ক্ষণগণনা : আর ২৯ দিন

মুজিববর্ষ’র আর ২৯ দিন বাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘মুজিববর্ষে’ উদযাপন করবে সরকার। মুজিববর্ষের মধ্যেই সব শিক্ষক-কর্মচারীদের এডহক নিয়োগ ও পদসৃজনের দাবি জানিয়েছেন ‘বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ’।

এই দাবিতে আগামী ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সংসদীয় এলাকায় এমপিদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। ১৪ ফেব্রুয়ারি রাজধানীর পল্টনের সিপিবি কার্যালয়ের মুক্তি মিলনায়তনে অনুষ্ঠিত পরিষদের এক আলোচনা সভায় এ ঘোষণা দেন তারা।

সংগঠনের সভাপতি কেএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক ফারুক হোসেন মৃধার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা প্রতিষ্ঠানের কর্মরত সব শিক্ষক কর্মচারীকে এডহক নিয়োগের দাবি জানান।

তারা বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিকে সরকারি কলেজবিহীন প্রতিটি উপজেলায় একটি সরকারি কলেজ উপহার দিয়েছেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় শিক্ষক কর্মচারীদের পদসৃজন ও আত্তীকরণের কাজ আটকে রয়েছে। এছাড়াও পদসৃজনের কাজে তাদের অযাচিত ‘নোট’ ও ‘মন্তব্য’ করার কারণে অসংখ্য শিক্ষকের সরকারিকরণের পথ রুদ্ধ হয়ে যাচ্ছে।’

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছর ব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। দলীয়ভাবে আওয়ামী লীগও মুজিববর্ষ পালন করবে।

আরও খবর
কর্মকর্তাদের বেপরোয়া গাড়িবিলাস
আ’লীগ সরকার সার্বিক উন্নয়নে বিশ্বাসী : প্রধানমন্ত্রী
কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরছেন ৩১৬ জন
৭৯২ জন নাগরিকের নিরাপত্তায় একজন পুলিশ
নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত
অবৈধ আড়াইশ’ ইটভাটা
খালেদার মুক্তি দাবি করেও কোন সাড়া পাইনি ফখরুল
স্বামী ও বন্ধুর হাতে বর্বরোচিত নির্যাতনের শিকার গৃহবধূ
ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক রমজান আলী বহিষ্কার
‘রাইস ট্রান্সপ্লান্টার’ কমাবে খরচ বাঁচাবে কৃষি
মাকে হাতুড়ির আঘাতে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা
শামীমাকে গ্রহণ করবে না বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধুর জন্মদিনে ২২৬০টি কলেজে আনন্দ র‌্যালি হবে
আ-মরি বাংলা ভাষা
চলচ্চিত্র তারকাসহ ২০ হাজার আইডি হ্যাক
আগামী মাসেই তীব্র গরমের পূর্বাভাস

রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০ , ৩ ফল্গুন ১৪২৬, ২১ জমাদিউল সানি ১৪৪১

ক্ষণগণনা : আর ২৯ দিন

নিজস্ব বার্তা পরিবেশক |

মুজিববর্ষ’র আর ২৯ দিন বাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘মুজিববর্ষে’ উদযাপন করবে সরকার। মুজিববর্ষের মধ্যেই সব শিক্ষক-কর্মচারীদের এডহক নিয়োগ ও পদসৃজনের দাবি জানিয়েছেন ‘বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ’।

এই দাবিতে আগামী ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সংসদীয় এলাকায় এমপিদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। ১৪ ফেব্রুয়ারি রাজধানীর পল্টনের সিপিবি কার্যালয়ের মুক্তি মিলনায়তনে অনুষ্ঠিত পরিষদের এক আলোচনা সভায় এ ঘোষণা দেন তারা।

সংগঠনের সভাপতি কেএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক ফারুক হোসেন মৃধার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা প্রতিষ্ঠানের কর্মরত সব শিক্ষক কর্মচারীকে এডহক নিয়োগের দাবি জানান।

তারা বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিকে সরকারি কলেজবিহীন প্রতিটি উপজেলায় একটি সরকারি কলেজ উপহার দিয়েছেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় শিক্ষক কর্মচারীদের পদসৃজন ও আত্তীকরণের কাজ আটকে রয়েছে। এছাড়াও পদসৃজনের কাজে তাদের অযাচিত ‘নোট’ ও ‘মন্তব্য’ করার কারণে অসংখ্য শিক্ষকের সরকারিকরণের পথ রুদ্ধ হয়ে যাচ্ছে।’

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছর ব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। দলীয়ভাবে আওয়ামী লীগও মুজিববর্ষ পালন করবে।