জামানত হারাবেন ৯ মেয়র প্রার্থী

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ১৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৯ জনেরই জামানত বাজেয়াপ্ত হবে। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ি, দ্ইু সিটিতে আওয়ামী লীগ ও বিএনপির চার প্রার্থী ছাড়া অপর সবাই জামানত হারাবেন। জামানত হারানোর তালিকায় সংসদের বিরোধীদল জাতীয় পার্টির প্রার্থীও আছেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা অনুযায়ী, কোন প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনে প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশ (সাড়ে ১২ শতাংশের) অপেক্ষা কম ভোট পেলে, তার জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। বেসরকারি হিসাবে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোট ৭৬২১৮৮ ভোট পড়েছে। সে হিসাবে উত্তরে একজন মেয়র প্রার্থীকে জামানত ফেরত নিতে কমপক্ষে ৯৫২৭৩৫০ ভোট পেতে হবে। বেসরকারি ফলাফল অনুযায়ী, উত্তরে জামানত হারানোর তালিকায় আছেন- ইসলামী আন্দোলনের শেখ ফজলে বারী মাসউদ (হাতপাখা-২৮২০০ ভোট), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আহাম্মদ সাজেদুল হক রুবেল (কাস্তে-১৫১২২ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান (আম-৩৮৫৩ ভোট) এবং প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির শাহিন খান (বাঘ-২১১১ ভোট)।

বেসরকারি হিসাবে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মোট ৭১৩০৫০ ভোট পড়েছে। সে হিসাবে দক্ষিণে একজন মেয়র প্রার্থীকে জামানত ফেরত নিতে কমপক্ষে ৮৯১৩১ ভোট পেতে হবে। বেসরকারি ফলাফল অনুযায়ী, দক্ষিণে জামানত হারানোর তালিকায় আছেন- ইসলামী আন্দোলনের আবদুর রহমান (হাতপাখা-২৬৫২৫ ভোট), গণফ্রন্টের আবদুস সামাদ সুজন (মাছ-১২৬৮৭ ভোট), জাতীয় পার্টির (জাপা) সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল-৫৫৯৩ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বাহারানে সুলতান বাহার (আম-৩১৫৫ ভোট) এবং বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ (২৪২১ ভোট)।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদে এবারই প্রথম সবগুলো কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। ১ ফেব্রুয়ারির ওই নির্বাচনে উত্তরে মোট ৩০ লাখ ১২ হাজার ৫০৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ৭ লাখ ৬২ হাজার ১৮৮ জন। উত্তরে আওয়ামী লীগের আতিকুল ইসলাম নৌকা প্রতীকে ৪ লাখ ৪৭ হাজার ২১১টি ভোট পেয়ে বেসরকারি হিসাবে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পান ২ লাখ ৬৪ হাজার ১৬১টি ভোট। ঢাকা দক্ষিণে মোট ২৪ লাখ ৫৩ হাজার ১৫৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ৭ লাখ ১৩ হাজার ৫০ জন। দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নৌকা ৪ লাখ ২৪ হাজার ৫৯৫টি ভোট পেয়ে বেসরকারি হিসাবে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ পান ২ লাখ ৩৬ হাজার ৫১২টি ভোট।

আরও খবর
কোন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়নি
করোনাভাইরাস রোধ করতে হবেই প্রধানমন্ত্রী
ভুল প্রশ্নপত্র সরবরাহসহ নানা জটিলতা
সরকারিভাবে আর কাউকে আনা হবে না স্বাস্থ্যমন্ত্রী
উহান থেকে ৩১২ বাংলাদেশিকে আনতে ব্যয় ২ কোটি ৩০ লাখ টাকা
করোনাভাইরাস চিকিৎসায় সফলতার দাবি থাই চিকিৎসকদের
অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ কেন অবৈধ নয় : হাইকোর্ট
গ্যাটকো দুর্নীতি খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ৩ মার্চ
গৃহায়ন কর্তৃপক্ষের দুই প্রকৌশলীসহ ৩ জনকে দুদকে তলব
বহিষ্কৃতদের নাম প্রকাশের আল্টিমেটাম
এখন থেকে বিদেশ যেতে সঙ্গে নেয়া যাবে ১০ হাজার ডলার
বিআরটিসির বাস বন্ধ করে দিয়েছে মোটর মালিক সমিতি
আ-মরি বাংলা ভাষা
ক্ষণগণনা : আর ৪১ দিন

