদ : ১৯ আগস্ট ১৯৫৮

পূর্ব পাকিস্তানে আওয়ামী কেএসপি কোয়ালিশন

সরকার গঠনের সুপারিশ

করাচী, ২৮ আগস্ট (এপিপি)। প্রধানমন্ত্রী মালিক ফিরোজ খান নুন অদ্য লাহোর হইতে ট্রেনযোগে এখানে প্রত্যাবর্তনান্তে রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের নিকট বলেন, আওয়ামী লীগ যদি কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদান করে তবে তিনি অত্যন্ত সুখী হবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় আওয়ামী লীগের যোগদান সম্পর্কে কোন আলাপ-আলোচনা চলিতেছিল কিনা জিজ্ঞাস করা হইলে, তিনি নৈব্যক্তিক জবাব প্রদান করিয়া বলেন, তাহাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদানকে তিনি সাদর অভ্যর্থনা জ্ঞাপন করিবেন। মালিক নুন বলেন যে, পূর্ব পাকিস্তানে কেএসপি আওয়ামী লীগ কোয়ালিশন সরকার গঠিত হউক ইহাই তাহার অভিপ্রায়। তিনি বলেন, এই ধরনের সরকার খুবই শক্তিশালী ও স্থিতিশীল সরকার হইবে। অসৎ উপায়ে অর্জিত মন্ত্রী, সরকারি কর্মচারী ও জনসাধারণের ধৈর্য পরীক্ষার উদ্দেশে আইন প্রণয়ন করা হইবে বলিয়া কেন্দ্রীয় খাদ্য ও কৃষি সচিব মিয়া জাফর শাহ যে মন্তব্য করিয়াছেন, তাহার প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হইলে মালিক নুন বলেন যে, আমি জনমতের প্রতি আস্থাবান। আমি মিয়া সাহেবের মন্তব্যেও অনুধাবন করি। গণতান্ত্রিক ব্যবস্থায় সকলের অভিমত ব্যক্ত করার অধিকার আছে। তিনি বলেন যে, এ সম্পর্কে তিনি তাহার সহকর্মী ও পার্টি নেতৃবৃন্দের সহিত আলাপ-আলাচনা করিতে প্রস্তুত আছেন।

দৈনিক সংবাদ : ২৯ আগস্ট ১৯৫৮

অদ্য মুজিবদের মামলার শুনানি

জামিনের আবেদনের রায় দান পুনরায় মুলতবি

গতকল্য (বৃহস্পতিবার) ঢাকার জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ আলী খান দুর্নীতির অভিযোগে ধৃত শেখ মুজিবর রহমান, জনাব আবুল মনসুর আহমদ ও জনাব নুরুদ্দিন আহমদের জামীনের রায় আবেদন সম্পর্কে তাহার রায় দান পুনরায় আগমী ৮ নভেম্বর শনিবার পর্যন্ত মুলতবি রাখিয়াছেন।

প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে, গত বুধবার তাহাদের জামিনের আবেদন সম্পর্কে শুনানি সমাপ্ত হইবার পর জেলা জজ গতকল্য পর্যন্ত উহা স্থগিত রাখিয়াছিলেন। তাহাদের জামিনের আবেদন মহকুমা ম্যাজিস্ট্রেট জনাব ই, কবীর কর্তৃক প্রত্যাখাত হইয়াছে। এবং অদ্য (শুক্রবার) উক্ত মামলার শুনানির দিন ধার্য রহিয়াছে।

প্রসঙ্গত: আরও উল্লেখযোগ্য যে, সামরিক শাসন প্রবর্তিত হইবার পর শেখ মুজিবর রহমান, জনাব আবুল মনসুর আহমদ, জনাব আবদুল খালেক, জনাব আবদুল হামিদ চৌধুরী ও জনাব কোরবান আলীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় এবং পরে শেখ মুজিবর রহমান, জনাব আবুল মনসুর আহমদ ও জনাব আবদুল খালেককে নিবর্তনমূলক আটক অর্ডিন্যান্স বলেও আটক রাখা হয়।

দৈনিক সংবাদ : ৭ নভেম্বর ১৯৫৮