ইনকোডিয়াসের ই-কমার্স বিষয়ক ফ্রি ওয়ার্কশপ

নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে সম্প্রতি আইটি সেবা ও আইটি কনসালটেন্সি সেবাদাতা প্রতিষ্ঠান ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের সহযোগীতায় আয়োজিত হলো ই-কমার্স ওয়েবসাইটের ওপর ফ্রি ওয়ার্কশপ। নারী উদ্যোক্তা হিসেবে ই-কমার্স ই-ক্যারিয়ার গড়া ও নিজের ভেতরে নেতৃত্ববোধ জাগিয়ে তুলতে সারা দিনব্যাপী প্রোগ্রামে দেশের ই-কমার্স বিজনেস নিয়ে প্রফেশনালরা আলোচনা করেন। ক্যারিয়ার গড়ার নানাবিধ বিষয় এবং উদ্যোক্তা হিসেবে ই-কমার্স এ ক্যারিয়ার গড়া শীর্ষক আলোচনায় ছিলেন ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের হেড অফ অপারেশনস খান মোহাম্মদ নকীব স্বাধীন, অপারেশন ম্যানেজার আরাফাত রিমন, বিজনেস ডেভলপমেন্ট এক্সেকিউটিভ সোহানি মেঘলা, উইবিডি এর চেয়ারপার্সন শারমিন আক্তার সাজসহ আরো অনেকে। ইনকোডিয়াস এবং উইবিডি সম্মিলিতভাবে প্রোগ্রামটি আয়োজন করে। ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান বলেন, নারী উদ্যোক্তারা আমাদের দেশে অনেকটা এগিয়ে আছেন। তারা পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি যে নিজের একটি আলাদা পরিচয় তৈরি চায়, সে বিষয়টি আসলেই প্রশংসাযোগ্য। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২০ , ২২ মাঘ ১৪২৬, ১০ জমাদিউল সানি ১৪৪১

ইনকোডিয়াসের ই-কমার্স বিষয়ক ফ্রি ওয়ার্কশপ

image

নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে সম্প্রতি আইটি সেবা ও আইটি কনসালটেন্সি সেবাদাতা প্রতিষ্ঠান ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের সহযোগীতায় আয়োজিত হলো ই-কমার্স ওয়েবসাইটের ওপর ফ্রি ওয়ার্কশপ। নারী উদ্যোক্তা হিসেবে ই-কমার্স ই-ক্যারিয়ার গড়া ও নিজের ভেতরে নেতৃত্ববোধ জাগিয়ে তুলতে সারা দিনব্যাপী প্রোগ্রামে দেশের ই-কমার্স বিজনেস নিয়ে প্রফেশনালরা আলোচনা করেন। ক্যারিয়ার গড়ার নানাবিধ বিষয় এবং উদ্যোক্তা হিসেবে ই-কমার্স এ ক্যারিয়ার গড়া শীর্ষক আলোচনায় ছিলেন ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের হেড অফ অপারেশনস খান মোহাম্মদ নকীব স্বাধীন, অপারেশন ম্যানেজার আরাফাত রিমন, বিজনেস ডেভলপমেন্ট এক্সেকিউটিভ সোহানি মেঘলা, উইবিডি এর চেয়ারপার্সন শারমিন আক্তার সাজসহ আরো অনেকে। ইনকোডিয়াস এবং উইবিডি সম্মিলিতভাবে প্রোগ্রামটি আয়োজন করে। ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান বলেন, নারী উদ্যোক্তারা আমাদের দেশে অনেকটা এগিয়ে আছেন। তারা পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি যে নিজের একটি আলাদা পরিচয় তৈরি চায়, সে বিষয়টি আসলেই প্রশংসাযোগ্য। সংবাদ বিজ্ঞপ্তি।