ক্ষণগণনা : আর ৩৩ দিন

মুজিববর্ষের আর ৩৩ দিন বাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে সরকার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে দেশের সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে এটি যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সোমবার মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ নির্দেশ দেন।

শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দেয়া নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৯ জানুয়ারির মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ইংরেজি মাধ্যম ও অন্য সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে আগামী ১৭ মার্চ থেকে বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযপান নিশ্চিত করতে হবে।

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। দলীয়ভাবে আওয়ামী লীগও মুজিববর্ষ পালন করবে।

বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০ , ২৯ মাঘ ১৪২৬, ১৭ জমাদিউল সানি ১৪৪১

ক্ষণগণনা : আর ৩৩ দিন

নিজস্ব বার্তা পরিবেশক |

image

মুজিববর্ষের আর ৩৩ দিন বাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে সরকার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে দেশের সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে এটি যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সোমবার মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ নির্দেশ দেন।

শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দেয়া নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৯ জানুয়ারির মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ইংরেজি মাধ্যম ও অন্য সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে আগামী ১৭ মার্চ থেকে বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযপান নিশ্চিত করতে হবে।

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। দলীয়ভাবে আওয়ামী লীগও মুজিববর্ষ পালন করবে।