চিরকুটের দেশের গান

২০০২ সালে চিরকুটের আত্মপ্রকাশ। চার বছরের মাথায় আসে তাদের প্রথম গান। এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে তিনটি অ্যালবাম। তুমুল জনপ্রিয়তা পায় ‘কানামাছি’, ‘খাজনা’, ‘বন্ধু’, ‘না বুঝি দুনিয়া’, ‘জাদুর শহর’, ‘আহারে জীবন’সহ অসংখ্য গান। শ্রোতাপ্রিয় এ দলটি তাদের প্রতিটি কনসার্ট শুরু করে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধন ধান্য পুষ্পভরা’ গানটি দিয়ে। দেশ নিয়ে সচেতনতামূলক অনেক কাজেও তাদের দেখা গেছে। কিন্তু এ দীর্ঘ পথচলায় কখনোই দেশাত্মবোধক গান তৈরি করা হয়নি দলটির। এবার সেটা হলো। গত ১ ফেব্রুয়ারি ‘বাংলার কথা’ নামের গান তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। এর কথা ও সুর করেছেন ব্যান্ডটির গায়িকা সুমী। তিনি বললেন, ‘এর আগে সচেতনতামূলক ও তারুণ্য নিয়ে গান করেছি। কিছু কাজেও অংশ নিয়েছি। তবে দেশের গান বলতে যেমনটা বোঝানো হয়, সেভাবে দেখলে এটাই আমাদের প্রথম গান।’ গানটিতে অতিথি শিল্পী ব্যান্ডটির সঙ্গে বাজিয়েছেন তামজীদ ও শুভ্র। এদিকে সংগীত ভুবনে ১৮ বছর পার করা চিরকুট ঘোষণা দিয়েছে ১৮টি গান প্রকাশের। যার প্রথমটি হলো ‘বাংলার কথা’। সুমি বলেন, ‘এক বছরে ১৮টি গান প্রকাশ করাটা বেশ চ্যালেঞ্জের। তবে নিজেদের প্রাপ্তি ও ভক্তদের জন্য এটি আমরা করব। আশা করি ধীরে ধীরে সব গান প্রকাশ হবে।’

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০ , ২৭ মাঘ ১৪২৬, ১৫ জমাদিউল সানি ১৪৪১

চিরকুটের দেশের গান

বিনোদন প্রতিবেদক |

image

২০০২ সালে চিরকুটের আত্মপ্রকাশ। চার বছরের মাথায় আসে তাদের প্রথম গান। এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে তিনটি অ্যালবাম। তুমুল জনপ্রিয়তা পায় ‘কানামাছি’, ‘খাজনা’, ‘বন্ধু’, ‘না বুঝি দুনিয়া’, ‘জাদুর শহর’, ‘আহারে জীবন’সহ অসংখ্য গান। শ্রোতাপ্রিয় এ দলটি তাদের প্রতিটি কনসার্ট শুরু করে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধন ধান্য পুষ্পভরা’ গানটি দিয়ে। দেশ নিয়ে সচেতনতামূলক অনেক কাজেও তাদের দেখা গেছে। কিন্তু এ দীর্ঘ পথচলায় কখনোই দেশাত্মবোধক গান তৈরি করা হয়নি দলটির। এবার সেটা হলো। গত ১ ফেব্রুয়ারি ‘বাংলার কথা’ নামের গান তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। এর কথা ও সুর করেছেন ব্যান্ডটির গায়িকা সুমী। তিনি বললেন, ‘এর আগে সচেতনতামূলক ও তারুণ্য নিয়ে গান করেছি। কিছু কাজেও অংশ নিয়েছি। তবে দেশের গান বলতে যেমনটা বোঝানো হয়, সেভাবে দেখলে এটাই আমাদের প্রথম গান।’ গানটিতে অতিথি শিল্পী ব্যান্ডটির সঙ্গে বাজিয়েছেন তামজীদ ও শুভ্র। এদিকে সংগীত ভুবনে ১৮ বছর পার করা চিরকুট ঘোষণা দিয়েছে ১৮টি গান প্রকাশের। যার প্রথমটি হলো ‘বাংলার কথা’। সুমি বলেন, ‘এক বছরে ১৮টি গান প্রকাশ করাটা বেশ চ্যালেঞ্জের। তবে নিজেদের প্রাপ্তি ও ভক্তদের জন্য এটি আমরা করব। আশা করি ধীরে ধীরে সব গান প্রকাশ হবে।’