স্পেলিং বি’র সঙ্গে যুক্ত হলো ড্যানকেক

দেশে পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে টেলিভিশন শো ‘স্পেলিং বি’। বাংলা ও ইংরেজি মাধ্যমের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই বানান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এ বছর আয়োজক প্রতিষ্ঠান চ্যাম্পস টোয়েন্টি ওয়ান ডটকমের সঙ্গে যুক্ত হয়েছে ড্যানকেক। এ উপলক্ষে সম্প্রতি ড্যানকেকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

ড্যান ফুডস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ফিরোজ আহমেদ এবং চ্যাম্পস টোয়েন্টি ওয়ান ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন পান্ডুঘর গ্রুপের হেড অব এইচআর অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স গোলাম হাবিব, ড্যানকেক বাংলাদেশের বিপণন বিভাগের প্রধান মিনহাজ হোসেন এবং চ্যাম্পস টোয়েন্টি ওয়ান ডটকমের সহকারি ব্যবস্থাপক মোমিনুর রহমান মঈন।

উল্লেখ্য, স্পেলিং বি প্রতিযোগিতা মূলত অনলাইন রাউন্ড, ডিভিশনাল রাউন্ড এবং টিভি রাউন্ড এই তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীরা অনলাইনে নিবন্ধন করে স্পেল চ্যাম্পস (Spell Champs) গেমটি খেলে ডিভিশনাল রাউন্ডের জন্য নির্বাচিত হতে পারবে।

অনলাইন বিজয়ীরা ডিভিশনাল রাউন্ডে অংশ নিয়ে টেলিভিশন রাউন্ডের জন্য লড়বে। শীর্ষ ৯৬ স্পেলার কে নিয়ে শুরু হবে টেলিভিশন রাউন্ড, যারা ধারাবাহিকভাবে বিজয়ী হওয়ার জন্য লড়বে। প্রতিবারের মতো এবারও স্পেলিং বি বিজয়ী পাবে একটি দৃষ্টিনন্দন ট্রফি, ৫ লাখ টাকার শিক্ষা বৃত্তি এবং একজন অভিভাবকসহ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঘুরে আসার বিমান টিকিট।

শিক্ষার্থীরা কম্পিউটার ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে ‘ড্যানকেক-স্পেলিং বি’ তে নিবন্ধন ও অংশগ্রহণ করতে পারবে। অংশ নিতে https://champs21.com ওয়েবসাইটে ভিজিট করে অথবা গুগল প্লে­স্টোর থেকে Spell Champs অ্যাপটি ডাউনলোড করতে হবে। বিস্তারিত https://spellingbee.champs21.com/ লিংক থেকে জানা যাবে।

রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২০ , ২৬ মাঘ ১৪২৬, ১৪ জমাদিউল সানি ১৪৪১

স্পেলিং বি’র সঙ্গে যুক্ত হলো ড্যানকেক

image

দেশে পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে টেলিভিশন শো ‘স্পেলিং বি’। বাংলা ও ইংরেজি মাধ্যমের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই বানান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এ বছর আয়োজক প্রতিষ্ঠান চ্যাম্পস টোয়েন্টি ওয়ান ডটকমের সঙ্গে যুক্ত হয়েছে ড্যানকেক। এ উপলক্ষে সম্প্রতি ড্যানকেকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

ড্যান ফুডস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ফিরোজ আহমেদ এবং চ্যাম্পস টোয়েন্টি ওয়ান ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন পান্ডুঘর গ্রুপের হেড অব এইচআর অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স গোলাম হাবিব, ড্যানকেক বাংলাদেশের বিপণন বিভাগের প্রধান মিনহাজ হোসেন এবং চ্যাম্পস টোয়েন্টি ওয়ান ডটকমের সহকারি ব্যবস্থাপক মোমিনুর রহমান মঈন।

উল্লেখ্য, স্পেলিং বি প্রতিযোগিতা মূলত অনলাইন রাউন্ড, ডিভিশনাল রাউন্ড এবং টিভি রাউন্ড এই তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীরা অনলাইনে নিবন্ধন করে স্পেল চ্যাম্পস (Spell Champs) গেমটি খেলে ডিভিশনাল রাউন্ডের জন্য নির্বাচিত হতে পারবে।

অনলাইন বিজয়ীরা ডিভিশনাল রাউন্ডে অংশ নিয়ে টেলিভিশন রাউন্ডের জন্য লড়বে। শীর্ষ ৯৬ স্পেলার কে নিয়ে শুরু হবে টেলিভিশন রাউন্ড, যারা ধারাবাহিকভাবে বিজয়ী হওয়ার জন্য লড়বে। প্রতিবারের মতো এবারও স্পেলিং বি বিজয়ী পাবে একটি দৃষ্টিনন্দন ট্রফি, ৫ লাখ টাকার শিক্ষা বৃত্তি এবং একজন অভিভাবকসহ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঘুরে আসার বিমান টিকিট।

শিক্ষার্থীরা কম্পিউটার ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে ‘ড্যানকেক-স্পেলিং বি’ তে নিবন্ধন ও অংশগ্রহণ করতে পারবে। অংশ নিতে https://champs21.com ওয়েবসাইটে ভিজিট করে অথবা গুগল প্লে­স্টোর থেকে Spell Champs অ্যাপটি ডাউনলোড করতে হবে। বিস্তারিত https://spellingbee.champs21.com/ লিংক থেকে জানা যাবে।