রিল্যাক্স রেডিও নিয়েই আমিন রাজার স্বপ্ন

আমিন রাজা, পূণ্যভূমি সিলেটের সন্তান। দীর্ঘ দেড় দশক পর তিনি দেশে ফিরেছেন। তবে এবারের দেশে ফেরার একটি লক্ষ্য আছে। আর তা হলো লন্ডনে প্রতিষ্ঠিত অনলাইন ‘রিল্যাক্স রেডি’ কে তিনি পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে চান। বিশেষত যতো বাংলা ভাষাভাষী আছেন তাদের সবারমধ্যে সমন্বয় করে একই ছায়াতলে নিয়ে আসতে চান সবাইকে। যদিও রিল্যাক্স রেডিওর যাত্রা শুরু হয় আজ থেকে দেড় যুগ আগে লন্ডনেই। কিন্তু গেলো দুই বছর যাবত এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন আমিন রাজা। আমিন রাজা জানান যেকোন স্মার্ট মোবাইল থেকে রিল্যাক্স (RELAKS) অ্যাবস ডাইনলোলড করে একই অ্যাবসের মাধ্যমে রিল্যাক্স রেডিওর তিনটি ভার্ষন (বাংলা, ইংরেজি ও মিউজিক) শুনতে পাবেন শ্রোতারা। আমিন রাজা জানান রিল্যাক্স রেডিও চব্বিস ঘণ্টা সরাসরি প্রচার চলতি একটি রেডিও। এই রেডিওকে নিয়েই তার যতো স্বপ্ন। বিশে্বের সব বাংলা ভাষাভাষীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আমিন রাজা গেলো ১ জানুয়ারি থেকেই মূলত রিল্যাক্স রেডিও’র বাংলা ভার্ষণ চালু করেছেন। ফেসবুকে রিল্যাক্স রেডিও বাংলা’ নামে একটি পেজও আছে। আমিন রাজা বলেন, ‘আমার লক্ষ্য একটাই বিশ্বেব্যাপী আমরা যারা বাংলা ভাষাভাষী আছি তাদের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা। সবাই নিজেদের মতো রিল্যাক্স রেডিওর সঙ্গে সম্পৃক্ত হয়ে সরাসরি নিজেদের কথা বলবে। সবাই সবার কথা প্রাণখুলে বলবো, প্রাণ খুলে শুনবো। মূল কথা সবারমধ্যে একটি সেতু বন্ধন স্থাপন করাই আমার লক্ষ্য। আমার বিশ্বোস সবাই আমার সঙ্গে থাকবেন। ’ এদিকে আমিন রাজার পাঁচটি গান প্রকাশ হতে যাচ্ছে। গানগুলো হচ্ছে ‘মন শুধু মন’, ‘মনে পড়ে যায়’, ‘ তুমি যদি থাকো’ এবং হিন্দী গান ‘কাহা খোগ্যায়ি মুঝে ছুরকার’, ‘পেয়ার হোগায়া’। ‘মন শুধু মন’, ‘তুমি যদি থাকো’ লিখেছেন ও সুর করেছেন আমিন রাজা, সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ ও তন্ময়। ‘মনে পড়ে যায়’ ও গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন আমিন রাজা ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। হিন্দী দুটি গান লিখেছেন, সুর করেছেন আমিন রাজা, সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণ করছেন চন্দন রায় চৌধুরী, ভিকি জায়েদ ও শাহরিয়ার পলক। ১৯ মার্চ জন্ম নেয়া আমিন রাজা মাত্র কয়েকদিনের জন্য ঢাকায় এসেছেন। আগামী ৭ ফেব্রুয়ারি তিনি সিলেট যাবেন। পরেরদিন ফিরে এসে তিনি তার কর্মস্থল ল-নে ফিরে যাবেন।

বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২০ , ২২ মাঘ ১৪২৬, ১০ জমাদিউল সানি ১৪৪১

রিল্যাক্স রেডিও নিয়েই আমিন রাজার স্বপ্ন

বিনোদন প্রতিবেদক |

image

আমিন রাজা, পূণ্যভূমি সিলেটের সন্তান। দীর্ঘ দেড় দশক পর তিনি দেশে ফিরেছেন। তবে এবারের দেশে ফেরার একটি লক্ষ্য আছে। আর তা হলো লন্ডনে প্রতিষ্ঠিত অনলাইন ‘রিল্যাক্স রেডি’ কে তিনি পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে চান। বিশেষত যতো বাংলা ভাষাভাষী আছেন তাদের সবারমধ্যে সমন্বয় করে একই ছায়াতলে নিয়ে আসতে চান সবাইকে। যদিও রিল্যাক্স রেডিওর যাত্রা শুরু হয় আজ থেকে দেড় যুগ আগে লন্ডনেই। কিন্তু গেলো দুই বছর যাবত এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন আমিন রাজা। আমিন রাজা জানান যেকোন স্মার্ট মোবাইল থেকে রিল্যাক্স (RELAKS) অ্যাবস ডাইনলোলড করে একই অ্যাবসের মাধ্যমে রিল্যাক্স রেডিওর তিনটি ভার্ষন (বাংলা, ইংরেজি ও মিউজিক) শুনতে পাবেন শ্রোতারা। আমিন রাজা জানান রিল্যাক্স রেডিও চব্বিস ঘণ্টা সরাসরি প্রচার চলতি একটি রেডিও। এই রেডিওকে নিয়েই তার যতো স্বপ্ন। বিশে্বের সব বাংলা ভাষাভাষীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আমিন রাজা গেলো ১ জানুয়ারি থেকেই মূলত রিল্যাক্স রেডিও’র বাংলা ভার্ষণ চালু করেছেন। ফেসবুকে রিল্যাক্স রেডিও বাংলা’ নামে একটি পেজও আছে। আমিন রাজা বলেন, ‘আমার লক্ষ্য একটাই বিশ্বেব্যাপী আমরা যারা বাংলা ভাষাভাষী আছি তাদের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা। সবাই নিজেদের মতো রিল্যাক্স রেডিওর সঙ্গে সম্পৃক্ত হয়ে সরাসরি নিজেদের কথা বলবে। সবাই সবার কথা প্রাণখুলে বলবো, প্রাণ খুলে শুনবো। মূল কথা সবারমধ্যে একটি সেতু বন্ধন স্থাপন করাই আমার লক্ষ্য। আমার বিশ্বোস সবাই আমার সঙ্গে থাকবেন। ’ এদিকে আমিন রাজার পাঁচটি গান প্রকাশ হতে যাচ্ছে। গানগুলো হচ্ছে ‘মন শুধু মন’, ‘মনে পড়ে যায়’, ‘ তুমি যদি থাকো’ এবং হিন্দী গান ‘কাহা খোগ্যায়ি মুঝে ছুরকার’, ‘পেয়ার হোগায়া’। ‘মন শুধু মন’, ‘তুমি যদি থাকো’ লিখেছেন ও সুর করেছেন আমিন রাজা, সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ ও তন্ময়। ‘মনে পড়ে যায়’ ও গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন আমিন রাজা ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। হিন্দী দুটি গান লিখেছেন, সুর করেছেন আমিন রাজা, সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণ করছেন চন্দন রায় চৌধুরী, ভিকি জায়েদ ও শাহরিয়ার পলক। ১৯ মার্চ জন্ম নেয়া আমিন রাজা মাত্র কয়েকদিনের জন্য ঢাকায় এসেছেন। আগামী ৭ ফেব্রুয়ারি তিনি সিলেট যাবেন। পরেরদিন ফিরে এসে তিনি তার কর্মস্থল ল-নে ফিরে যাবেন।