হস্তক্ষেপ করতে পারে রাশিয়া!

২০২০ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করতে পারে। পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার পররাষ্ট্রবিষয়ক গোয়েন্দা দফতর (ফরেন ইন্টেলিজেন্স) এমন আশঙ্কার কথা জানিয়েছে ।

গোয়েন্দা সংস্থাটির সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০১৯ সালে ইউরোপের বিভিন্ন নির্বাচনে দেশটি হস্তক্ষেপ করে ফলাফল তাদের অনুকূলে নেয়ার চেষ্টা করেছিল। সে ধারাবাহিকতায় তারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করবে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, রাশিয়ার বন্ধুভাবাপন্ন প্রার্থী বা বিভেদ তৈরির মতো প্রভাবশালী প্রার্থীর পক্ষে ইতিবাচক ফলাফল আনার জন্য রাশিয়া সাইবার মাধ্যমে চেষ্টা করবে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করা গেছে। অপরদিকে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রবীণ সিনেটর বার্নি স্যান্ডার্স নাকি ইন্ডিয়ানা রাজ্যের সাউথ বেন্ড শহরের নবীন মেয়র পেটে বুটজিজ প্রার্থী হচ্ছেন, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে দলটির রাজ্যভিত্তিক ডেলিগটদের নির্বাচনী সভা শেষ হওয়া পর্যন্ত।

এদিকে প্রতিবেদনটিতে উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সামরিক প্রস্তুতি জোরদারের বিষয়ে সতর্কতা জানিয়ে বলা হয়, দেশটি ইতোমধ্যেই ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে লাগোয়া পশ্চিম সীমান্তে তিনটি নতুন সেনা কমান্ড, পাঁচটি পদাতিক ডিভিশন ও সাঁজোয়া যানের ১৫ রেজিমেন্ট নিযুক্ত করেছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে ইতিবাচক ফলাফল নিয়ে আসতে রাশিয়া হস্তক্ষেপের অভিযোগ করা হয়। নির্বাচনে ট্রাম্পকে জেতাতে রুশ হ্যাকারদের তৎকালীন ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও তার সতীর্থদের ই-মেইল হ্যাক করে তথ্য পাচার।

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০ , ৫ ফল্গুন ১৪২৬, ২৩ জমাদিউল সানি ১৪৪১

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০

হস্তক্ষেপ করতে পারে রাশিয়া!

সংবাদ ডেস্ক |

২০২০ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করতে পারে। পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার পররাষ্ট্রবিষয়ক গোয়েন্দা দফতর (ফরেন ইন্টেলিজেন্স) এমন আশঙ্কার কথা জানিয়েছে ।

গোয়েন্দা সংস্থাটির সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০১৯ সালে ইউরোপের বিভিন্ন নির্বাচনে দেশটি হস্তক্ষেপ করে ফলাফল তাদের অনুকূলে নেয়ার চেষ্টা করেছিল। সে ধারাবাহিকতায় তারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করবে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, রাশিয়ার বন্ধুভাবাপন্ন প্রার্থী বা বিভেদ তৈরির মতো প্রভাবশালী প্রার্থীর পক্ষে ইতিবাচক ফলাফল আনার জন্য রাশিয়া সাইবার মাধ্যমে চেষ্টা করবে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করা গেছে। অপরদিকে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রবীণ সিনেটর বার্নি স্যান্ডার্স নাকি ইন্ডিয়ানা রাজ্যের সাউথ বেন্ড শহরের নবীন মেয়র পেটে বুটজিজ প্রার্থী হচ্ছেন, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে দলটির রাজ্যভিত্তিক ডেলিগটদের নির্বাচনী সভা শেষ হওয়া পর্যন্ত।

এদিকে প্রতিবেদনটিতে উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সামরিক প্রস্তুতি জোরদারের বিষয়ে সতর্কতা জানিয়ে বলা হয়, দেশটি ইতোমধ্যেই ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে লাগোয়া পশ্চিম সীমান্তে তিনটি নতুন সেনা কমান্ড, পাঁচটি পদাতিক ডিভিশন ও সাঁজোয়া যানের ১৫ রেজিমেন্ট নিযুক্ত করেছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে ইতিবাচক ফলাফল নিয়ে আসতে রাশিয়া হস্তক্ষেপের অভিযোগ করা হয়। নির্বাচনে ট্রাম্পকে জেতাতে রুশ হ্যাকারদের তৎকালীন ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও তার সতীর্থদের ই-মেইল হ্যাক করে তথ্য পাচার।