আ’লীগ সরকার সার্বিক উন্নয়নে বিশ্বাসী : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে ভোট দিল, কে দিল না, তা বিবেচনা করে না। আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকার সার্বিক উন্নয়নে বিশ্বাসী। গণতান্ত্রিক এ দেশে সবার জন্য কাজ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে দুর্নীতিও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান অভিযান অব্যহত থাকবে। গতকাল রাতে গণভবনে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে যৌথসভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল কারিম সেলিম, মো. আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপসহ বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে সংশ্লিষ্ট পদগুলোতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই গতকাল বিকেলে গণভবনে উপস্থিত হন। সন্ধ্যা নাগাদ গণভবনে অপেক্ষমান মনোনয়ন প্রত্যাশীদের উপস্থিতি বাড়তে থাকে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, বগুড়া-১, যশোর-৬ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে দলীয় প্রার্থী মনোনয়ন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মনোনয়ন এবং কাউন্সিলর প্রার্থীদের দলীয় সমর্থন চূড়ান্ত করার লক্ষ্যে গতকাল যৌথসভা অনুষ্ঠিত হয়।

যৌথসভা শেষে রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বক্তব্য রাখেন। গণভবনের একটি সূত্র জানায়, এরপর আবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মনোনয়ন বোর্ডের সভা বসে। তবে এ প্রতিবেদন লেখাকালীন দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়নি।

আওয়ামী লীগের দফতর সূত্রে জানা গেছে, ঢাকা-১০ আসনে মোট ১০ জন, গাইবান্ধা-৩ আসনে ২৫ জন, বাগেরহাটের-৪ আসনে ১১ জন, বগুড়া-১ আসনে ১৯ জন এবং যশোর-৬ আসনে ১৩ জন সংসদ সদস্য পদে লড়তে দলীয় মনোনয়নের আবেদন জমা দেন। এছাড়া, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ১৭ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

image

গতকাল গণভবনে সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রধানমন্ত্রী

আরও খবর
কর্মকর্তাদের বেপরোয়া গাড়িবিলাস
কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরছেন ৩১৬ জন
৭৯২ জন নাগরিকের নিরাপত্তায় একজন পুলিশ
নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত
অবৈধ আড়াইশ’ ইটভাটা
খালেদার মুক্তি দাবি করেও কোন সাড়া পাইনি ফখরুল
স্বামী ও বন্ধুর হাতে বর্বরোচিত নির্যাতনের শিকার গৃহবধূ
ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক রমজান আলী বহিষ্কার
‘রাইস ট্রান্সপ্লান্টার’ কমাবে খরচ বাঁচাবে কৃষি
মাকে হাতুড়ির আঘাতে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা
শামীমাকে গ্রহণ করবে না বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধুর জন্মদিনে ২২৬০টি কলেজে আনন্দ র‌্যালি হবে
ক্ষণগণনা : আর ২৯ দিন
আ-মরি বাংলা ভাষা
চলচ্চিত্র তারকাসহ ২০ হাজার আইডি হ্যাক
আগামী মাসেই তীব্র গরমের পূর্বাভাস

রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০ , ৩ ফল্গুন ১৪২৬, ২১ জমাদিউল সানি ১৪৪১

আ’লীগ সরকার সার্বিক উন্নয়নে বিশ্বাসী : প্রধানমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক |

image

গতকাল গণভবনে সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে ভোট দিল, কে দিল না, তা বিবেচনা করে না। আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকার সার্বিক উন্নয়নে বিশ্বাসী। গণতান্ত্রিক এ দেশে সবার জন্য কাজ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে দুর্নীতিও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান অভিযান অব্যহত থাকবে। গতকাল রাতে গণভবনে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে যৌথসভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল কারিম সেলিম, মো. আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপসহ বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে সংশ্লিষ্ট পদগুলোতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই গতকাল বিকেলে গণভবনে উপস্থিত হন। সন্ধ্যা নাগাদ গণভবনে অপেক্ষমান মনোনয়ন প্রত্যাশীদের উপস্থিতি বাড়তে থাকে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, বগুড়া-১, যশোর-৬ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে দলীয় প্রার্থী মনোনয়ন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মনোনয়ন এবং কাউন্সিলর প্রার্থীদের দলীয় সমর্থন চূড়ান্ত করার লক্ষ্যে গতকাল যৌথসভা অনুষ্ঠিত হয়।

যৌথসভা শেষে রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বক্তব্য রাখেন। গণভবনের একটি সূত্র জানায়, এরপর আবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মনোনয়ন বোর্ডের সভা বসে। তবে এ প্রতিবেদন লেখাকালীন দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়নি।

আওয়ামী লীগের দফতর সূত্রে জানা গেছে, ঢাকা-১০ আসনে মোট ১০ জন, গাইবান্ধা-৩ আসনে ২৫ জন, বাগেরহাটের-৪ আসনে ১১ জন, বগুড়া-১ আসনে ১৯ জন এবং যশোর-৬ আসনে ১৩ জন সংসদ সদস্য পদে লড়তে দলীয় মনোনয়নের আবেদন জমা দেন। এছাড়া, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ১৭ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।