আবরারের নামে ছাত্রাবাসের দাবিতে মানববন্ধনে পুলিশি বাধা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের নামে বুয়েটে ছাত্রাবাস নির্মাণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের মধ্যবর্তী রাস্তার নাম আবরার সরণি করার দাবিতে আয়োজিত মানববন্ধন পুলিশের বাধায় পণ্ড হওয়ার অভিযোগ করেছেন নাগরিক পরিষদের নেতাকর্মীরা। গতকাল বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশের বাধার কারণে মানববন্ধন করতে পারেনি নাগরিক পরিষদ।

এ বিষয়ে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন জানান, বুয়েটে নিহত আবরার ফাহাদের নামে একটি ছাত্রাবাস; বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যবর্তী সড়কের নামটি পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদের নামে করার জন্য ২৫-৩০ জন লোক একত্রিত হয়ে মানববন্ধন করতে চাইলে পুলিশ আমাদেরকে বাধা দেয়। তিনি বলেন, সীমান্তহত্যার বিরুদ্ধে কথা বলতে চাইলেও পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে। সীমান্তহত্যার প্রতিবাদে ২৩ দিন ধরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থানরত নাসির আবদুল্লাহর সঙ্গে সংহতি প্রকাশ করে অবস্থান করতে গেলে পুলিশ বাধার কারণে তাও করা যায়নি।

শামসুদ্দিন আরও জানান, গতকাল সীমান্ত হত্যার বিরুদ্ধে নাসির আবদুল্লাহর সঙ্গে সংহতি প্রকাশ করে নাগরিক সভা হয়েছে। আমরা কেন করতে পারব না? এমন প্রশ্নের উত্তরে পুলিশ জানায়, আমরা ওপরের নির্দেশে নাগরিক পরিষদের মানববন্ধন করতে দিচ্ছি না। এর আগে আমরা ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আগমন উপলক্ষে প্রেসক্লাবে কালো পতাকা কর্মসূচি করতে চাইলেও আমাদের করতে দেয়া হয়নি।

নাগরিক পরিষদের মানববন্ধন পণ্ড করার বিষয়ে জানতে চাইলে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ রইস উদ্দিন বলেন, আমরা মানববন্ধনে কোন বাধা দেইনি। আমরা শুধু আন্তরিকতার সঙ্গে বলেছি আপনারা প্রেসক্লাবে যান। এখানে অমর একুশে গ্রন্থমেলা হচ্ছে। অমর একুশে গ্রন্থমেলা যখন শেষ হবে তখন আপনারা আপনাদের প্রোগ্রাম করবেন, এতে আমাদের কোন আপত্তি নাই।

আরও খবর
কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণে আরও অর্থ বরাদ্দে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
চীনে মাস্ক ও হাতমোজা পাঠাচ্ছে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী
অ্যাডিস মশা থেকে রক্ষা করতে আগেই পদক্ষেপ নেয়া হচ্ছে স্থানীয় সরকারমন্ত্রী
সুশীল সমাজ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
কর ফাঁকি দিয়ে জনগণের অর্থ আত্মসাৎকারীদের তাড়া করছি দুদক চেয়ারম্যান
জেএমবি সদস্য গ্রেফতার
সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত ৭
অরিত্র প্রকাশনীর চার বই
বইমেলায় শহীদুল্লাহ সিকদারের দুই বই
মেলাজুড়ে বঙ্গবন্ধু
প্রেসক্লাবে কবি রীনা পন্ডিতের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
‘একটু সহানুভূতি কী পেতে পারে না’
দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে আটকা সহস্রাধিক যানবাহন

সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০ , ৪ ফল্গুন ১৪২৬, ২২ জমাদিউল সানি ১৪৪১

বুয়েটছাত্র

আবরারের নামে ছাত্রাবাসের দাবিতে মানববন্ধনে পুলিশি বাধা

ঢাবি প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের নামে বুয়েটে ছাত্রাবাস নির্মাণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের মধ্যবর্তী রাস্তার নাম আবরার সরণি করার দাবিতে আয়োজিত মানববন্ধন পুলিশের বাধায় পণ্ড হওয়ার অভিযোগ করেছেন নাগরিক পরিষদের নেতাকর্মীরা। গতকাল বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশের বাধার কারণে মানববন্ধন করতে পারেনি নাগরিক পরিষদ।

এ বিষয়ে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন জানান, বুয়েটে নিহত আবরার ফাহাদের নামে একটি ছাত্রাবাস; বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যবর্তী সড়কের নামটি পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদের নামে করার জন্য ২৫-৩০ জন লোক একত্রিত হয়ে মানববন্ধন করতে চাইলে পুলিশ আমাদেরকে বাধা দেয়। তিনি বলেন, সীমান্তহত্যার বিরুদ্ধে কথা বলতে চাইলেও পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে। সীমান্তহত্যার প্রতিবাদে ২৩ দিন ধরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থানরত নাসির আবদুল্লাহর সঙ্গে সংহতি প্রকাশ করে অবস্থান করতে গেলে পুলিশ বাধার কারণে তাও করা যায়নি।

শামসুদ্দিন আরও জানান, গতকাল সীমান্ত হত্যার বিরুদ্ধে নাসির আবদুল্লাহর সঙ্গে সংহতি প্রকাশ করে নাগরিক সভা হয়েছে। আমরা কেন করতে পারব না? এমন প্রশ্নের উত্তরে পুলিশ জানায়, আমরা ওপরের নির্দেশে নাগরিক পরিষদের মানববন্ধন করতে দিচ্ছি না। এর আগে আমরা ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আগমন উপলক্ষে প্রেসক্লাবে কালো পতাকা কর্মসূচি করতে চাইলেও আমাদের করতে দেয়া হয়নি।

নাগরিক পরিষদের মানববন্ধন পণ্ড করার বিষয়ে জানতে চাইলে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ রইস উদ্দিন বলেন, আমরা মানববন্ধনে কোন বাধা দেইনি। আমরা শুধু আন্তরিকতার সঙ্গে বলেছি আপনারা প্রেসক্লাবে যান। এখানে অমর একুশে গ্রন্থমেলা হচ্ছে। অমর একুশে গ্রন্থমেলা যখন শেষ হবে তখন আপনারা আপনাদের প্রোগ্রাম করবেন, এতে আমাদের কোন আপত্তি নাই।