বিশ্বকাপ নিয়ে আজ দেশে ফিরছেন চ্যাম্পিয়নরা

দক্ষিণ আফ্রিকা থেকে আজ দেশে ফিরছেন আইসিসি অ-১৯ বিশ্বকাপে বাংলাদেশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্যরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশ দল বহনকারী বিমানটি।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এর আগে কোন ডিসিপ্লিনে, কোন পর্যায়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব নেই। আকবরদের বিশেষভাবে বরণ করার জন্য প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিমানবন্দর থেকে ক্রিকেটাররা সরাসরি দেশের হোম অব ক্রিকেট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে যাবেন। ক্রিকেট বোর্ড ইতোমধ্যে আলোকসজ্জা দিয়ে সুসজ্জিত করেছে।

আকবরদের পারফরম্যান্সে পুরো ক্রীড়াঙ্গন উজ্জীবিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাদের পারফরম্যান্স ছিল অসাধারণ। আমাদের ফুটবলাররা ওদের পারফরম্যান্স দেখে অনুপ্রাণিত হবে আশা করি।’ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজাও উচ্ছ্বাসিত, ‘বাংলাদেশের সবাই খেলাধুলা পছন্দ করে। ক্রিকেটারদের এই পারফরম্যান্স আমাদের সবার জন্য গর্বের। এটা শুধু ক্রিকেট বা ক্রীড়াঙ্গন নয় পুরো জাতির গর্বের বিষয়।’ ক্রিকেটারদের বিশ্বজয়ের কয়েক ঘণ্টা পরই বিশ্ব আরচারির এক ক্যাটাগরির সেরা আরচার হয়েছেন রোমান সানা। রোমানা সানা টোকিও অলিম্পিকে খেলবেন। তিনি আকবরের পারফরম্যান্সে অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন, ‘বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রীড়াবিদরা পারেন। সেটা প্রতিষ্ঠিত হলো এই বিশ্বজয়ে। আমি অলিম্পিকে ভালো কিছু করতে চাই। ’বাংলাদেশক্রিকেট বোর্ড, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ ক্রীড়াঙ্গনের, সরকারি ও বেসরকারি অনেক সংস্থাই আকবরদের সংবর্ধনা দেবে। জাতীয় ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটারও রাওয়ালপিন্ডি থেকে বিকেলে ঢাকা পৌঁছাবেন।

টনক নড়লো বিসিবির

ভারতকে হারিয়ে অ-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন যুব দলের অধিনায়ক আকবর আলী। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা এনে দেন তিনি। অথচ সেই আকবরই কিনা উপেক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে! মূল ঘটনা একটি ব্যানার নিয়ে। আকবর আলী-মাহমুদুল হাসান জয়দের বিসিবি একাডেমি মাঠে সংবর্ধনা দিবে বিসিবি। এর জন্য বিসিবি ভবনে লাগানো হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন লেখা বিশাল এক ব্যানার। অবাক করা ব্যাপার হলো এই ব্যানারে ফাইনালের জয়ের নায়ক আকবরের ছবি ছিল না! টনক নড়ার পর আকবরের ছবি সম্বলিত নতুন একটু ব্যানার পুনরায় বিসিবি ভবনে টাঙ্গানো হয়। কিন্তু এর মাঝে যা হওয়ার হয়ে গেছে। গণমাধ্যমে বিসিবির এই ভুল ছড়িয়ে পড়ায় বোর্ডের সমালোচনা করছেন অনেকেই।

বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে আজ দেশে ফিরছে আকবরবাহিনী। সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেয়া হবে। পরে সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সম্বর্ধনা দেয়া হবে তাদের। ১২ তারিখে দল আসবে এবং এয়ারপোর্টে তাদেরকে রিসিভ করবে বিসিবির কর্মকর্তারা। সন্ধ্যায় একাডেমি মাঠে বোর্ডের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হবে।

বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০ , ২৯ মাঘ ১৪২৬, ১৭ জমাদিউল সানি ১৪৪১

বিশ্বকাপ নিয়ে আজ দেশে ফিরছেন চ্যাম্পিয়নরা

ক্রীড়া বার্তা পরিবেশক

image

দক্ষিণ আফ্রিকা থেকে আজ দেশে ফিরছেন আইসিসি অ-১৯ বিশ্বকাপে বাংলাদেশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্যরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশ দল বহনকারী বিমানটি।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এর আগে কোন ডিসিপ্লিনে, কোন পর্যায়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব নেই। আকবরদের বিশেষভাবে বরণ করার জন্য প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিমানবন্দর থেকে ক্রিকেটাররা সরাসরি দেশের হোম অব ক্রিকেট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে যাবেন। ক্রিকেট বোর্ড ইতোমধ্যে আলোকসজ্জা দিয়ে সুসজ্জিত করেছে।

আকবরদের পারফরম্যান্সে পুরো ক্রীড়াঙ্গন উজ্জীবিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাদের পারফরম্যান্স ছিল অসাধারণ। আমাদের ফুটবলাররা ওদের পারফরম্যান্স দেখে অনুপ্রাণিত হবে আশা করি।’ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজাও উচ্ছ্বাসিত, ‘বাংলাদেশের সবাই খেলাধুলা পছন্দ করে। ক্রিকেটারদের এই পারফরম্যান্স আমাদের সবার জন্য গর্বের। এটা শুধু ক্রিকেট বা ক্রীড়াঙ্গন নয় পুরো জাতির গর্বের বিষয়।’ ক্রিকেটারদের বিশ্বজয়ের কয়েক ঘণ্টা পরই বিশ্ব আরচারির এক ক্যাটাগরির সেরা আরচার হয়েছেন রোমান সানা। রোমানা সানা টোকিও অলিম্পিকে খেলবেন। তিনি আকবরের পারফরম্যান্সে অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন, ‘বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রীড়াবিদরা পারেন। সেটা প্রতিষ্ঠিত হলো এই বিশ্বজয়ে। আমি অলিম্পিকে ভালো কিছু করতে চাই। ’বাংলাদেশক্রিকেট বোর্ড, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ ক্রীড়াঙ্গনের, সরকারি ও বেসরকারি অনেক সংস্থাই আকবরদের সংবর্ধনা দেবে। জাতীয় ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটারও রাওয়ালপিন্ডি থেকে বিকেলে ঢাকা পৌঁছাবেন।

টনক নড়লো বিসিবির

ভারতকে হারিয়ে অ-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন যুব দলের অধিনায়ক আকবর আলী। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা এনে দেন তিনি। অথচ সেই আকবরই কিনা উপেক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে! মূল ঘটনা একটি ব্যানার নিয়ে। আকবর আলী-মাহমুদুল হাসান জয়দের বিসিবি একাডেমি মাঠে সংবর্ধনা দিবে বিসিবি। এর জন্য বিসিবি ভবনে লাগানো হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন লেখা বিশাল এক ব্যানার। অবাক করা ব্যাপার হলো এই ব্যানারে ফাইনালের জয়ের নায়ক আকবরের ছবি ছিল না! টনক নড়ার পর আকবরের ছবি সম্বলিত নতুন একটু ব্যানার পুনরায় বিসিবি ভবনে টাঙ্গানো হয়। কিন্তু এর মাঝে যা হওয়ার হয়ে গেছে। গণমাধ্যমে বিসিবির এই ভুল ছড়িয়ে পড়ায় বোর্ডের সমালোচনা করছেন অনেকেই।

বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে আজ দেশে ফিরছে আকবরবাহিনী। সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেয়া হবে। পরে সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সম্বর্ধনা দেয়া হবে তাদের। ১২ তারিখে দল আসবে এবং এয়ারপোর্টে তাদেরকে রিসিভ করবে বিসিবির কর্মকর্তারা। সন্ধ্যায় একাডেমি মাঠে বোর্ডের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হবে।