সরস্বতী পূজা উদযাপন

উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে গতকাল বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। তবে সরস্বতী পূজা তিথি বুধবার ৯টা ১৫ তে শুরু হওয়ায় দেশের অনেক স্থানে পূজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বাসাবাড়ি এবং প্রতিষ্ঠানেও সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যংদেহী নমোস্তুতে’ এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানান তারা।

সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাণী-অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল পুষ্পাঞ্জলি প্রদান, হাতেখড়ি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।

প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে মহাসাড়ম্বরে বিদ্যা ও আরাধনার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল এবং বিভাগও পূজার আয়োজন করে। পুষ্পার্ঘ্য অর্পণ, বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীকে পূজা করেন ভক্তরা। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে শুরু হয় সরস্বতী দেবীর পূজা-অর্চনা। দেবীর অঞ্জলি প্রদান শুরু হয় সকাল ৯টায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান সকাল ১০টায় পূজাম-প পরিদর্শন করেন। প্রতি বছরের মতো এবারেও জগন্নাথ হলের এই আয়োজনে অংশ নেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ।

ঢাকার রামকৃষ্ণ মিশন ও মঠে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশনে পুষ্পাঞ্জলি প্রদান এবং প্রসাদ বিতরণ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘রাজধানী স্কুল’ মাঠে সারস্বতোৎসব সমন্বয় পর্ষদ, জাতীয় সংসদ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণী-অর্চনা ও শুক্লা পঞ্চমীর অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্বরস্বতী পূজা উদযাপিত হয়।

আরও খবর
সরকার চায় মুজিববর্ষে কেউ বেকার থাকবে না : প্রধানমন্ত্রী
গ্যাসের ব্যবহার অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণে
আরও বড় পরিসরে এবারের বইমেলা
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রকাশিত হবে বিশেষ স্মারকগ্রন্থ
শ্রুতির ‘রনজিত পুরস্কার’ পেলেন সলিমুল্লাহ খান
আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে : অর্থমন্ত্রী
বিএনপি প্রতিটি কেন্দ্রে ভাড়াটে সন্ত্রাসী রাখবে
‘আমার বিরুদ্ধে লিখে কিছু হবে না, আমি প্রধান প্রকৌশলীর লোক’
নুসরাত হত্যা পেপারবুক মুদ্রণ
জিয়া রাজনীতিবিদদের কেনাবেচার হাট বসিয়েছিলেন
দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতায় একসঙ্গে কাজ করবে দুদক ও অক্সফাম
স্কুলছাত্রী জেরিনের লাশ কবর থেকে উত্তোলন
বন্দুকযুদ্ধে গামছা পার্টির ২ সদস্য নিহত

শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ , ১৭ মাঘ ১৪২৬, ৫ জমাদিউল সানি ১৪৪১

সরস্বতী পূজা উদযাপন

নিজস্ব বার্তা পরিবেশক |

উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে গতকাল বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। তবে সরস্বতী পূজা তিথি বুধবার ৯টা ১৫ তে শুরু হওয়ায় দেশের অনেক স্থানে পূজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বাসাবাড়ি এবং প্রতিষ্ঠানেও সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যংদেহী নমোস্তুতে’ এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানান তারা।

সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাণী-অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল পুষ্পাঞ্জলি প্রদান, হাতেখড়ি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।

প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে মহাসাড়ম্বরে বিদ্যা ও আরাধনার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল এবং বিভাগও পূজার আয়োজন করে। পুষ্পার্ঘ্য অর্পণ, বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীকে পূজা করেন ভক্তরা। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে শুরু হয় সরস্বতী দেবীর পূজা-অর্চনা। দেবীর অঞ্জলি প্রদান শুরু হয় সকাল ৯টায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান সকাল ১০টায় পূজাম-প পরিদর্শন করেন। প্রতি বছরের মতো এবারেও জগন্নাথ হলের এই আয়োজনে অংশ নেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ।

ঢাকার রামকৃষ্ণ মিশন ও মঠে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশনে পুষ্পাঞ্জলি প্রদান এবং প্রসাদ বিতরণ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘রাজধানী স্কুল’ মাঠে সারস্বতোৎসব সমন্বয় পর্ষদ, জাতীয় সংসদ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণী-অর্চনা ও শুক্লা পঞ্চমীর অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্বরস্বতী পূজা উদযাপিত হয়।