মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে ৫ দিন চলবে

বাংলাদেশ-ভারতের রেলযাত্রীদের সুবিধার্থে ঢাকা-কলকাতা রুটে চলাচল করা মৈত্রী এক্সপ্রেস ট্রেন এখন থেকে সপ্তাহে ৪ দিনের পরিবর্তে ৫ দিন চলাচল করবে। এছাড়া খুলনা-কলকাতা রুটে চলাচল করা বন্ধন এক্সপ্রেস ১ দিনের পরিবর্তে ২ দিন চলাচল করবে বলে রেলওয়ে সূত্র জানায়।

রেলওয়ে সূত্র জানায়, সপ্তাহের ৫ দিন শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে মৈত্রী ট্রেন। অন্যদিকে শুক্র, শনি, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ট্রেনটি কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এছাড়া সপ্তাহে ২ দিন বৃহস্পতি ও রোববার খুলনা থেকে কলকাতা ও কলকাতা থেকে খুলনা যাতায়াত করবে বন্ধন এক্সপ্রেস। আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে মৈত্রী এক্সপ্রেসের নতুন এ শিডিউল কার্যকর হবে। এদিন ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। পরদিন তা আবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে। অন্যদিকে, বন্ধন এক্সপ্রেসের নতুন সময়সূচি কার্যকর হবে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে। এদিন কলকাতা থেকে ট্রেন খুলনার উদ্দেশে ছেড়ে যাবে, এবং একই দিনে আবারও খুলনা থেকে কলকাতায় পৌঁছাবে।

বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২০ , ২২ মাঘ ১৪২৬, ১০ জমাদিউল সানি ১৪৪১

ঢাকা-কলকাতা

মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে ৫ দিন চলবে

নিজস্ব বার্তা পরিবেশক |

বাংলাদেশ-ভারতের রেলযাত্রীদের সুবিধার্থে ঢাকা-কলকাতা রুটে চলাচল করা মৈত্রী এক্সপ্রেস ট্রেন এখন থেকে সপ্তাহে ৪ দিনের পরিবর্তে ৫ দিন চলাচল করবে। এছাড়া খুলনা-কলকাতা রুটে চলাচল করা বন্ধন এক্সপ্রেস ১ দিনের পরিবর্তে ২ দিন চলাচল করবে বলে রেলওয়ে সূত্র জানায়।

রেলওয়ে সূত্র জানায়, সপ্তাহের ৫ দিন শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে মৈত্রী ট্রেন। অন্যদিকে শুক্র, শনি, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ট্রেনটি কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এছাড়া সপ্তাহে ২ দিন বৃহস্পতি ও রোববার খুলনা থেকে কলকাতা ও কলকাতা থেকে খুলনা যাতায়াত করবে বন্ধন এক্সপ্রেস। আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে মৈত্রী এক্সপ্রেসের নতুন এ শিডিউল কার্যকর হবে। এদিন ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। পরদিন তা আবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে। অন্যদিকে, বন্ধন এক্সপ্রেসের নতুন সময়সূচি কার্যকর হবে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে। এদিন কলকাতা থেকে ট্রেন খুলনার উদ্দেশে ছেড়ে যাবে, এবং একই দিনে আবারও খুলনা থেকে কলকাতায় পৌঁছাবে।