পরম্পরা শীর্ষক যৌথ শিল্পকর্মে প্রদর্শনীর উদ্বোধন

একজন সৃষ্টিশীল মানুষ জীবনের যে কোন পর্যায়েই, নিজের ভিতরকার সুকুমার প্রতিভাকে বিভিন্নভাবে প্রকার করে থাকেন। তেমনি একজন শিল্পী রশিদুন নবী (১৯১৪-১৯৯৫)। নিজের চিত্র চর্চার পাশাপাশি তার পুত্র-কন্যাদের উৎসাহিত করে শিল্পকলা চর্চায় নিয়োজিত করেছেন। তারই স্নেহধন্য পুত্র চিত্রশিল্পী রফিকুন নবী, তৌহিদুন নবী, সোহানা শাহরীন (পুত্রবধূ)। একই পরিবারের এই ৫ এই গুনী শিল্পীর শিল্পকর্ম নিয়ে ‘পরম্পরা’ শিরোনামে একটি নান্দনিক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি চিত্রক। গতকাল রাজধানীর ধানমন্ডিতে গ্যালারি চিত্রকে এই শিল্পকর্মের প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মুনোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী হাশেম খান। সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক অধ্যাপক বুলবন ওসমান। এ সময় নিজের পরিবারের স্মৃতিচারণ করেন চিত্রশিল্পী রফিকুন নবী।

উদ্বোধন অনুষ্ঠানে মুস্তাফা মনোয়ার বলেন, আমার দৃষ্টিতে শিল্পী রশিদুন নবীর পরিবার ছিলেন একটি সম্পদশালী পরিবার। এই পরিবারের প্রতিটি সন্তান আজ বাংলাদেশের জন্য বিখ্যাত মানুষ। এই পরিবারের প্রতিটি শিল্পকর্ম মন দিয়ে আঁকা। শিল্পরা কখনও মেধার গর্ব করতে পারে না। মেধা দিয়ে শিল্প চর্চা হয় না। মন ও অন্তর দিয়ে শিল্প চর্চা করতে হয়। প্রকৃতি আমাদের শিল্পে প্রধান শিক্ষক। প্রকৃতির কাছে আমাদের শিক্ষতে হবে। এই ‘পরম্পরা’ শিল্পকর্মটি তেমন একটি পরিবারের শিল্পকর্ম। এই পরিবারের প্রতিটি সন্তান অন্তর দিয়ে এই ছবিগুলো ফুটিয়ে তোলেছেন। তাই সব বাবা-মা’র উচিত সন্তানদের পরম্পরার মতো তৈরি করা।

তিনি বলেন, ছবি আঁকা হলো একেবারে একটি খেলা। রঙ নিয়ে খেলতে হয় তাদের। যে যাই বলুক না কেন, আমি বলব যারা শিল্প তারা কখনও গরিব হতে পারে না। যারা অন্তর দিয়ে কাজ তারা কখনও গরিব হয় না। যার বড় তারা কখনও গবির হয় না। শিল্পীদের অনেকে বোকা বলে। আমরা নাকি সমাজের অনেক কিছু বুঝি না। তাই অন্তর ও মন দিয়ে শিল্প চর্চা করতে যদি বোকা হতে হয় তাও ভালো।

রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০ , ৩ ফল্গুন ১৪২৬, ২১ জমাদিউল সানি ১৪৪১

পরম্পরা শীর্ষক যৌথ শিল্পকর্মে প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব বার্তা পরিবেশক |

image

শিল্পী রশিদুন নবীর শিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা -সংবাদ

একজন সৃষ্টিশীল মানুষ জীবনের যে কোন পর্যায়েই, নিজের ভিতরকার সুকুমার প্রতিভাকে বিভিন্নভাবে প্রকার করে থাকেন। তেমনি একজন শিল্পী রশিদুন নবী (১৯১৪-১৯৯৫)। নিজের চিত্র চর্চার পাশাপাশি তার পুত্র-কন্যাদের উৎসাহিত করে শিল্পকলা চর্চায় নিয়োজিত করেছেন। তারই স্নেহধন্য পুত্র চিত্রশিল্পী রফিকুন নবী, তৌহিদুন নবী, সোহানা শাহরীন (পুত্রবধূ)। একই পরিবারের এই ৫ এই গুনী শিল্পীর শিল্পকর্ম নিয়ে ‘পরম্পরা’ শিরোনামে একটি নান্দনিক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি চিত্রক। গতকাল রাজধানীর ধানমন্ডিতে গ্যালারি চিত্রকে এই শিল্পকর্মের প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মুনোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী হাশেম খান। সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক অধ্যাপক বুলবন ওসমান। এ সময় নিজের পরিবারের স্মৃতিচারণ করেন চিত্রশিল্পী রফিকুন নবী।

উদ্বোধন অনুষ্ঠানে মুস্তাফা মনোয়ার বলেন, আমার দৃষ্টিতে শিল্পী রশিদুন নবীর পরিবার ছিলেন একটি সম্পদশালী পরিবার। এই পরিবারের প্রতিটি সন্তান আজ বাংলাদেশের জন্য বিখ্যাত মানুষ। এই পরিবারের প্রতিটি শিল্পকর্ম মন দিয়ে আঁকা। শিল্পরা কখনও মেধার গর্ব করতে পারে না। মেধা দিয়ে শিল্প চর্চা হয় না। মন ও অন্তর দিয়ে শিল্প চর্চা করতে হয়। প্রকৃতি আমাদের শিল্পে প্রধান শিক্ষক। প্রকৃতির কাছে আমাদের শিক্ষতে হবে। এই ‘পরম্পরা’ শিল্পকর্মটি তেমন একটি পরিবারের শিল্পকর্ম। এই পরিবারের প্রতিটি সন্তান অন্তর দিয়ে এই ছবিগুলো ফুটিয়ে তোলেছেন। তাই সব বাবা-মা’র উচিত সন্তানদের পরম্পরার মতো তৈরি করা।

তিনি বলেন, ছবি আঁকা হলো একেবারে একটি খেলা। রঙ নিয়ে খেলতে হয় তাদের। যে যাই বলুক না কেন, আমি বলব যারা শিল্প তারা কখনও গরিব হতে পারে না। যারা অন্তর দিয়ে কাজ তারা কখনও গরিব হয় না। যার বড় তারা কখনও গবির হয় না। শিল্পীদের অনেকে বোকা বলে। আমরা নাকি সমাজের অনেক কিছু বুঝি না। তাই অন্তর ও মন দিয়ে শিল্প চর্চা করতে যদি বোকা হতে হয় তাও ভালো।