একজন হাসপাতালে ভর্তি : বিমান-নৌ স্থলবন্দরে এক লাখ যাত্রীর স্বাস্থ্যপরীক্ষা

মরণব্যাধি করোনাভাইরাসে বাংলাদেশে এখনও কেউ আক্রান্ত হয়নি। তবে জনমনে করোনাভাইরাস নিয়ে নানা উৎকণ্ঠা দেখা দিয়েছে। গতকাল পর্যন্ত এক লাখের বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৪২৯৪ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিনটি নৌবন্দর ও স্থলবন্দরে আগত যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

মহাখালী রোগতত্ত্ব¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)-এর পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গতকাল দুপুরে সাংবাদিকদের কাছে করোনা সংক্রামণে বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশ পরিস্থিতি তুলে করেন। বাংলাদেশে এখনও কোন আক্রান্ত রোগী পাওয়া যায়নি। একজন সন্দেহজনক রোগীকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়ন চলছে। রোগটি সম্পর্কে সামাজিক গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনুমান নির্ভর তথ্য প্রকাশ ও প্রচার চলছে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব অনুমান নির্ভর গুজব সম্পর্কে জবাব প্রচার করার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। কারও যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে তিনি আইইডিসিআর ওয়েবসাইট থেকে জবাব খুঁজে পেতে পারেন। নতুবা আইইডিসিআর-এর হটলাইনে ফোন করে সরাসরি যে কোন প্রশ্নের জবাব পেতে পারেন। কোয়ান্টাইনকৃতদের স্বাস্থ্য পরিস্থিতি সম্মিলিত সামরিক হাসপাতালে আইসোলেশন ইউনিটে রাখা ১১ জন এবং আশকোনা কোয়ারান্টাইন কেন্দ্রে উহান ফেরত ৩০১ যাত্রীরা সুস্থ আছেন।

বিশেষজ্ঞদের মতে, যারা সুস্থ আছেন তাদের মাস্ক পরা দরকার নেই। যারা সর্দি-কাশিতে ভুগছেন শুধু তারাই ঘরের বাইরে বের হলে মাস্ক পরবেন। তবে ঘরে ফেরার আগে ব্যবহৃত মাস্কটি মুখঢাকা বিনে ফেলবেন, যেন কেউ কুড়িয়ে আবার তুলে নিতে না পারে। গত শুক্রবার থেকে সব আন্তর্জাতিক বিমানবন্দরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট) বিদেশ থেকে আগত সব যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে।

শ্বাসতন্ত্রের সংক্রামণ প্রতিরোধে করণীয়ঃ ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধোঁবেন (অন্তত ২০ সেকেন্ড যাবৎ)। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না, ইতোমধ্যে এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন, কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি, কাশির সময় বাহু, টিস্যু, কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন), অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করুন, মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাবেন, অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন, জরুরি প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এ সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন। অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন।

বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০ , ২৯ মাঘ ১৪২৬, ১৭ জমাদিউল সানি ১৪৪১

করোনাভাইরাস

একজন হাসপাতালে ভর্তি : বিমান-নৌ স্থলবন্দরে এক লাখ যাত্রীর স্বাস্থ্যপরীক্ষা

নিজস্ব বার্তা পরিবেশক |

মরণব্যাধি করোনাভাইরাসে বাংলাদেশে এখনও কেউ আক্রান্ত হয়নি। তবে জনমনে করোনাভাইরাস নিয়ে নানা উৎকণ্ঠা দেখা দিয়েছে। গতকাল পর্যন্ত এক লাখের বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৪২৯৪ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিনটি নৌবন্দর ও স্থলবন্দরে আগত যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

মহাখালী রোগতত্ত্ব¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)-এর পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গতকাল দুপুরে সাংবাদিকদের কাছে করোনা সংক্রামণে বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশ পরিস্থিতি তুলে করেন। বাংলাদেশে এখনও কোন আক্রান্ত রোগী পাওয়া যায়নি। একজন সন্দেহজনক রোগীকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়ন চলছে। রোগটি সম্পর্কে সামাজিক গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনুমান নির্ভর তথ্য প্রকাশ ও প্রচার চলছে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব অনুমান নির্ভর গুজব সম্পর্কে জবাব প্রচার করার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। কারও যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে তিনি আইইডিসিআর ওয়েবসাইট থেকে জবাব খুঁজে পেতে পারেন। নতুবা আইইডিসিআর-এর হটলাইনে ফোন করে সরাসরি যে কোন প্রশ্নের জবাব পেতে পারেন। কোয়ান্টাইনকৃতদের স্বাস্থ্য পরিস্থিতি সম্মিলিত সামরিক হাসপাতালে আইসোলেশন ইউনিটে রাখা ১১ জন এবং আশকোনা কোয়ারান্টাইন কেন্দ্রে উহান ফেরত ৩০১ যাত্রীরা সুস্থ আছেন।

বিশেষজ্ঞদের মতে, যারা সুস্থ আছেন তাদের মাস্ক পরা দরকার নেই। যারা সর্দি-কাশিতে ভুগছেন শুধু তারাই ঘরের বাইরে বের হলে মাস্ক পরবেন। তবে ঘরে ফেরার আগে ব্যবহৃত মাস্কটি মুখঢাকা বিনে ফেলবেন, যেন কেউ কুড়িয়ে আবার তুলে নিতে না পারে। গত শুক্রবার থেকে সব আন্তর্জাতিক বিমানবন্দরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট) বিদেশ থেকে আগত সব যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে।

শ্বাসতন্ত্রের সংক্রামণ প্রতিরোধে করণীয়ঃ ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধোঁবেন (অন্তত ২০ সেকেন্ড যাবৎ)। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না, ইতোমধ্যে এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন, কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি, কাশির সময় বাহু, টিস্যু, কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন), অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করুন, মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাবেন, অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন, জরুরি প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এ সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন। অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন।