বীমা গ্রাহকদের মেয়াদপূর্তির টাকা ফেরত প্রসঙ্গে

আমরা নীলফামারী জেলাধীন সৈয়দপুর উপজেলার বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষ। সংসারের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে বীমা করি। বিগত ২০১৫ ইং সাল হতে ২০১৯ ইং সালের জানুয়ারি মাস পর্যন্ত আমাদের ৭০০ (সাতশত) গ্রাহকের মেয়াদপূর্তি হয়।

কোম্পানির নিয়ম অনুযায়ী মেয়াদপূর্তি শেষে বীমার পাসবই, দলিল ও যাবতীয় কাগজপত্রাদি ঠাকুরগাঁও ডিভিশন অফিসে জমা দেই। আমাদের পাওনা প্রায় ৭৫, ০০,০০০/- (পচাত্তর লক্ষ) টাকার ডিমান্ড নোট পেশ করা হয়। আমরা আমাদের বহু কষ্টের জমানো টাকা ফেরত পাওয়ার জন্য বেশ কয়েকবার কোম্পানির নিকট আবেদন করি। কোম্পানি তাতে কোন সাড়া দিচ্ছে না। সে কারণে আমরা ৭০০ (সাতশত) বীমাকারী আমাদের জমানো শেষ সম্বলটুকু ফেরত না পেয়ে সংসার জীবনে চোখে সর্ষের ফুল দেখছি। আমরা পরিবার নিয়ে এক অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন যাপন করছি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন এই যে, অনুগ্রহ পূর্বক বহু কষ্টের জমানো টাকা অনতিবিলম্বে ফেরত দেয়ার ব্যবস্থা করলে আমরা চিরকৃতজ্ঞ থাকব।

মো. আ. সালাম

কামারপুকুর

সৈয়দপুর, নীলফামারী।

সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০ , ৪ ফল্গুন ১৪২৬, ২২ জমাদিউল সানি ১৪৪১

বীমা গ্রাহকদের মেয়াদপূর্তির টাকা ফেরত প্রসঙ্গে

আমরা নীলফামারী জেলাধীন সৈয়দপুর উপজেলার বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষ। সংসারের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে বীমা করি। বিগত ২০১৫ ইং সাল হতে ২০১৯ ইং সালের জানুয়ারি মাস পর্যন্ত আমাদের ৭০০ (সাতশত) গ্রাহকের মেয়াদপূর্তি হয়।

কোম্পানির নিয়ম অনুযায়ী মেয়াদপূর্তি শেষে বীমার পাসবই, দলিল ও যাবতীয় কাগজপত্রাদি ঠাকুরগাঁও ডিভিশন অফিসে জমা দেই। আমাদের পাওনা প্রায় ৭৫, ০০,০০০/- (পচাত্তর লক্ষ) টাকার ডিমান্ড নোট পেশ করা হয়। আমরা আমাদের বহু কষ্টের জমানো টাকা ফেরত পাওয়ার জন্য বেশ কয়েকবার কোম্পানির নিকট আবেদন করি। কোম্পানি তাতে কোন সাড়া দিচ্ছে না। সে কারণে আমরা ৭০০ (সাতশত) বীমাকারী আমাদের জমানো শেষ সম্বলটুকু ফেরত না পেয়ে সংসার জীবনে চোখে সর্ষের ফুল দেখছি। আমরা পরিবার নিয়ে এক অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন যাপন করছি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন এই যে, অনুগ্রহ পূর্বক বহু কষ্টের জমানো টাকা অনতিবিলম্বে ফেরত দেয়ার ব্যবস্থা করলে আমরা চিরকৃতজ্ঞ থাকব।

মো. আ. সালাম

কামারপুকুর

সৈয়দপুর, নীলফামারী।