দোহারে গৃহবধূর মরদেহ

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের বৌ-বাজার সনটেক এলাকা থেকে বিথি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত বিথি সনটেক গ্রামের প্রবাসী মো. মিন্টুর স্ত্রী এবং তার বাবার বাড়ি উপজেলার লটাখোলা গ্রামে।

জানা যায়, গত সোমবার সন্ধায় বিথিকে শ্বশুরবাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায় বাড়ির একটি ঘর দরজা বন্ধ দেখতে পায়। ঘরের দেয়াল ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে তাকে ফ্যানের সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে নিচে নামায়। পুলিশ খবর পেয়ে লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিথির স্বামী সৌদি প্রবাসী মো. মিন্টু কিছুদিন আগে দেশে এসেছে। স্বামীর সঙ্গে বিথির তেমন একটা ভাল সম্পর্কে ছিল না। এ নিয়ে সম্প্রতি বিথিকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। বিথির মৃত্যুর ঘটনা নানা বিতর্কের জন্ম দিয়েছে। ঘটনার পর নিহত বিথীর স্বামী পলাতক রয়েছে।

আরও খবর
গড়াইয়ের উজানে খনন, ভাটিতে ডুবুচর : দুর্ভোগে ১০ গ্রাম
ফরেনসিক ল্যাবের ফল প্রভাবিত করার সুযোগ নেই : আইজিপি
হবিগঞ্জে চাঁদা না পেলে হত্যার হুমকি
টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত হত
সাতক্ষীরার ভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু
গ্রাহক হয়রানি : রূপালী ব্যাংক ক্যাশিয়ারকে বদলি
ভাঙ্গায় জমি বিবাদে সংঘর্ষ আহত ১০
মোরেলগঞ্জে সেই স্কুল পেল চেক ঢেউটিন
হবিগঞ্জে উত্ত্যক্ত দুই বখাটের অর্থদণ্ড
বাগেরহাটে দারোগা হত : ধৃত চালক
সুগন্ধা-বিষখালীতে অকালে অঢেল মিলছে বড় বড় ইলিশ
স্কুলের মাঠে পুকুর খনন জরিমানা ১,০০,০০০ টাকা
জমি বিবাদে অর্ধ শতাধিক বৃক্ষ কর্তন প্রাচীর ভাঙচুর
পুকুর থেকে বালু উত্তোলনে নষ্ট ক্ষেত, ভাঙছে সড়ক-বাড়ি

বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২০ , ২২ মাঘ ১৪২৬, ১০ জমাদিউল সানি ১৪৪১

দোহারে গৃহবধূর মরদেহ

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের বৌ-বাজার সনটেক এলাকা থেকে বিথি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত বিথি সনটেক গ্রামের প্রবাসী মো. মিন্টুর স্ত্রী এবং তার বাবার বাড়ি উপজেলার লটাখোলা গ্রামে।

জানা যায়, গত সোমবার সন্ধায় বিথিকে শ্বশুরবাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায় বাড়ির একটি ঘর দরজা বন্ধ দেখতে পায়। ঘরের দেয়াল ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে তাকে ফ্যানের সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে নিচে নামায়। পুলিশ খবর পেয়ে লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিথির স্বামী সৌদি প্রবাসী মো. মিন্টু কিছুদিন আগে দেশে এসেছে। স্বামীর সঙ্গে বিথির তেমন একটা ভাল সম্পর্কে ছিল না। এ নিয়ে সম্প্রতি বিথিকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। বিথির মৃত্যুর ঘটনা নানা বিতর্কের জন্ম দিয়েছে। ঘটনার পর নিহত বিথীর স্বামী পলাতক রয়েছে।