সংবাদ কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে আল্টিমেটাম

ঢাকা দক্ষিণ ও ওপর সিটি করপোরেশন নির্বাচনে সংবাদকর্মীদের ওপর হামলায় জড়িতদের ৮ ফেব্রুয়ারির মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। এই সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার না করা হলে ৯ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ওপর হামলা, হেনস্তা ও নির্যাতনের প্রতিবাদে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও (ডিইউজে)ও রংপুর সাংবাদিক সমিতির এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এই সময় বেধে দেন।

ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ করেও নির্যাতন বন্ধ হচ্ছে না।

image

সংবাদ কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ -সংবাদ

আরও খবর
জাতীয় গ্রন্থাগার দিবস আজ
সিটি নির্বাচনে জনগণ অনাস্থা প্রকাশ করেছে ড. কামাল
দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২২ হাজার ৭৮৭ মেগাওয়াট : প্রতিমন্ত্রী
দেশে দৈনিক পত্রিকার সংখ্যা ১২৭৭টি
হাসপাতালগুলোতে চিকিৎসার সুযোগ-সুবিধা বাড়ানো হবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
তুরাগ তীরে ফের উচ্ছেদ অভিযান
কেশবপুরে আসন শূন্য হতেই দুই অতিথি পাখির আগমন?
সরকারি অফিসে ছাত্রলীগের হামলা-ভাঙচুর
বাঙালির প্রাণের মেলা বইমেলা
স্বাধীনতা সংগীত উৎসব ৬ ফেব্রুয়ারি থেকে
স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামী আটক
চলতি মাসে ৭৬ কিলোমিটার অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২০ , ২২ মাঘ ১৪২৬, ১০ জমাদিউল সানি ১৪৪১

সংবাদ কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে আল্টিমেটাম

নিজস্ব বার্তা পরিবেশক |

image

সংবাদ কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ -সংবাদ

ঢাকা দক্ষিণ ও ওপর সিটি করপোরেশন নির্বাচনে সংবাদকর্মীদের ওপর হামলায় জড়িতদের ৮ ফেব্রুয়ারির মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। এই সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার না করা হলে ৯ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ওপর হামলা, হেনস্তা ও নির্যাতনের প্রতিবাদে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও (ডিইউজে)ও রংপুর সাংবাদিক সমিতির এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এই সময় বেধে দেন।

ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ করেও নির্যাতন বন্ধ হচ্ছে না।