সরকারিভাবে আর কাউকে আনা হবে না স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরতে চান তাদেরকে নিজ ব্যবস্থাপনায় বাংলাদেশে আসতে হবে। গতকাল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে (বিএমএ) ‘নোবেল করোনাভাইরাস (২০১৯-২০২০) প্রেক্ষাপট বাংলাদেশ সচেতনতা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় আর কোন বিমান পাঠানো হবে না। কারণ এদেশ থেকে চীনে যে বিমান যাচ্ছে সেইসব বিমান, পাইলট ও ক্রুদের বিশ্বের অন্য কোন দেশে ভিসা দিচ্ছে না। সুতারং আর কোন বিমান পাঠালে তা আর অন্য যাত্রী পরিবহনে সমর্থ না হলে বিমান পরিচালনা কঠিন হবে। এ অবস্থায় চীনে থাকা কোন নাগরিক আসতে চাইলে সরকার সহযোগিতা করবে তবে বিমান পাঠানো হবে না।

চীনের করোনাভাইরাস উপদ্রুত উহান থেকে আরও ১৭১জন বাংলাদেশি দেশে ফিরতে চান জানিয়ে তিনি বলেন, যারা দেশে আসতে চান তাদের চীন থেকে স্বাস্থ্যগত ছাড়পত্র নিয়ে আসতে হবে। এমন অবস্থায় আপাতত চীন ভ্রমণে না যাওয়ারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

আরও খবর
কোন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়নি
করোনাভাইরাস রোধ করতে হবেই প্রধানমন্ত্রী
ভুল প্রশ্নপত্র সরবরাহসহ নানা জটিলতা
উহান থেকে ৩১২ বাংলাদেশিকে আনতে ব্যয় ২ কোটি ৩০ লাখ টাকা
করোনাভাইরাস চিকিৎসায় সফলতার দাবি থাই চিকিৎসকদের
অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ কেন অবৈধ নয় : হাইকোর্ট
গ্যাটকো দুর্নীতি খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ৩ মার্চ
গৃহায়ন কর্তৃপক্ষের দুই প্রকৌশলীসহ ৩ জনকে দুদকে তলব
জামানত হারাবেন ৯ মেয়র প্রার্থী
বহিষ্কৃতদের নাম প্রকাশের আল্টিমেটাম
এখন থেকে বিদেশ যেতে সঙ্গে নেয়া যাবে ১০ হাজার ডলার
বিআরটিসির বাস বন্ধ করে দিয়েছে মোটর মালিক সমিতি
আ-মরি বাংলা ভাষা
ক্ষণগণনা : আর ৪১ দিন

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২০ , ২১ মাঘ ১৪২৬, ৯ জমাদিউল সানি ১৪৪১

সরকারিভাবে আর কাউকে আনা হবে না স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক |

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরতে চান তাদেরকে নিজ ব্যবস্থাপনায় বাংলাদেশে আসতে হবে। গতকাল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে (বিএমএ) ‘নোবেল করোনাভাইরাস (২০১৯-২০২০) প্রেক্ষাপট বাংলাদেশ সচেতনতা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় আর কোন বিমান পাঠানো হবে না। কারণ এদেশ থেকে চীনে যে বিমান যাচ্ছে সেইসব বিমান, পাইলট ও ক্রুদের বিশ্বের অন্য কোন দেশে ভিসা দিচ্ছে না। সুতারং আর কোন বিমান পাঠালে তা আর অন্য যাত্রী পরিবহনে সমর্থ না হলে বিমান পরিচালনা কঠিন হবে। এ অবস্থায় চীনে থাকা কোন নাগরিক আসতে চাইলে সরকার সহযোগিতা করবে তবে বিমান পাঠানো হবে না।

চীনের করোনাভাইরাস উপদ্রুত উহান থেকে আরও ১৭১জন বাংলাদেশি দেশে ফিরতে চান জানিয়ে তিনি বলেন, যারা দেশে আসতে চান তাদের চীন থেকে স্বাস্থ্যগত ছাড়পত্র নিয়ে আসতে হবে। এমন অবস্থায় আপাতত চীন ভ্রমণে না যাওয়ারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।