ক্ষণগণনা : আর ২৮ দিন

মুজিববর্ষের আর ২৮ দিন বাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে সরকার। মুজিববর্ষ উপলক্ষে দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিতদের সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করতে এবারও আগামী ২৮ এপ্রিল ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালন করবে সরকার। মুজিববর্ষ উপলক্ষে এবার এ দিবস সাড়ম্বরে পালন করা হবে।

এ উপলক্ষে সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন) কাজী ইয়াসিন হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ২০২০ ও ২০২১ সালকে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে। ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে আইন ও বিচার বিভাগও দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করবে।’

দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত নাগরিকদের সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করতে ২০১৩ সালে ২৮ এপ্রিলকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার। সে থেকে দিবসটি প্রতিবছর পালিত হচ্ছে।

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। দলীয়ভাবে আওয়ামী লীগও মুজিববর্ষ পালন করবে।

image
আরও খবর
স্বচ্ছতা বিতর্কের ঊর্ধ্বে থাকা ব্যক্তিরা মনোনয়ন পেলেন
প্রার্থীর নাম প্রকাশে চমক
বগুড়া-১, যশোর-৬ ভোট ২৯ মার্চ
সব নদী দূষণমুক্ত করতে তৃতীয় মাস্টারপ্ল্যান
শিক্ষকদের সহযোগিতায় প্যাকেজে বিক্রি হচ্ছে নিষিদ্ধ নোট-গাইড
আইসিইউ যন্ত্রপাতি দীর্ঘদিন ফেলে রাখার অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি
পরিবেশবান্ধব গ্যাস সরবরাহের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ
কাজের গতি বাড়াতে মন্ত্রিসভায় রদবদল কাদের
প্লাস্টিক কারখানা স্থানান্তরের সময় বাড়ল
গুরুতর অসুস্থ চীনা নাগরিক রংপুর মেডিকেলে ভর্তি
আইসোলেশন করে চিকিৎসা দেয়া হচ্ছে
ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে টাস্কফোর্স গঠনের নির্দেশ
আ-মরি বাংলা ভাষা

সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০ , ৪ ফল্গুন ১৪২৬, ২২ জমাদিউল সানি ১৪৪১

ক্ষণগণনা : আর ২৮ দিন

নিজস্ব বার্তা পরিবেশক |

image

মুজিববর্ষের আর ২৮ দিন বাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে সরকার। মুজিববর্ষ উপলক্ষে দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিতদের সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করতে এবারও আগামী ২৮ এপ্রিল ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালন করবে সরকার। মুজিববর্ষ উপলক্ষে এবার এ দিবস সাড়ম্বরে পালন করা হবে।

এ উপলক্ষে সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন) কাজী ইয়াসিন হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ২০২০ ও ২০২১ সালকে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে। ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে আইন ও বিচার বিভাগও দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করবে।’

দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত নাগরিকদের সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করতে ২০১৩ সালে ২৮ এপ্রিলকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার। সে থেকে দিবসটি প্রতিবছর পালিত হচ্ছে।

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। দলীয়ভাবে আওয়ামী লীগও মুজিববর্ষ পালন করবে।