রোহিঙ্গাদের নিয়ে সৌদি সরকার কিছু বলেনি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে অবস্থানরত প্রায় অর্ধ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাতে দেশটির পক্ষ থেকে এখনও কিছুই বলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। এ নিয়ে সৌদি আরবের কোন চাপও নেই বলেও জানান তিনি। গতকাল আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরব গিয়ে ধরা পড়া ৪২ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে চাপ দিচ্ছে- এমন সংবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি সরকার রোহিঙ্গা নিয়ে এখনও কিছু বলেনি। তিনি বলেন, এটা আসলে ঠিক না। এটা পেপার লিখেছে, আমাদের কাছে সৌদি আরব এই সম্পর্কে কিছুই বলে নাই। সুতরাং এটা আমরা যদি সরকারিভাবে না পাই, তাহলে এ সম্পর্কে আমাদের কমেন্ট করার কোন কারণ নাই।

আবদুল মোমেন আরও বলেন, রোহিঙ্গা যদি হয়, তারা তাদের দেশে যাবে, আমাদের এখানে কেন? বাংলাদেশি হলে আমরা নিশ্চয়ই দেখব। যৌথ কমিশনের সভায় সৌদি আরব বিষয়টি তুলে ধরার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাহলে ওনারা (বাংলাদেশ মিশন) আমাদের জানাবে, আমাদের যদি জানায়, তখন আমরা কথা বলব। হঠাৎ করে এসব আসছে পত্রিকায়। আমাদের সরকারিভাবে যদি জানায়, তখন এগুলো নিয়ে আলাপ করব, তার আগে নয়।

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০ , ৩০ মাঘ ১৪২৬, ১৮ জমাদিউল সানি ১৪৪১

রোহিঙ্গাদের নিয়ে সৌদি সরকার কিছু বলেনি পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক |

সৌদি আরবে অবস্থানরত প্রায় অর্ধ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাতে দেশটির পক্ষ থেকে এখনও কিছুই বলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। এ নিয়ে সৌদি আরবের কোন চাপও নেই বলেও জানান তিনি। গতকাল আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরব গিয়ে ধরা পড়া ৪২ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে চাপ দিচ্ছে- এমন সংবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি সরকার রোহিঙ্গা নিয়ে এখনও কিছু বলেনি। তিনি বলেন, এটা আসলে ঠিক না। এটা পেপার লিখেছে, আমাদের কাছে সৌদি আরব এই সম্পর্কে কিছুই বলে নাই। সুতরাং এটা আমরা যদি সরকারিভাবে না পাই, তাহলে এ সম্পর্কে আমাদের কমেন্ট করার কোন কারণ নাই।

আবদুল মোমেন আরও বলেন, রোহিঙ্গা যদি হয়, তারা তাদের দেশে যাবে, আমাদের এখানে কেন? বাংলাদেশি হলে আমরা নিশ্চয়ই দেখব। যৌথ কমিশনের সভায় সৌদি আরব বিষয়টি তুলে ধরার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাহলে ওনারা (বাংলাদেশ মিশন) আমাদের জানাবে, আমাদের যদি জানায়, তখন আমরা কথা বলব। হঠাৎ করে এসব আসছে পত্রিকায়। আমাদের সরকারিভাবে যদি জানায়, তখন এগুলো নিয়ে আলাপ করব, তার আগে নয়।