ক্ষণগণনা : আর ৪২ দিন

মুজিববর্ষের আর ৪২ দিন বাকি। ঐতিহাসিক মুজিববর্ষ উপলক্ষে গাজীপুরে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান, অভিযোগ নিরসন এবং নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহসহ বিদ্যুৎ অপরাধ দমনে ‘আলোর ফেরিওয়ালা’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল সকালে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে ‘মুজিববর্ষ পল্লী বিদ্যুতের সেবা বর্ষ’-এ প্রতিপাদ্য নিয়ে সমিতির কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন।

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন পর্যন্ত ৪৩ দিনব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে। পরে সমিতির হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল।

তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে ৪৩ দিন পল্লীবিদ্যুৎ সমিতি তাদের গ্রাহকদের ২০ ধরনের সেবা দেবে। গ্রাহক সেবার মানকে বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। মুজিববর্ষেই নিশ্চিত হবে শতভাগ বিদ্যুৎতায়ন।

এ সময় বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম (কারিগরি) মোল্লা আবু জিহাদ, পল্লীবিদ্যুৎ সমিতি-১ প্রকৌশলী ও এজিএমসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।

পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং সে স্বপ্ন তিনি বাস্তবায়িত করেছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বাংলাদেশের সব আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি।’

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছর ব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার।

সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২০ , ২০ মাঘ ১৪২৬, ৮ জমাদিউল সানি ১৪৪১

ক্ষণগণনা : আর ৪২ দিন

নিজস্ব বার্তা পরিবেশক |

image

মুজিববর্ষের আর ৪২ দিন বাকি। ঐতিহাসিক মুজিববর্ষ উপলক্ষে গাজীপুরে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান, অভিযোগ নিরসন এবং নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহসহ বিদ্যুৎ অপরাধ দমনে ‘আলোর ফেরিওয়ালা’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল সকালে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে ‘মুজিববর্ষ পল্লী বিদ্যুতের সেবা বর্ষ’-এ প্রতিপাদ্য নিয়ে সমিতির কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন।

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন পর্যন্ত ৪৩ দিনব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে। পরে সমিতির হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল।

তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে ৪৩ দিন পল্লীবিদ্যুৎ সমিতি তাদের গ্রাহকদের ২০ ধরনের সেবা দেবে। গ্রাহক সেবার মানকে বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। মুজিববর্ষেই নিশ্চিত হবে শতভাগ বিদ্যুৎতায়ন।

এ সময় বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম (কারিগরি) মোল্লা আবু জিহাদ, পল্লীবিদ্যুৎ সমিতি-১ প্রকৌশলী ও এজিএমসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।

পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং সে স্বপ্ন তিনি বাস্তবায়িত করেছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বাংলাদেশের সব আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি।’

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছর ব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার।