চালু হলো ‘ভাইবার কিউপিড’

ভালোবাসা দিবসকে সামনে রেখে মেসেজিং অ্যাপ ভাইবার চালু করলো চ্যাটবট ‘ভাইবার কিউপিড’। ব্যবহারকারীদের রিলেশনশিপ স্ট্যাটাস যাই হোক না কেনো এ চ্যাটবট তাদের ভালোবাসার বিশেষ অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি ভালোবাসার আবহ তৈরি করবে। ব্যবহারকারী সিঙ্গেল হোন কিংবা তার রিলেশনশিপ স্ট্যাটাস হোক কমপ্লিকেটেড, সবার জন্য ভাইবার নিয়ে এসেছে এ চ্যাটবট যার মাধ্যমে আনন্দ খুঁজে পাবেন সবাই। ব্যবহারকারীদের আনন্দদায়ক অভিজ্ঞতার মুখোমুখি করতে উদ্ভাবনী এ চ্যাটবটের মাধ্যমে নতুন আইডিয়া নিয়ে এসেছে ভাইবার। ‘আপনার রিলেশনশিপের স্ট্যাটাস কি?’- এই সহজ প্রশ্নের উত্তর পাওয়া মাত্রই ভাইবারের মজার নানা কার্যক্রমে সংযুক্ত হতে পারবেন ব্যবহারকারীরা। ভাইবার কিউপিড ছাড়াও, ভ্যালেন্টাইন’স ডে নিয়ে ভাইবার যুক্ত করবে বেশ কিছু নতুন ফিচার, যা ব্যক্তিদের সুন্দর বার্তা তৈরিতে সাহায্য করবে। যখন কোন ব্যক্তি চ্যাটিং-এর সময়ে তার পছন্দের মানুষের প্রতি গভীর অনুরাগ প্রকাশ করতে চান তখন এই অ্যাপটি ‘হার্ট শেপড’ তাৎক্ষণিক মেসেজিং ভিডিও ও ‘ফ্লোটিং হার্ট’ তাদের সামনে নিয়ে আসবে। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০ , ১ ফল্গুন ১৪২৬, ১৯ জমাদিউল সানি ১৪৪১

চালু হলো ‘ভাইবার কিউপিড’

ভালোবাসা দিবসকে সামনে রেখে মেসেজিং অ্যাপ ভাইবার চালু করলো চ্যাটবট ‘ভাইবার কিউপিড’। ব্যবহারকারীদের রিলেশনশিপ স্ট্যাটাস যাই হোক না কেনো এ চ্যাটবট তাদের ভালোবাসার বিশেষ অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি ভালোবাসার আবহ তৈরি করবে। ব্যবহারকারী সিঙ্গেল হোন কিংবা তার রিলেশনশিপ স্ট্যাটাস হোক কমপ্লিকেটেড, সবার জন্য ভাইবার নিয়ে এসেছে এ চ্যাটবট যার মাধ্যমে আনন্দ খুঁজে পাবেন সবাই। ব্যবহারকারীদের আনন্দদায়ক অভিজ্ঞতার মুখোমুখি করতে উদ্ভাবনী এ চ্যাটবটের মাধ্যমে নতুন আইডিয়া নিয়ে এসেছে ভাইবার। ‘আপনার রিলেশনশিপের স্ট্যাটাস কি?’- এই সহজ প্রশ্নের উত্তর পাওয়া মাত্রই ভাইবারের মজার নানা কার্যক্রমে সংযুক্ত হতে পারবেন ব্যবহারকারীরা। ভাইবার কিউপিড ছাড়াও, ভ্যালেন্টাইন’স ডে নিয়ে ভাইবার যুক্ত করবে বেশ কিছু নতুন ফিচার, যা ব্যক্তিদের সুন্দর বার্তা তৈরিতে সাহায্য করবে। যখন কোন ব্যক্তি চ্যাটিং-এর সময়ে তার পছন্দের মানুষের প্রতি গভীর অনুরাগ প্রকাশ করতে চান তখন এই অ্যাপটি ‘হার্ট শেপড’ তাৎক্ষণিক মেসেজিং ভিডিও ও ‘ফ্লোটিং হার্ট’ তাদের সামনে নিয়ে আসবে। সংবাদ বিজ্ঞপ্তি।