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২০ , ২১ মাঘ ১৪২৬, ৯ জমাদিউল সানি ১৪৪১

জামানত হারাবেন ৯ মেয়র প্রার্থী

নিজস্ব বার্তা পরিবেশক |

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ১৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৯ জনেরই জামানত বাজেয়াপ্ত হবে। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ি, দ্ইু সিটিতে আওয়ামী লীগ ও বিএনপির চার প্রার্থী ছাড়া অপর সবাই জামানত হারাবেন। জামানত হারানোর তালিকায় সংসদের বিরোধীদল জাতীয় পার্টির প্রার্থীও আছেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা অনুযায়ী, কোন প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনে প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশ (সাড়ে ১২ শতাংশের) অপেক্ষা কম ভোট পেলে, তার জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। বেসরকারি হিসাবে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোট ৭৬২১৮৮ ভোট পড়েছে। সে হিসাবে উত্তরে একজন মেয়র প্রার্থীকে জামানত ফেরত নিতে কমপক্ষে ৯৫২৭৩৫০ ভোট পেতে হবে। বেসরকারি ফলাফল অনুযায়ী, উত্তরে জামানত হারানোর তালিকায় আছেন- ইসলামী আন্দোলনের শেখ ফজলে বারী মাসউদ (হাতপাখা-২৮২০০ ভোট), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আহাম্মদ সাজেদুল হক রুবেল (কাস্তে-১৫১২২ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান (আম-৩৮৫৩ ভোট) এবং প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির শাহিন খান (বাঘ-২১১১ ভোট)।

বেসরকারি হিসাবে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মোট ৭১৩০৫০ ভোট পড়েছে। সে হিসাবে দক্ষিণে একজন মেয়র প্রার্থীকে জামানত ফেরত নিতে কমপক্ষে ৮৯১৩১ ভোট পেতে হবে। বেসরকারি ফলাফল অনুযায়ী, দক্ষিণে জামানত হারানোর তালিকায় আছেন- ইসলামী আন্দোলনের আবদুর রহমান (হাতপাখা-২৬৫২৫ ভোট), গণফ্রন্টের আবদুস সামাদ সুজন (মাছ-১২৬৮৭ ভোট), জাতীয় পার্টির (জাপা) সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল-৫৫৯৩ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বাহারানে সুলতান বাহার (আম-৩১৫৫ ভোট) এবং বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ (২৪২১ ভোট)।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদে এবারই প্রথম সবগুলো কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। ১ ফেব্রুয়ারির ওই নির্বাচনে উত্তরে মোট ৩০ লাখ ১২ হাজার ৫০৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ৭ লাখ ৬২ হাজার ১৮৮ জন। উত্তরে আওয়ামী লীগের আতিকুল ইসলাম নৌকা প্রতীকে ৪ লাখ ৪৭ হাজার ২১১টি ভোট পেয়ে বেসরকারি হিসাবে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পান ২ লাখ ৬৪ হাজার ১৬১টি ভোট। ঢাকা দক্ষিণে মোট ২৪ লাখ ৫৩ হাজার ১৫৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ৭ লাখ ১৩ হাজার ৫০ জন। দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নৌকা ৪ লাখ ২৪ হাজার ৫৯৫টি ভোট পেয়ে বেসরকারি হিসাবে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ পান ২ লাখ ৩৬ হাজার ৫১২টি ভোট।