সঙ্গীতশিল্পী থেকে মডেল নন্দিতা

এই প্রজন্মের সঙ্গীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। অনম বিশ্বাসের নির্দেশনায় বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। তার পরে একটি প্রতিষ্ঠানের ড্রাই কেক’র বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেন যা নির্মাণ করেন আদনান। গেল ভালোবাসা দিবসে নন্দিতা’র তৃতীয় বিজ্ঞাপন অনলাইনে প্রকাশের পেয়েছে। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আটা’র বিজ্ঞাপন। নতুন বিজ্ঞাপনটির জন্য ভাল সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। নন্দিতা বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি দিনব্যাপী অনেক কষ্ট করে এই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছিলাম। যেহেতু ভালোবাসা দিবসের জন্য বিজ্ঞাপনটি নির্মাণ করা হচ্ছিলো, তাই একটু তাড়াহুড়াও ছিল পুরো ইউনিটজুড়ে। ভালোবাসা দিবসের দিন বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। এতোটা সাড়া পাব, ভাবতেও পারিনি আমি। যারাই আমাকে বিজ্ঞাপনটির বিষয়ে কথা বলছেন, তারাই বলছেন আমাকে বিজ্ঞাপনটিতে ন্যাচারাল উপস্থিতিই তাদেরকে মুগ্ধ করছে।’ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সোহাগ। এদিকে ভালোবাসা দিবসের পরদিনই ইউটিউবে প্রকাশিত হয়েছে নন্দিতা’র নতুন গান ‘তোমার ঐ ভালোবাসায়’। গানটি লিখেছেন সঞ্জয় মুখার্জি ও তিতাস কাজী। গানটি সুর করেছেন তিতাস কাজী এবং সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। গানটিতে নন্দিতা’র সহশিল্পী হিসেবে আছেন জুয়েল।

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০ , ৫ ফল্গুন ১৪২৬, ২৩ জমাদিউল সানি ১৪৪১

সঙ্গীতশিল্পী থেকে মডেল নন্দিতা

বিনোদন প্রতিবেদক |

image

এই প্রজন্মের সঙ্গীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। অনম বিশ্বাসের নির্দেশনায় বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। তার পরে একটি প্রতিষ্ঠানের ড্রাই কেক’র বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেন যা নির্মাণ করেন আদনান। গেল ভালোবাসা দিবসে নন্দিতা’র তৃতীয় বিজ্ঞাপন অনলাইনে প্রকাশের পেয়েছে। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আটা’র বিজ্ঞাপন। নতুন বিজ্ঞাপনটির জন্য ভাল সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। নন্দিতা বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি দিনব্যাপী অনেক কষ্ট করে এই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছিলাম। যেহেতু ভালোবাসা দিবসের জন্য বিজ্ঞাপনটি নির্মাণ করা হচ্ছিলো, তাই একটু তাড়াহুড়াও ছিল পুরো ইউনিটজুড়ে। ভালোবাসা দিবসের দিন বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। এতোটা সাড়া পাব, ভাবতেও পারিনি আমি। যারাই আমাকে বিজ্ঞাপনটির বিষয়ে কথা বলছেন, তারাই বলছেন আমাকে বিজ্ঞাপনটিতে ন্যাচারাল উপস্থিতিই তাদেরকে মুগ্ধ করছে।’ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সোহাগ। এদিকে ভালোবাসা দিবসের পরদিনই ইউটিউবে প্রকাশিত হয়েছে নন্দিতা’র নতুন গান ‘তোমার ঐ ভালোবাসায়’। গানটি লিখেছেন সঞ্জয় মুখার্জি ও তিতাস কাজী। গানটি সুর করেছেন তিতাস কাজী এবং সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। গানটিতে নন্দিতা’র সহশিল্পী হিসেবে আছেন জুয়েল।