সরকারি চিকিৎসকদের বাইরে প্র্যাকটিস নিয়ন্ত্রণ করতে হবে : প্রধানমন্ত্রী

হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ

হাসপাতালের বাইরে চিকিৎসাসেবা দেয়া চিকিৎসকদের ওপর অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারি চিকিৎসকরা হাসপাতালেই চিকিৎসাসেবা দেবেন। তারা কেন বাইরে প্র্যাকটিস করবেন? এটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। প্রধানমন্ত্রী হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনা যাতে ঠিক থাকে সেটি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেন।’ তিনি করোনাভাইরাসের সুচিকিৎসা দিতে দেশের সব হাসপাতালকে প্রস্তুত করারও নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী গতকাল তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেন বলে নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিসভার একাধিক সদস্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভায় ‘শিশু হাসপাতাল ও ইনস্টিটিউশন আইন-২০২০’ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়ার পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা নিয়ে অনির্ধারিত আলোচনার সূত্রপাত ঘটান। এরপর স্বাস্থ্য শিক্ষার বিষয়টি উঠে আসে। এ আলোচনার সূত্র ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। স্ক্যানার দিচ্ছে দক্ষিণ কোরিয়া, ধরা পড়বে সব ধরনের ভাইরাস বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশকে অত্যাধুনিক স্ক্যানার দেয়ার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। কোরিয়ান প্রযুক্তিতে তৈরি এই স্ক্যানারের মধ্য দিয়ে প্রবেশ করালে করোনাসহ যেকোন ভাইরাস ধরা পড়বে বলে জানিয়েছে দেশটি।

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আমরা রেগুলার আলাপ-আলোচনা করছি। এটা নিয়ে আমরা কনসার্ন আছি। রিসেন্টলি কোরিয়া থেকে একটা স্ক্যানিং সিস্টেম অ্যাওয়ার্ড করা হচ্ছে।’

গত বুধবার এটা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের হোম মিনিস্টার (স্বরাষ্ট্রমন্ত্রী) এটা বলেছেন। ওনার কাছে একটা অফার আসছে। এটা আরও মডিফাইড জিনিস, যেকোন ভাইরাস থাকলে ওটার মধ্য দিয়ে গেলেই ধরা পড়বে। আমাদের যে সিস্টেম আছে সেটাও থাকবে, ওটা থাকবে ইন এডিশন। এটা আরও সিকিউরড। আমার কাছে চিঠিটি আসতেছে। তারা এমনিতেই এটা আমাদের দেবে। টেস্ট কেস হিসেবে আমাদের দিচ্ছে। আমাদের সবগুলো এয়ারপোর্টেই এটি বসানো হবে।’

বাংলাদেশ-গ্রিস চুক্তির খসড়া অনুমোদন

বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে প্রস্তাবিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সহযোগিতা চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিশ্ব-সংস্কৃতির সঙ্গে বাঙালি সংস্কৃতির মেলবন্ধন জোরদার করার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক চুক্তি সম্পাদন ও এর আওতায় সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম পরিচালনা করে আসছে। এ প্রক্রিয়ায় এরই মধ্যে মোট ৪৪টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।’

বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত সাংস্কৃতিক সহযোগিতা চুক্তিটির মূল লক্ষ্য ও বৈশিষ্ট্যগুলো হলো- দু’দেশের মধ্যে সাংস্কৃতিক কৃষ্টি ও ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ়করণ, দু’দেশের সাংস্কৃতিক কার্যক্রম এবং বিশেষজ্ঞ বিনিময়ের মাধ্যমে শৈল্পিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে উভয় দেশের জনগণের জ্ঞান ও সচেতনতা অর্জন, সভা ও সেমিনার প্রদর্শনী আয়োজনের মাধ্যমে উভয় দেশের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি, চারুকলা, শিল্পকলা, শিল্প সংস্কৃতি ও সংশ্লিষ্ট সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে উভয় দেশের সংস্কৃতি সমৃদ্ধকরণ, প্রকাশনা, গবেষণা ও তথ্য লেনদেনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ, সামগ্রিকভাবে সংস্কৃতি, শিল্পকলা এবং ঐতিহ্য সংরক্ষণে দু’দেশের মধ্যে সরাসরি যোগাযোগ রক্ষার সুযোগ সৃষ্টি। কোন পক্ষ চুক্তিটি বাতিল করতে চাইলে ৬ মাস আগে লিখিতভাবে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি অবহিত করতে হবে। এ চুক্তির বিষয়বস্তু বন্ধুপ্রতীম অন্যান্য দেশের সঙ্গে সম্পাদিত সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির অনুরূপ হবে।

image
আরও খবর
৯ লাখ ২৬ হাজার শিক্ষক প্রশিক্ষণ পেলেও প্রশ্ন নোট-গাইড থেকে
খালেদার প্যারোলে মুক্তির সিদ্ধান্ত আদালতের স্বরাষ্ট্রমন্ত্রী
করোনাভাইরাস রোগী শনাক্ত করতে সহযোগিতা জরুরি
এখন নারীরাও ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দিতে পারবেন সুপ্রিম কোর্ট
অধ্যাপক আনিসুজ্জামানের ৮৩তম জন্মবার্ষিকী আজ
কীভাবে মেট্রোরেলে চড়বেন তথ্য দিতে ঢাকায় মকআপ ট্রেন
গ্যাস বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৭
ক্ষণগণনা : আর ২৭ দিন
আ-মরি বাংলা ভাষা
মোবাইল টাওয়ারের বিকিরণে ক্ষতির কিছু পাওয়া যায়নি বিটিআরসি
ভোলায় বিশ দিনে ৫ ধর্ষণ
কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে বন্দীর সংখ্যা দ্বিগুণ
বন নয়, বাঁশ বাগান
বন নয়, বাঁশ বাগান

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০ , ৫ ফল্গুন ১৪২৬, ২৩ জমাদিউল সানি ১৪৪১

সরকারি চিকিৎসকদের বাইরে প্র্যাকটিস নিয়ন্ত্রণ করতে হবে : প্রধানমন্ত্রী

হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ

নিজস্ব বার্তা পরিবেশক |

image

হাসপাতালের বাইরে চিকিৎসাসেবা দেয়া চিকিৎসকদের ওপর অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারি চিকিৎসকরা হাসপাতালেই চিকিৎসাসেবা দেবেন। তারা কেন বাইরে প্র্যাকটিস করবেন? এটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। প্রধানমন্ত্রী হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনা যাতে ঠিক থাকে সেটি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেন।’ তিনি করোনাভাইরাসের সুচিকিৎসা দিতে দেশের সব হাসপাতালকে প্রস্তুত করারও নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী গতকাল তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেন বলে নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিসভার একাধিক সদস্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভায় ‘শিশু হাসপাতাল ও ইনস্টিটিউশন আইন-২০২০’ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়ার পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা নিয়ে অনির্ধারিত আলোচনার সূত্রপাত ঘটান। এরপর স্বাস্থ্য শিক্ষার বিষয়টি উঠে আসে। এ আলোচনার সূত্র ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। স্ক্যানার দিচ্ছে দক্ষিণ কোরিয়া, ধরা পড়বে সব ধরনের ভাইরাস বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশকে অত্যাধুনিক স্ক্যানার দেয়ার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। কোরিয়ান প্রযুক্তিতে তৈরি এই স্ক্যানারের মধ্য দিয়ে প্রবেশ করালে করোনাসহ যেকোন ভাইরাস ধরা পড়বে বলে জানিয়েছে দেশটি।

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আমরা রেগুলার আলাপ-আলোচনা করছি। এটা নিয়ে আমরা কনসার্ন আছি। রিসেন্টলি কোরিয়া থেকে একটা স্ক্যানিং সিস্টেম অ্যাওয়ার্ড করা হচ্ছে।’

গত বুধবার এটা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের হোম মিনিস্টার (স্বরাষ্ট্রমন্ত্রী) এটা বলেছেন। ওনার কাছে একটা অফার আসছে। এটা আরও মডিফাইড জিনিস, যেকোন ভাইরাস থাকলে ওটার মধ্য দিয়ে গেলেই ধরা পড়বে। আমাদের যে সিস্টেম আছে সেটাও থাকবে, ওটা থাকবে ইন এডিশন। এটা আরও সিকিউরড। আমার কাছে চিঠিটি আসতেছে। তারা এমনিতেই এটা আমাদের দেবে। টেস্ট কেস হিসেবে আমাদের দিচ্ছে। আমাদের সবগুলো এয়ারপোর্টেই এটি বসানো হবে।’

বাংলাদেশ-গ্রিস চুক্তির খসড়া অনুমোদন

বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে প্রস্তাবিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সহযোগিতা চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিশ্ব-সংস্কৃতির সঙ্গে বাঙালি সংস্কৃতির মেলবন্ধন জোরদার করার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক চুক্তি সম্পাদন ও এর আওতায় সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম পরিচালনা করে আসছে। এ প্রক্রিয়ায় এরই মধ্যে মোট ৪৪টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।’

বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত সাংস্কৃতিক সহযোগিতা চুক্তিটির মূল লক্ষ্য ও বৈশিষ্ট্যগুলো হলো- দু’দেশের মধ্যে সাংস্কৃতিক কৃষ্টি ও ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ়করণ, দু’দেশের সাংস্কৃতিক কার্যক্রম এবং বিশেষজ্ঞ বিনিময়ের মাধ্যমে শৈল্পিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে উভয় দেশের জনগণের জ্ঞান ও সচেতনতা অর্জন, সভা ও সেমিনার প্রদর্শনী আয়োজনের মাধ্যমে উভয় দেশের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি, চারুকলা, শিল্পকলা, শিল্প সংস্কৃতি ও সংশ্লিষ্ট সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে উভয় দেশের সংস্কৃতি সমৃদ্ধকরণ, প্রকাশনা, গবেষণা ও তথ্য লেনদেনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ, সামগ্রিকভাবে সংস্কৃতি, শিল্পকলা এবং ঐতিহ্য সংরক্ষণে দু’দেশের মধ্যে সরাসরি যোগাযোগ রক্ষার সুযোগ সৃষ্টি। কোন পক্ষ চুক্তিটি বাতিল করতে চাইলে ৬ মাস আগে লিখিতভাবে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি অবহিত করতে হবে। এ চুক্তির বিষয়বস্তু বন্ধুপ্রতীম অন্যান্য দেশের সঙ্গে সম্পাদিত সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির অনুরূপ হবে।