ব্যাঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে

‘আমরা একটা সিনেমা বানাব’

ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নিতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র ‘আমরা একটি সিনেমা বানাব’। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ভারতে কর্নাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবের ১২তম আসর বসছে এবার। এখানে ৬০টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। কান্তিরাভা ইনডোর স্টেডিয়ামে এ উৎসবের উদ্বোধন করবেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস জেদিরাপ্পা। স্থানীয় চলচ্চিত্র একাডেমির মারফত প্রতিবছর এ আয়োজন করে থাকে কর্নাটক রাজ্য সরকার। এবারে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম প্রডিউসার’স অ্যাসোসিয়েশনের ফেস্টিভ্যাল ডিরেক্টর ফ্লোরেন্স গিরোটসহ উৎসবে যোগ দিচ্ছেন প্রায় ১০,০০০ দেশি-বিদেশি অতিথি। নেটপ্যাক জুরি বোর্ডের আওতায় এশিয়ান সিনেমা সেকশনে আশরাফ শিশির নির্মিত চলচ্চিত্র ‘আমরা একটা সিনেমা বানাবো’ লড়াই করবে ১১টি চলচ্চিত্রের সঙ্গে। ব্যাঙ্গালুরুর রাজাজীনগরে বিখ্যাত ওরিয়ন মলে অবস্থিত পিভিআর সিনেমার ১১টি প্রেক্ষাগৃহে এক যোগে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো। এর মধ্যে ‘আমরা একটা সিনেমা বানাবো’ প্রদর্শিত হবে ৩ বার। ৪ মার্চ কর্নাটক রাজ্যসভা ভবন ‘বিধান সৌধ’তে এ উৎসবের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠিত হবে।

উৎসবে সরাসরি যোগ দেবেন নির্মাতা আশরাফ শিশির। তার চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, মাসুম আজিজ, আয়শা মুক্তি, প্রাণ রায়,তেরেসা চৈতি, এলিনা শাম্মী, অরণ্য রানা, দুখু সুমন, জান্নাত সোমা, ইমরান, স্মরণ, সৈকত, ইয়াসিন, টিটো, সানসি, অর্নব খান, সাচ্চু, লিজা, মানিক, সজীব, নুপুর, সুজয়, রাব্বী, উজ্জ্বল, দীপ, সাদ্দাম, তুয়া, তুর্য, মাঈশা, মিমো, সুপ্ত, বিশাল, মিন্টু, মানিক, লিটন, শুভ, অলক, ভাস্কর, সম্রাট, আজাদসহ চার হাজার শিল্পী। এর সঙ্গীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। চিত্রগ্রহণ করেছেন মোহম্মদ আশরাফুল, সমর ঢালী ও সাব্বির। প্রধান শিল্প নির্দেশক সলিল মজুমদার।

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০ , ৫ ফল্গুন ১৪২৬, ২৩ জমাদিউল সানি ১৪৪১

ব্যাঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে

‘আমরা একটা সিনেমা বানাব’

বিনোদন প্রতিবেদক |

image

ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নিতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র ‘আমরা একটি সিনেমা বানাব’। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ভারতে কর্নাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবের ১২তম আসর বসছে এবার। এখানে ৬০টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। কান্তিরাভা ইনডোর স্টেডিয়ামে এ উৎসবের উদ্বোধন করবেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস জেদিরাপ্পা। স্থানীয় চলচ্চিত্র একাডেমির মারফত প্রতিবছর এ আয়োজন করে থাকে কর্নাটক রাজ্য সরকার। এবারে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম প্রডিউসার’স অ্যাসোসিয়েশনের ফেস্টিভ্যাল ডিরেক্টর ফ্লোরেন্স গিরোটসহ উৎসবে যোগ দিচ্ছেন প্রায় ১০,০০০ দেশি-বিদেশি অতিথি। নেটপ্যাক জুরি বোর্ডের আওতায় এশিয়ান সিনেমা সেকশনে আশরাফ শিশির নির্মিত চলচ্চিত্র ‘আমরা একটা সিনেমা বানাবো’ লড়াই করবে ১১টি চলচ্চিত্রের সঙ্গে। ব্যাঙ্গালুরুর রাজাজীনগরে বিখ্যাত ওরিয়ন মলে অবস্থিত পিভিআর সিনেমার ১১টি প্রেক্ষাগৃহে এক যোগে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো। এর মধ্যে ‘আমরা একটা সিনেমা বানাবো’ প্রদর্শিত হবে ৩ বার। ৪ মার্চ কর্নাটক রাজ্যসভা ভবন ‘বিধান সৌধ’তে এ উৎসবের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠিত হবে।

উৎসবে সরাসরি যোগ দেবেন নির্মাতা আশরাফ শিশির। তার চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, মাসুম আজিজ, আয়শা মুক্তি, প্রাণ রায়,তেরেসা চৈতি, এলিনা শাম্মী, অরণ্য রানা, দুখু সুমন, জান্নাত সোমা, ইমরান, স্মরণ, সৈকত, ইয়াসিন, টিটো, সানসি, অর্নব খান, সাচ্চু, লিজা, মানিক, সজীব, নুপুর, সুজয়, রাব্বী, উজ্জ্বল, দীপ, সাদ্দাম, তুয়া, তুর্য, মাঈশা, মিমো, সুপ্ত, বিশাল, মিন্টু, মানিক, লিটন, শুভ, অলক, ভাস্কর, সম্রাট, আজাদসহ চার হাজার শিল্পী। এর সঙ্গীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। চিত্রগ্রহণ করেছেন মোহম্মদ আশরাফুল, সমর ঢালী ও সাব্বির। প্রধান শিল্প নির্দেশক সলিল মজুমদার।