চার দিনধরে পতনে পুঁজিবাজার

এক দিনেই ডিএসইতে কমলো ৬৫ পয়েন্ট

গত সপ্তাহে দ্বিতীয় কার্যদিবস সূচক বেড়েছিল পুঁজিবাজারে। তারপর পতন শুরু। সূচকের নিম্নমুখী ধারা অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজারে। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবস প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বা দেড় শতাংশ কমেছে। এই নিয়ে টানা চার কার্যদিবসে বাজারটিতে সূচক কমেছে ১১৮ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১৩০ পয়েন্ট বা ১ শতাংশ। দেশেল দুই পুঁজিবাজারেই সূচকের সঙ্গে কমছে লেনদেনের পরিমাণও। গতকাল ডিএসইর লেনদেন নেমে এসেছে ৩০০ কোটি টাকার ঘরে। লেনদেন কমেছে সিএসইতেও। গতকাল সিএসইতে লেনদেন কমেছে ৩৭ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেনের শুরুতে বাজারে ঊর্ধ্বমুখীতার আভাস ছিল। লেনদেনের প্রথম ৭ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। তবে অধাঘণ্টার মধ্যে বাজার নিম্নমুখী হয়ে পড়ে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পতনের প্রবণতা, যা দিনের লেনদেন শেষে ধসে পরিণত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল মোট ৩৫৬টি কোম্পানির ১৩ কোটি ৩০ লক্ষ ৪ হাজার ২৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে এদিন মোট লেনদেনের পরিমাণ ৩৬১ কোটি ৯৭ লক্ষ ৬৬ হাজার ৩৮৪ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৪.২০ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮৮.৭৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২১.৪১ পয়েন্ট কমে ১ হাজার ৪৯২.৪৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ১২.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ২৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- লাফার্জ হোলসিম বাংলাদেশ, বিএসসি, এডিএন টেলিকম, সিঙ্গার বিডি, ইন্দো-বাংলা ফার্মা, স্কয়ার ফার্মা, কপারটেক ইন্ডা., নরদার্ন জুট, বিএসসিসিএল ও এসএস স্টিল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- তসরীফা ইন্ডা., মতিন স্পিনিং, গ্রিন ডেল্টা ইন্সু., প্রাইম টেক্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ওয়াইম্যাক্স ইলেকট্রো, ড্রাগন সুয়েটার, হাওয়া ওয়েল টেক্স ও বিকন ফার্মা। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ডেল্টা স্পিনিং, এপেক্স স্পিনিং, মার্কেন্টাইল ইন্সু., জুট স্পিনার্স, ইউনাইটেড এয়ার, জেমীনি সি ফুড, এবি ব্যাংক ফার্স্ট মি. ফা., বিএসসি, ভিএফএস থ্রেড ও বিএসসিসিএল।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪১১ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৪ লাখ টাকা। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৪ কোটি টাকা। সে হিসেবে গতকাল লেনদেন কমেছে ৩৭ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২২৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

ব্লক মার্কেট : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ব্লক মার্কেটে মোট ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৪ লাখ ১৮ হাজার ৫৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের। গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা নর্দার্ন জুট ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিম ১১ লাখ ৫২ হাজার ও সি পার্ল বিচ ১১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০ , ২৭ মাঘ ১৪২৬, ১৫ জমাদিউল সানি ১৪৪১

চার দিনধরে পতনে পুঁজিবাজার

এক দিনেই ডিএসইতে কমলো ৬৫ পয়েন্ট

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

গত সপ্তাহে দ্বিতীয় কার্যদিবস সূচক বেড়েছিল পুঁজিবাজারে। তারপর পতন শুরু। সূচকের নিম্নমুখী ধারা অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজারে। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবস প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বা দেড় শতাংশ কমেছে। এই নিয়ে টানা চার কার্যদিবসে বাজারটিতে সূচক কমেছে ১১৮ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১৩০ পয়েন্ট বা ১ শতাংশ। দেশেল দুই পুঁজিবাজারেই সূচকের সঙ্গে কমছে লেনদেনের পরিমাণও। গতকাল ডিএসইর লেনদেন নেমে এসেছে ৩০০ কোটি টাকার ঘরে। লেনদেন কমেছে সিএসইতেও। গতকাল সিএসইতে লেনদেন কমেছে ৩৭ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেনের শুরুতে বাজারে ঊর্ধ্বমুখীতার আভাস ছিল। লেনদেনের প্রথম ৭ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। তবে অধাঘণ্টার মধ্যে বাজার নিম্নমুখী হয়ে পড়ে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পতনের প্রবণতা, যা দিনের লেনদেন শেষে ধসে পরিণত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল মোট ৩৫৬টি কোম্পানির ১৩ কোটি ৩০ লক্ষ ৪ হাজার ২৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে এদিন মোট লেনদেনের পরিমাণ ৩৬১ কোটি ৯৭ লক্ষ ৬৬ হাজার ৩৮৪ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৪.২০ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮৮.৭৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২১.৪১ পয়েন্ট কমে ১ হাজার ৪৯২.৪৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ১২.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ২৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- লাফার্জ হোলসিম বাংলাদেশ, বিএসসি, এডিএন টেলিকম, সিঙ্গার বিডি, ইন্দো-বাংলা ফার্মা, স্কয়ার ফার্মা, কপারটেক ইন্ডা., নরদার্ন জুট, বিএসসিসিএল ও এসএস স্টিল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- তসরীফা ইন্ডা., মতিন স্পিনিং, গ্রিন ডেল্টা ইন্সু., প্রাইম টেক্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ওয়াইম্যাক্স ইলেকট্রো, ড্রাগন সুয়েটার, হাওয়া ওয়েল টেক্স ও বিকন ফার্মা। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ডেল্টা স্পিনিং, এপেক্স স্পিনিং, মার্কেন্টাইল ইন্সু., জুট স্পিনার্স, ইউনাইটেড এয়ার, জেমীনি সি ফুড, এবি ব্যাংক ফার্স্ট মি. ফা., বিএসসি, ভিএফএস থ্রেড ও বিএসসিসিএল।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪১১ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৪ লাখ টাকা। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৪ কোটি টাকা। সে হিসেবে গতকাল লেনদেন কমেছে ৩৭ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২২৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

ব্লক মার্কেট : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ব্লক মার্কেটে মোট ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৪ লাখ ১৮ হাজার ৫৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের। গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা নর্দার্ন জুট ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিম ১১ লাখ ৫২ হাজার ও সি পার্ল বিচ ১১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।