করোনাভাইরাস যেভাবে ছড়ায়

বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন করোনাভাইরাসটি একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে দ্রুত ছড়াতে পারে। করোনাভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ^াসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। এ ভাইরাসে আক্রান্ত হলে জ¦র এবং কাশি, শ^াসকষ্ট এবং নিউমোনিয়া, অরগ্যান ফেইলিয়র বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল যাওয়া, ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচ দিন লাগে। প্রথম লক্ষণ হচ্ছে জ¦র। তারপর দেখা দেয় শুকনা কাশি। এক সপ্তাহের মধ্যে দেখা দেয় শ^াসকষ্ট।

প্রতিকার : যেহেতু এই ভাইরাসটি নতুন, তাই এর কোন টিকা বা ভ্যাকসিন এখনও নেই এবং চিকিৎসা ও লক্ষণভিত্তিক। তবে- যারা ইতোমধ্যেই আক্রান্ত হয়েছে বা এই ভাইরাস বহন করেছে- তাদের সংস্পর্শ এরিয়ে চলা। বার বার হাত ধোয়া, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা, ঘরের বাইরে গেলে মাস্ক পরা, ভাইরাসটি এখন চীন এবং চীনের বাইরে ১৩টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রয়োজনে আইইডিসিআর এর হটলাইন নম্বর এ যোগাযোগ করুন : ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১ ও ০১৯৩৭১১০০১১।

মহাখালী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের এক তথ্যে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। করোনাভাইরাস (২০১৯-হঈড়ঠ) পরিস্থিতি মোকাবিলা করার জন্য অধিদপÍর ও আইইডিসিআর যৌথভাবেকন্ট্রোল রুম স্থাপন করেছে। স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর এর করোনাভাইরাস কন্ট্রোল রুম থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন।

এ ভাইরাস নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দরে কর্মরত সব বিভাগের অধিকতর সমন¦য় এবং এয়ারলাইন্সসমূহের আশু করণীয় সংক্রান্ত সভা অনুুষ্ঠিত হয়। উক্ত সভায় ভাইরাস নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেয়া হয়।

বর্তমান কার্যক্রমের আওতায় ৪টি এয়ারলাইন্সকে স্ত্রিনিং এ সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ দেয়া হয় এবং ভবিষ্যতেও সহযোগিতা কামনা করা হয়। সভায় উপস্থিত সকল এয়ারলাইন্স প্রতিনিধিগণ সামাজিক দায়বদ্ধতার। অংশ হিসেবে স্বাস্থ্য তথ্য কার্ড (ঐবধষঃয ওহভড়ৎসধঃরড়হ ঈধৎফ), স্বাস্থ্য সংক্রান্ত ঘোষণাপত্র (ঐবধষঃয উবপষধৎধঃরড়হ ঋড়ৎস), চঁনষরপ ঐবধষঃয চধংংবহমবৎ খড়পধঃড়ৎ ঋড়ৎস ছাপিয়ে যাত্রীদের মাঝে বিতরণে সম্মত হয়েছেন। বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনকে পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৩৮২৫ জনকে পরীক্ষা করা হয়েছে। আইসিডিডিআরবির হটলাইনে মোট কলের সংখ্যা ১৫২। গত ২৪ ঘণ্টায় মোট ৭৩ জন। মোট সেবাগ্রহীতা রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৮ জন। গতকাল পর্যন্ত মোট ২১ জন। তবে কোন রোগী এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ , ১৭ মাঘ ১৪২৬, ৫ জমাদিউল সানি ১৪৪১

করোনাভাইরাস যেভাবে ছড়ায়

বাকী বিল্লাহ

বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন করোনাভাইরাসটি একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে দ্রুত ছড়াতে পারে। করোনাভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ^াসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। এ ভাইরাসে আক্রান্ত হলে জ¦র এবং কাশি, শ^াসকষ্ট এবং নিউমোনিয়া, অরগ্যান ফেইলিয়র বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল যাওয়া, ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচ দিন লাগে। প্রথম লক্ষণ হচ্ছে জ¦র। তারপর দেখা দেয় শুকনা কাশি। এক সপ্তাহের মধ্যে দেখা দেয় শ^াসকষ্ট।

প্রতিকার : যেহেতু এই ভাইরাসটি নতুন, তাই এর কোন টিকা বা ভ্যাকসিন এখনও নেই এবং চিকিৎসা ও লক্ষণভিত্তিক। তবে- যারা ইতোমধ্যেই আক্রান্ত হয়েছে বা এই ভাইরাস বহন করেছে- তাদের সংস্পর্শ এরিয়ে চলা। বার বার হাত ধোয়া, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা, ঘরের বাইরে গেলে মাস্ক পরা, ভাইরাসটি এখন চীন এবং চীনের বাইরে ১৩টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রয়োজনে আইইডিসিআর এর হটলাইন নম্বর এ যোগাযোগ করুন : ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১ ও ০১৯৩৭১১০০১১।

মহাখালী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের এক তথ্যে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। করোনাভাইরাস (২০১৯-হঈড়ঠ) পরিস্থিতি মোকাবিলা করার জন্য অধিদপÍর ও আইইডিসিআর যৌথভাবেকন্ট্রোল রুম স্থাপন করেছে। স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর এর করোনাভাইরাস কন্ট্রোল রুম থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন।

এ ভাইরাস নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দরে কর্মরত সব বিভাগের অধিকতর সমন¦য় এবং এয়ারলাইন্সসমূহের আশু করণীয় সংক্রান্ত সভা অনুুষ্ঠিত হয়। উক্ত সভায় ভাইরাস নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেয়া হয়।

বর্তমান কার্যক্রমের আওতায় ৪টি এয়ারলাইন্সকে স্ত্রিনিং এ সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ দেয়া হয় এবং ভবিষ্যতেও সহযোগিতা কামনা করা হয়। সভায় উপস্থিত সকল এয়ারলাইন্স প্রতিনিধিগণ সামাজিক দায়বদ্ধতার। অংশ হিসেবে স্বাস্থ্য তথ্য কার্ড (ঐবধষঃয ওহভড়ৎসধঃরড়হ ঈধৎফ), স্বাস্থ্য সংক্রান্ত ঘোষণাপত্র (ঐবধষঃয উবপষধৎধঃরড়হ ঋড়ৎস), চঁনষরপ ঐবধষঃয চধংংবহমবৎ খড়পধঃড়ৎ ঋড়ৎস ছাপিয়ে যাত্রীদের মাঝে বিতরণে সম্মত হয়েছেন। বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনকে পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৩৮২৫ জনকে পরীক্ষা করা হয়েছে। আইসিডিডিআরবির হটলাইনে মোট কলের সংখ্যা ১৫২। গত ২৪ ঘণ্টায় মোট ৭৩ জন। মোট সেবাগ্রহীতা রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৮ জন। গতকাল পর্যন্ত মোট ২১ জন। তবে কোন রোগী এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।