ভালোবাসা দিবসে আসছে জুয়েল নন্দিতার দ্বৈতগান

বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে ‘তোমার ওই ভালোবাসায়’ শিরোনামের দ্বৈতগান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল ও নন্দিত। সঞ্জয় মুখার্জির কথায় গানটির সুর করেছেন লন্ডন প্রবাসী সংগীতশিল্পী তিতাস। সংগীতায়োজনে মীর মাসুম। সম্প্রতি মীর মাসুমের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ভালোবাসা দিবসে ট্যালেন্ট ও ক্রিয়েটিভিটি প্রোডাকশন হাউসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে এ গান। জুয়েল-নন্দিতার কণ্ঠের এ গান ভালোবাসা দিবসে শ্রোতাদের মধ্যে অন্যরকম ভালোলাগা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গানসংশ্লিষ্টরা।

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০ , ২৭ মাঘ ১৪২৬, ১৫ জমাদিউল সানি ১৪৪১

ভালোবাসা দিবসে আসছে জুয়েল নন্দিতার দ্বৈতগান

বিনোদন প্রতিবেদক |

image

বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে ‘তোমার ওই ভালোবাসায়’ শিরোনামের দ্বৈতগান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল ও নন্দিত। সঞ্জয় মুখার্জির কথায় গানটির সুর করেছেন লন্ডন প্রবাসী সংগীতশিল্পী তিতাস। সংগীতায়োজনে মীর মাসুম। সম্প্রতি মীর মাসুমের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ভালোবাসা দিবসে ট্যালেন্ট ও ক্রিয়েটিভিটি প্রোডাকশন হাউসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে এ গান। জুয়েল-নন্দিতার কণ্ঠের এ গান ভালোবাসা দিবসে শ্রোতাদের মধ্যে অন্যরকম ভালোলাগা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গানসংশ্লিষ্টরা।