ফেসবুকে জনপ্রিয়তায় আমি প্রথম, মোদি দ্বিতীয় : ট্রাম্প

বিভিন্ন সময় নানা মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো বৈজ্ঞানিক সূত্র নিয়ে মন্তব্য করে আবার কখনোবা নোবেল পুরস্কার পাওয়ার দাবি করে। তবে এবার নতুন এক দাবি করে বসলেন এই মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য মতে, বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুকে জনপ্রিয়তার দিক দিয়ে সবার শীর্ষে রয়েছেন তিনি। আর তারপরেই রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভি।

ভারতের এ সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেন। ওই টুইটে ট্রাম্প লেখেন- ‘এ আমার জন্য বড় সম্মান। সম্প্রতি মার্ক জাকারবার্গ (ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী) বলেছেন, ফেসবুকে জনপ্রিয়তায় আমি প্রথম। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছেন দ্বিতীয়। ভারত এবং যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও বহুত্ববাদের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। এ দুই জাতির বন্ধুত্ব সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে। এদিকে, ভারত সফরকে সামনে রেখে এমন মন্তব্যের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্কটা আরো উষ্ণ করাই ট্রাম্পের লক্ষ্য বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক রাজনৈতি বিশ্লেষকরা। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারতে সফরে আসবেন ট্রাম্প। এ সফরে তিনি গুজরাটের আহমেদাবাদ এবং নয়াদিল্লিতে যাবেন। গুজরাটে ভারতের সবচেয়ে বড় মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন ট্রাম্প।

রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০ , ৩ ফল্গুন ১৪২৬, ২১ জমাদিউল সানি ১৪৪১

ফেসবুকে জনপ্রিয়তায় আমি প্রথম, মোদি দ্বিতীয় : ট্রাম্প

সংবাদ ডেস্ক |

বিভিন্ন সময় নানা মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো বৈজ্ঞানিক সূত্র নিয়ে মন্তব্য করে আবার কখনোবা নোবেল পুরস্কার পাওয়ার দাবি করে। তবে এবার নতুন এক দাবি করে বসলেন এই মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য মতে, বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুকে জনপ্রিয়তার দিক দিয়ে সবার শীর্ষে রয়েছেন তিনি। আর তারপরেই রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভি।

ভারতের এ সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেন। ওই টুইটে ট্রাম্প লেখেন- ‘এ আমার জন্য বড় সম্মান। সম্প্রতি মার্ক জাকারবার্গ (ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী) বলেছেন, ফেসবুকে জনপ্রিয়তায় আমি প্রথম। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছেন দ্বিতীয়। ভারত এবং যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও বহুত্ববাদের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। এ দুই জাতির বন্ধুত্ব সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে। এদিকে, ভারত সফরকে সামনে রেখে এমন মন্তব্যের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্কটা আরো উষ্ণ করাই ট্রাম্পের লক্ষ্য বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক রাজনৈতি বিশ্লেষকরা। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারতে সফরে আসবেন ট্রাম্প। এ সফরে তিনি গুজরাটের আহমেদাবাদ এবং নয়াদিল্লিতে যাবেন। গুজরাটে ভারতের সবচেয়ে বড় মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন ট্রাম্প।