একুশে গ্রন্থমেলায় শানু ও পুতুলের নতুন বই

শানারেই দেবী শানু অভিনেত্রী, পুতুল সঙ্গীতশিল্পী। কয়েক বছর ধরে একুশে গ্রন্থমেলায় প্রায় তাদের একে অন্যের সঙ্গে দেখা হয়। কারণ দু’জনই কয়েক বছর ধরে গ্রন্থমেলায় তাদের বই প্রকাশ করছেন। এবারের মেলায় শানু ও পুতুলের দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। অবশ্য শানুর একটি কবিতার বইও প্রকাশিত হয়েছে। শানুর উপন্যাসের নাম ‘লিপস্টিক’, পুতুলের উপন্যাসের নাম ‘কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত’। দুটি বই যথাক্রমে প্রকাশিত হয়েছে ‘অন্বেষা’ ও ‘তাম্রলিপি’ প্রকাশনী থেকে। শানুর কবিতার বই ‘প্রিয়তম মেঘ’ প্রকাশিত হয়েছে অন্বেষা প্রকাশনী থেকে। ‘লিপস্টিক’ উপন্যাস প্রসঙ্গে শানু বলেন, ‘লিপস্টিক’ সব নারীদের জীবনে ঘটে যাওয়া কোন না কোন গল্প, একজন রাত্রির গল্প, একজন অপরাজিতার গল্প, একজন বহ্নির গল্প, একজন তারকা স্নিগ্ধা রহমানের অভিমানের গল্প, নারী শক্তির গল্প, নারী সংগ্রামের গল্প, শুধু নারীদের গল্প নয়, নারী সত্তাকে সম্মান জানানো পুরুষ নীরব ও গহীনেরও গল্প।’ পুতুল তার উপন্যাস প্রসঙ্গে বলেন, ‘আমাদের সমাজে কালো নারীদের প্রতি বর্ণ ঘৃণাই হচ্ছে আমার উপন্যাসের মূল বিষয়বস্তু। বইমেলার সময়টা আমি ভীষণ উপভোগ করি। কারণ বইমেলার সময়টা আমি আমার নিজেকে নতুন করে আবিষ্কার করি প্রতিনিয়ত।’ এদিকে শানু আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি জুয়েল শরীফের নির্দেশনায় বিটিভির একটি খ- নাটকে কাজ করবেন। ১১ ফেব্রুয়ারি তিনি মানিকগঞ্জে লিটু সাখাওয়াতের নির্দেশনায় ‘মন দরজা’ ধারাবাহিকের শুটিংয়ে থাকবেন। এদিকে আগামী ভালোবাসা দিবসে পুতুলের নতুন গান ‘হতাম যদি একটা নদী’ প্রকাশিত হবে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন জামাল হোসেন, সুর করেছেন হৃদয় হাসিন। এছাড়াও পুতুল আগামী ৮ ফেব্রুয়ারি কলকাতা যাচ্ছেন সেখানে আগামী ৯ ফেব্রুয়ারি বইমেলাতে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। ফিরবেন ১০ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২০ , ২৩ মাঘ ১৪২৬, ১১ জমাদিউল সানি ১৪৪১

একুশে গ্রন্থমেলায় শানু ও পুতুলের নতুন বই

বিনোদন প্রতিবেদক |

image

শানারেই দেবী শানু অভিনেত্রী, পুতুল সঙ্গীতশিল্পী। কয়েক বছর ধরে একুশে গ্রন্থমেলায় প্রায় তাদের একে অন্যের সঙ্গে দেখা হয়। কারণ দু’জনই কয়েক বছর ধরে গ্রন্থমেলায় তাদের বই প্রকাশ করছেন। এবারের মেলায় শানু ও পুতুলের দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। অবশ্য শানুর একটি কবিতার বইও প্রকাশিত হয়েছে। শানুর উপন্যাসের নাম ‘লিপস্টিক’, পুতুলের উপন্যাসের নাম ‘কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত’। দুটি বই যথাক্রমে প্রকাশিত হয়েছে ‘অন্বেষা’ ও ‘তাম্রলিপি’ প্রকাশনী থেকে। শানুর কবিতার বই ‘প্রিয়তম মেঘ’ প্রকাশিত হয়েছে অন্বেষা প্রকাশনী থেকে। ‘লিপস্টিক’ উপন্যাস প্রসঙ্গে শানু বলেন, ‘লিপস্টিক’ সব নারীদের জীবনে ঘটে যাওয়া কোন না কোন গল্প, একজন রাত্রির গল্প, একজন অপরাজিতার গল্প, একজন বহ্নির গল্প, একজন তারকা স্নিগ্ধা রহমানের অভিমানের গল্প, নারী শক্তির গল্প, নারী সংগ্রামের গল্প, শুধু নারীদের গল্প নয়, নারী সত্তাকে সম্মান জানানো পুরুষ নীরব ও গহীনেরও গল্প।’ পুতুল তার উপন্যাস প্রসঙ্গে বলেন, ‘আমাদের সমাজে কালো নারীদের প্রতি বর্ণ ঘৃণাই হচ্ছে আমার উপন্যাসের মূল বিষয়বস্তু। বইমেলার সময়টা আমি ভীষণ উপভোগ করি। কারণ বইমেলার সময়টা আমি আমার নিজেকে নতুন করে আবিষ্কার করি প্রতিনিয়ত।’ এদিকে শানু আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি জুয়েল শরীফের নির্দেশনায় বিটিভির একটি খ- নাটকে কাজ করবেন। ১১ ফেব্রুয়ারি তিনি মানিকগঞ্জে লিটু সাখাওয়াতের নির্দেশনায় ‘মন দরজা’ ধারাবাহিকের শুটিংয়ে থাকবেন। এদিকে আগামী ভালোবাসা দিবসে পুতুলের নতুন গান ‘হতাম যদি একটা নদী’ প্রকাশিত হবে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন জামাল হোসেন, সুর করেছেন হৃদয় হাসিন। এছাড়াও পুতুল আগামী ৮ ফেব্রুয়ারি কলকাতা যাচ্ছেন সেখানে আগামী ৯ ফেব্রুয়ারি বইমেলাতে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। ফিরবেন ১০ ফেব্রুয়ারি।