মুক্তিযোদ্ধাকে জবাই করে হত্যা

চট্টগ্রামে আলী আযম (৭৬) নামে এক ‘মুক্তিযোদ্ধাকে’ জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাউজানের উত্তর ইউনিয়নে হাড়পাড়া গ্রামের হাড়পাপাড়া উচ্চবিদ্যালয়ের পাশে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিগত দুই বছর ধরে ওই এলাকায় একটি স্টেশনারি দোকান পরিচালনা করত। মুক্তিযোদ্ধা আলী আযমের বাড়ি হাটহাজারী উপজেলার বড়দুয়ারা গ্রামে।

প্রতিবেশী নেজাম উদ্দীন জানান, তার সঙ্গে সকাল সাড়ে ৮টার দিকে দোকানের পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করেছিল। কিন্তু সকালে এ খবর শুনে তিনি হতবাক হয়ে যান।

সেল ফোনে রাউজান থানার উপ পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। তাকে জবাই করে হত্যা করা হয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে।

আরও খবর
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ডিএমপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সমাবেশ করে খালেদার মুক্তি মিলবে না তথ্যমন্ত্রী
মতিঝিল আইডিয়াল স্কুলে ছাত্রীদের পোশাক নিয়ে অপপ্রচার
মাদকের বিরুদ্ধে জয় হবেই স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম দিনে আ’লীগের মনোনয়ন কিনলেন রহিম খান ও জনি
মাসের প্রথম ছুটির দু’দিন বইমেলায় উপচেপড়া ভিড়
একুশে বইমেলা শুরু সোমবার থেকে
নাট্যনির্মাতা সাজিন আহমেদ বাবুর ‘যে মনে কারফিউ’
সাংবাদিক সুমনের ওপর হামলা : আরও চারজন গ্রেফতার
কৃষকরাই সবচেয়ে অবহেলিত ও বঞ্চিত জিএম কাদের
সালাম পার্টির উৎপাত বিপন্ন পথচারী
উত্তম সেবার জন্য নার্সদের তিন ক্যাটাগরিতে স্বাস্থ্যসেবা পদক দেয়া হবে
চট্টগ্রাম বন্দরে মোবাইল ক্রেন সরবরাহে নতুন শর্ত
শাহজালালে কাতার ফেরত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার গ্রেফতার

রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২০ , ২৬ মাঘ ১৪২৬, ১৪ জমাদিউল সানি ১৪৪১

রাউজানে

মুক্তিযোদ্ধাকে জবাই করে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে আলী আযম (৭৬) নামে এক ‘মুক্তিযোদ্ধাকে’ জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাউজানের উত্তর ইউনিয়নে হাড়পাড়া গ্রামের হাড়পাপাড়া উচ্চবিদ্যালয়ের পাশে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিগত দুই বছর ধরে ওই এলাকায় একটি স্টেশনারি দোকান পরিচালনা করত। মুক্তিযোদ্ধা আলী আযমের বাড়ি হাটহাজারী উপজেলার বড়দুয়ারা গ্রামে।

প্রতিবেশী নেজাম উদ্দীন জানান, তার সঙ্গে সকাল সাড়ে ৮টার দিকে দোকানের পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করেছিল। কিন্তু সকালে এ খবর শুনে তিনি হতবাক হয়ে যান।

সেল ফোনে রাউজান থানার উপ পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। তাকে জবাই করে হত্যা করা হয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে।