মোরেলগঞ্জে জমি বিবাদে ব্যবসায়ীকে পিটিয়ে আহত

মোরেলগঞ্জের পল্লীতে জমি নিয়ে বিরোধে দীনবন্ধু মজুমদার (৬০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুত্বর জখম করেছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ীকে চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তার স্ত্রী আরতি রানী মজুমদার বাদী হয়ে সমর মজুমদারকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার চিংড়াখালী ইউনিয়নের কুমারখালী গ্রামের ওষুধ ব্যবসায়ী দীনবন্ধু মজুমদারের সঙ্গে একই গ্রামের সমর মজুমদার, শ্যামল মজুমদার ও পার্থ মজুমদারে সঙ্গে জমিজমা সংক্রান্ত পারিবারিক দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ব্যবসায়ী দীনবন্ধু মজুমদার প্রতিদিনের ন্যায় তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎপেতে থাকা সমর মজুমদারের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল ব্যবসায়ীকে পথরোধ করে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পরবর্তীতে তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসাপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানা (ওসি) তদন্ত ঠাকুর দাস মণ্ডল বলেন, ব্যবসায়ী দীনবন্ধু মজুমদারের ওপর হামলার বিষয় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তের জন্য পোলেরহাট আইসিকে বলা হয়েছে। তদন্তের সত্যতা পেলে মামলা নেয়া হবে।

শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ , ১৭ মাঘ ১৪২৬, ৫ জমাদিউল সানি ১৪৪১

মোরেলগঞ্জে জমি বিবাদে ব্যবসায়ীকে পিটিয়ে আহত

প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

মোরেলগঞ্জের পল্লীতে জমি নিয়ে বিরোধে দীনবন্ধু মজুমদার (৬০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুত্বর জখম করেছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ীকে চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তার স্ত্রী আরতি রানী মজুমদার বাদী হয়ে সমর মজুমদারকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার চিংড়াখালী ইউনিয়নের কুমারখালী গ্রামের ওষুধ ব্যবসায়ী দীনবন্ধু মজুমদারের সঙ্গে একই গ্রামের সমর মজুমদার, শ্যামল মজুমদার ও পার্থ মজুমদারে সঙ্গে জমিজমা সংক্রান্ত পারিবারিক দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ব্যবসায়ী দীনবন্ধু মজুমদার প্রতিদিনের ন্যায় তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎপেতে থাকা সমর মজুমদারের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল ব্যবসায়ীকে পথরোধ করে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পরবর্তীতে তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসাপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানা (ওসি) তদন্ত ঠাকুর দাস মণ্ডল বলেন, ব্যবসায়ী দীনবন্ধু মজুমদারের ওপর হামলার বিষয় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তের জন্য পোলেরহাট আইসিকে বলা হয়েছে। তদন্তের সত্যতা পেলে মামলা নেয়া হবে।