আজ ‘মানিকগঞ্জ উৎসব’ এ

দামাল ছেলে নজরুল

আজ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘মানিকগঞ্জ উৎসব’ এর উদ্বোধনীতে জেনেসিস থিয়েটা মঞ্চায়ন করবে নজরুলের জীবনী ভিত্তিক নাটক ‘দামাল ছেলে নজরুল’। নাটকটির নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা। ‘মানিকগজ্ঞ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ঢাকা’ এর উদ্যোগে এই প্রদর্শনী হচ্ছে। আগামি ৬,৭ ও ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ শিশু একাডেমিতে ৩দিন ব্যাপী মানিকগজ্ঞ উৎসব আয়োজন করেছে ‘মানিকগজ্ঞ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ঢাকা’ । সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের এমপি আজ ৬ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব এর শুভ উদ্বোধান করবেন বলে জানা গেছে। উৎসব এর দ্বিতীয় দিন ৭ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক তার তথ্য প্রযুক্তি বিষয় মন্ত্রণালয়ের সভাপ্রতি এ.কে এম রহমতুলাহ এমপি। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক এমপি ৮ ফেব্রুয়ারি উৎসব এর সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি থাকবেন। উৎসবে সভাপতিত্ব করবেন মানিকগজ্ঞ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ঢাকা সভাপ্রতি আজারুল ইসলাম।

‘দামালছেলে নজরুল’ নাটকে অভিনয় করেছেন নিথর মাহবুব, ইমন, ইকবাল, নূর হোসেন রানাসহ আরো অনেকে।

নাটকের নির্দেশক নূর হোসেন রানা বলে,‘মানিকগঞ্জের তেওতায় নজরুলের স্ত্রী প্রমি দেবীর বাড়ি। সেখানে প্রতিবছর কবি নজরুলকে ঘিরে উৎসবে হয়। আমরা প্রতি বছর এই উৎসবে আমন্ত্রণ পেয়ে নজরুলের নাটক মঞ্চায়ন করতে যাই। তাই মানিকগঞ্জ উৎসব ঢাকায় হলেও আয়োজকরা তাদের উৎসবে আমাদের নাটক রেখেছে। এর জন্য তাদের কাছে আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ। এবার নাটকটি ২২তম মঞ্চায়ন করছি আমরা।

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২০ , ২৩ মাঘ ১৪২৬, ১১ জমাদিউল সানি ১৪৪১

আজ ‘মানিকগঞ্জ উৎসব’ এ

দামাল ছেলে নজরুল

বিনোদন প্রতিবেদক |

image

আজ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘মানিকগঞ্জ উৎসব’ এর উদ্বোধনীতে জেনেসিস থিয়েটা মঞ্চায়ন করবে নজরুলের জীবনী ভিত্তিক নাটক ‘দামাল ছেলে নজরুল’। নাটকটির নির্দেশনা দিয়েছেন নূর হোসেন রানা। ‘মানিকগজ্ঞ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ঢাকা’ এর উদ্যোগে এই প্রদর্শনী হচ্ছে। আগামি ৬,৭ ও ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ শিশু একাডেমিতে ৩দিন ব্যাপী মানিকগজ্ঞ উৎসব আয়োজন করেছে ‘মানিকগজ্ঞ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ঢাকা’ । সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের এমপি আজ ৬ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব এর শুভ উদ্বোধান করবেন বলে জানা গেছে। উৎসব এর দ্বিতীয় দিন ৭ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক তার তথ্য প্রযুক্তি বিষয় মন্ত্রণালয়ের সভাপ্রতি এ.কে এম রহমতুলাহ এমপি। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক এমপি ৮ ফেব্রুয়ারি উৎসব এর সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি থাকবেন। উৎসবে সভাপতিত্ব করবেন মানিকগজ্ঞ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ঢাকা সভাপ্রতি আজারুল ইসলাম।

‘দামালছেলে নজরুল’ নাটকে অভিনয় করেছেন নিথর মাহবুব, ইমন, ইকবাল, নূর হোসেন রানাসহ আরো অনেকে।

নাটকের নির্দেশক নূর হোসেন রানা বলে,‘মানিকগঞ্জের তেওতায় নজরুলের স্ত্রী প্রমি দেবীর বাড়ি। সেখানে প্রতিবছর কবি নজরুলকে ঘিরে উৎসবে হয়। আমরা প্রতি বছর এই উৎসবে আমন্ত্রণ পেয়ে নজরুলের নাটক মঞ্চায়ন করতে যাই। তাই মানিকগঞ্জ উৎসব ঢাকায় হলেও আয়োজকরা তাদের উৎসবে আমাদের নাটক রেখেছে। এর জন্য তাদের কাছে আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ। এবার নাটকটি ২২তম মঞ্চায়ন করছি আমরা।