বাজারে লজিটেক এইচ৬৫০ই মডেলের নতুন হেডসেট

নয়েজ-ক্যান্সেলিং প্রযুক্তির সমন্বয়ে তৈরি লজিটেক ব্র্যান্ডের এইচ৬৫০ই মডেলের হেডসেট বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। হেডফোনটি সিএসআর, করপোরেট কাস্টমার সার্ভিস কিংবা ব্যবসায়িক কনভারসেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হেডসেটটিতে রয়েছে উন্নতমানের একোস্টিক ইকো ক্যান্সেলেশন, এছাড়া ডায়নামিক ইকুয়ালাইজার থাকায় খুব সহজে মিউজিক ও ভয়েস পরিবর্তন করা যাবে। ভিজ্যুয়াল এলার্টের জন্য রয়েছে এলইডি ইনডিকেটর, দ্বি-মুখী ইসিএম, টেক্সটাইল ও ইন্টিউটিভ কন্ট্রোলার ফাংশন, গ্রেইড প্রো কোয়ালিটির অডিও এবং টাঙ্গেল ফ্রি হওয়ায় কেবলটি বেঁকে গেলেও নষ্ট হবে না।

তাছাড়া ম্যাক বা যে কোনো পিসিতে ইউএসবি পোর্টের সঙ্গে কানেক্ট করা যাবে, যার ফ্রিকোয়েন্সি রেসপন্স সর্বোচ্চ ১০ হাজার হার্জ ও ওজন ১২০ গ্রাম। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডসেটটির মূল্য ৯ হাজার টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০ , ২৯ মাঘ ১৪২৬, ১৭ জমাদিউল সানি ১৪৪১

বাজারে লজিটেক এইচ৬৫০ই মডেলের নতুন হেডসেট

image

নয়েজ-ক্যান্সেলিং প্রযুক্তির সমন্বয়ে তৈরি লজিটেক ব্র্যান্ডের এইচ৬৫০ই মডেলের হেডসেট বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। হেডফোনটি সিএসআর, করপোরেট কাস্টমার সার্ভিস কিংবা ব্যবসায়িক কনভারসেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হেডসেটটিতে রয়েছে উন্নতমানের একোস্টিক ইকো ক্যান্সেলেশন, এছাড়া ডায়নামিক ইকুয়ালাইজার থাকায় খুব সহজে মিউজিক ও ভয়েস পরিবর্তন করা যাবে। ভিজ্যুয়াল এলার্টের জন্য রয়েছে এলইডি ইনডিকেটর, দ্বি-মুখী ইসিএম, টেক্সটাইল ও ইন্টিউটিভ কন্ট্রোলার ফাংশন, গ্রেইড প্রো কোয়ালিটির অডিও এবং টাঙ্গেল ফ্রি হওয়ায় কেবলটি বেঁকে গেলেও নষ্ট হবে না।

তাছাড়া ম্যাক বা যে কোনো পিসিতে ইউএসবি পোর্টের সঙ্গে কানেক্ট করা যাবে, যার ফ্রিকোয়েন্সি রেসপন্স সর্বোচ্চ ১০ হাজার হার্জ ও ওজন ১২০ গ্রাম। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডসেটটির মূল্য ৯ হাজার টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।