নানা রকম বই ও লোকসমাগমে

জমে উঠছে প্রাণের মেলা বইমেলা

অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে বই প্রকাশের ধুম পড়ে যায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে। আয়োজিত এ মেলা রীতিমতো উৎসবে পরিণত হয়। এই উৎসবে লেখক, কবি, সাহিত্যিক এবং শোবিজ অঙ্গনের পাশাপাশি পেশাদার সাংবাদিকদের বইও প্রকাশিত হয়।

প্রতিবারের মতো এবারের মেলাও এর ব্যতিক্রম হয়নি। বই মেলায় এসেছে দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক প্রখ্যাত কবি, কথাসাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হকের একাধিক বই।

জনপ্রিয়

কথাসাহিত্যিক দৈনিক কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামালের চারটি নতুন বই এসেছে। প্রকাশিত বইগুলো হচ্ছে গল্প সঙ্কলন ‘প্রিয় পঞ্চাশ গল্প’, ভিন্নধর্মী বই ‘স্বপ্নবাজ’ ও কিশোর গোয়েন্দা উপন্যাস ‘ফটকু মামার গোয়েন্দাগিরি’।

এ বই তিনটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। এ ছাড়া জীবনঘনিষ্ঠ বিষয় নিয়ে লেখা উপন্যাস ‘মানবজীবন’ প্রকাশিত হয়েছে পার্ল পাবলিকেশন্স থেকে।

এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট লেখক আবু তাহির মুস্তাকিমের চমৎকার অনুবাদ বই ‘ধরিত্রী কন্যা’ ও ‘বিস্ময় বালিকা’। বইমেলায় পাওয়া যাচ্ছে মাতৃভাষা প্রকাশের স্টল নম্বর ২০১ -২০২ এ।

সাংবাদিক, সাহিত্যিক ও কবি জাকির আবু জাফরের দুটি বই মেলায় এসেছে। এর একটি ‘আয়না ঘরের ফুল’ ও অন্যটি ‘গুহার সাম্রাজ্যে’,। ‘আয়না ঘরের ফুল’ প্রকাশ করেছে লেখালেখি প্রকাশনী এবং ‘গুহার সাম্রাজ্যে’ প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশনী। মেলায় এসেছে সাংবাদিক মিজান মালিকের প্রথম কাব্যগ্রন্থ ‘গল্প ছাড়া মলাট’। বইটি নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রকাশনী সংস্থা ঐতিহ্য।

সাংবাদিক ও নাট্যকার আহমেদ শাহাবুদ্দীনের ‘চন্দ্রবতী’ বই এসেছে মেলায়। বইটি প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী। শিশু-কিশোরদের জন্য লেখা সাংবাদিক সৈয়দ আবদাল আহমদের বই ‘জলচর আদুরে প্রাণী ডলফিন’ বের করেছে টুনটুনি প্রকাশন। বইটি ৭৭২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমানের মুক্তিযুদ্ধের উপন্যাস ‘আবাসভূমি’। বইটি নিয়ে এসেছে কথা প্রকাশ।

মেলায় এসেছে সাংবাদিক রীনা আকতার তুলির দুটি নতুন বই। একটি ইংরেজি ও অন্যটি বাংলা ভাষায় প্রকাশিত। ‘ওয়েল’ নামের ইংরেজি ভাষার বইটিতে স্থান পেয়েছে মায়ানমারে সেনাবাহিনীর গণহত্যা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জীবন সংগ্রাম। আর বাংলায় প্রকাশিত ‘শঙ্খশিকল’ এর দ্বিতীয় সংস্করণ এসেছে। বইগুলো অঙ্কুর প্রকাশনী ও বেহুলা বাঙলা প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে।

সাংবাদিক গল্পকার ও কবি বিউটি হাসুর কবিতার বই ‘অন্তরালে দহন’ এসেছে মেলায় । বইটি প্রকাশ করেছে চর্যা। ৭২৩ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।

সাংবাদিক নেতা শাবান মাহমুদের দুটি বই প্রকাশ করেছে লাবণী। বই দুটি হলো ‘বঙ্গবন্ধুর সারা জীবন’ ও ‘বাঙালির আত্মপরিচয়’ ।

শিশু সাহিত্যিক পলাশ মাহবুবের বই ‘লজিক লাবু’ সিরিজের নতুন উপন্যাস ‘গুপ্তবাবুর গুপ্তধন’ বইমেলায় নিয়ে এসেছে পাঞ্জেরী পাবলিকেশন্সে। সঙ্গে থাকছে সিরিজের আগের তিন উপন্যাস ‘বাবুদের বাজিমাত’, ‘সিন্দুকের সন্ধানে’ ও ‘লজিক লাবু’।

সাংবাদিক জামশেদ নাজিমের ‘আবেগের জলডুবি’ প্রকাশ হয়েছে মেলায়। রোমান্টিক থ্রিলার ধাঁচের উপন্যাসটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ।

image
আরও খবর
সামাজিক অভিশাপগুলোর বিরুদ্ধে সজাগ থাকতে হবে
২০২১ সালের মধ্যে ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় কাজ চলছে পররাষ্ট্রমন্ত্রী
ঐক্যফ্রন্ট ও বিএনপি পথভ্রষ্ট হয়েছে তথ্যমন্ত্রী
হার্নিয়ার পরিবর্তে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন
গ্রেড উন্নীত হলো প্রাথমিক শিক্ষকদের
সাক্ষ্য চলাকালে আদালতে ধর্ষিতা কান্নায় ভেঙে পড়ে
গ্রেফতার ৪ জন রিমান্ডে
দুই প্রার্থী খুইয়েছেন লাখ লাখ টাকা
পুরানা পল্টনে কারখানা পরিদর্শন কার্যালয়ের সামনে শ্রমিকদের অবস্থান
অষ্টম দিনে নতুন বই এসেছে ১১৬টি
‘কালি ও কলম’ বঙ্গবন্ধু সংখ্যার মোড়ক উন্মেচন
‘জিপিএ-৫ এর দিকে ঝুঁকছে শিক্ষার্থীরা বই পড়ার দিকে নয়’
দুই দিনব্যাপী নৃত্যোৎসব

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০ , ২৭ মাঘ ১৪২৬, ১৫ জমাদিউল সানি ১৪৪১

নানা রকম বই ও লোকসমাগমে

জমে উঠছে প্রাণের মেলা বইমেলা

তারেক আজিজ

image

অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে বই প্রকাশের ধুম পড়ে যায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে। আয়োজিত এ মেলা রীতিমতো উৎসবে পরিণত হয়। এই উৎসবে লেখক, কবি, সাহিত্যিক এবং শোবিজ অঙ্গনের পাশাপাশি পেশাদার সাংবাদিকদের বইও প্রকাশিত হয়।

প্রতিবারের মতো এবারের মেলাও এর ব্যতিক্রম হয়নি। বই মেলায় এসেছে দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক প্রখ্যাত কবি, কথাসাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হকের একাধিক বই।

জনপ্রিয়

কথাসাহিত্যিক দৈনিক কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামালের চারটি নতুন বই এসেছে। প্রকাশিত বইগুলো হচ্ছে গল্প সঙ্কলন ‘প্রিয় পঞ্চাশ গল্প’, ভিন্নধর্মী বই ‘স্বপ্নবাজ’ ও কিশোর গোয়েন্দা উপন্যাস ‘ফটকু মামার গোয়েন্দাগিরি’।

এ বই তিনটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। এ ছাড়া জীবনঘনিষ্ঠ বিষয় নিয়ে লেখা উপন্যাস ‘মানবজীবন’ প্রকাশিত হয়েছে পার্ল পাবলিকেশন্স থেকে।

এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট লেখক আবু তাহির মুস্তাকিমের চমৎকার অনুবাদ বই ‘ধরিত্রী কন্যা’ ও ‘বিস্ময় বালিকা’। বইমেলায় পাওয়া যাচ্ছে মাতৃভাষা প্রকাশের স্টল নম্বর ২০১ -২০২ এ।

সাংবাদিক, সাহিত্যিক ও কবি জাকির আবু জাফরের দুটি বই মেলায় এসেছে। এর একটি ‘আয়না ঘরের ফুল’ ও অন্যটি ‘গুহার সাম্রাজ্যে’,। ‘আয়না ঘরের ফুল’ প্রকাশ করেছে লেখালেখি প্রকাশনী এবং ‘গুহার সাম্রাজ্যে’ প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশনী। মেলায় এসেছে সাংবাদিক মিজান মালিকের প্রথম কাব্যগ্রন্থ ‘গল্প ছাড়া মলাট’। বইটি নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রকাশনী সংস্থা ঐতিহ্য।

সাংবাদিক ও নাট্যকার আহমেদ শাহাবুদ্দীনের ‘চন্দ্রবতী’ বই এসেছে মেলায়। বইটি প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী। শিশু-কিশোরদের জন্য লেখা সাংবাদিক সৈয়দ আবদাল আহমদের বই ‘জলচর আদুরে প্রাণী ডলফিন’ বের করেছে টুনটুনি প্রকাশন। বইটি ৭৭২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমানের মুক্তিযুদ্ধের উপন্যাস ‘আবাসভূমি’। বইটি নিয়ে এসেছে কথা প্রকাশ।

মেলায় এসেছে সাংবাদিক রীনা আকতার তুলির দুটি নতুন বই। একটি ইংরেজি ও অন্যটি বাংলা ভাষায় প্রকাশিত। ‘ওয়েল’ নামের ইংরেজি ভাষার বইটিতে স্থান পেয়েছে মায়ানমারে সেনাবাহিনীর গণহত্যা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জীবন সংগ্রাম। আর বাংলায় প্রকাশিত ‘শঙ্খশিকল’ এর দ্বিতীয় সংস্করণ এসেছে। বইগুলো অঙ্কুর প্রকাশনী ও বেহুলা বাঙলা প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে।

সাংবাদিক গল্পকার ও কবি বিউটি হাসুর কবিতার বই ‘অন্তরালে দহন’ এসেছে মেলায় । বইটি প্রকাশ করেছে চর্যা। ৭২৩ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।

সাংবাদিক নেতা শাবান মাহমুদের দুটি বই প্রকাশ করেছে লাবণী। বই দুটি হলো ‘বঙ্গবন্ধুর সারা জীবন’ ও ‘বাঙালির আত্মপরিচয়’ ।

শিশু সাহিত্যিক পলাশ মাহবুবের বই ‘লজিক লাবু’ সিরিজের নতুন উপন্যাস ‘গুপ্তবাবুর গুপ্তধন’ বইমেলায় নিয়ে এসেছে পাঞ্জেরী পাবলিকেশন্সে। সঙ্গে থাকছে সিরিজের আগের তিন উপন্যাস ‘বাবুদের বাজিমাত’, ‘সিন্দুকের সন্ধানে’ ও ‘লজিক লাবু’।

সাংবাদিক জামশেদ নাজিমের ‘আবেগের জলডুবি’ প্রকাশ হয়েছে মেলায়। রোমান্টিক থ্রিলার ধাঁচের উপন্যাসটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ।