প্রকাশিত হচ্ছে পৃথ্বীরাজের শেষ গান

কণ্ঠশিল্পী-সংগীত পরিচালক পৃথ্বীরাজ গত ১৫ ডিসেম্বরে না ফেরার দেশে পাড়ি জমান। তিনি মারা যাওয়ার আগে সর্বশেষ অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ সিনেমার দুটি গান তৈরি করছিলেন। এরমধ্যে একটি ছিল রবীন্দ্রসংগীত ‘হৃদয়ের একুল ওকুল’। এটির সংগীত পরিচালনা করেছিলেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী জানে। এই গানটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন ছবির পরিচালক ও প্রযোজক। এ প্রসঙ্গে অঞ্জন আইচ বলেন, ‘আমার ছবিতে দুটি গান করে দেয়ার চুক্তি ছিল পৃথ্বীরাজের। সেই মোতাবেক তিনি কাজও করছিলেন। দুটির মধ্যে একটি গান শেষ করে দ্বিতীয়টির কাজ ধরেছিলেন। তিনি মারা যাওয়ার আগের রাতেও আমার সঙ্গে কথা বলেন। কিন্তু হঠাৎ সব এলোমেলো করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই প্রতিভাবান গানের মানুষ। আগামী মাসেই আমরা তার সর্বশেষ এই গানটি প্রকাশ করব। এ নিয়ে এখন কাজ করছি।’

ছবিটির অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ ও অর্পণ কর্মকার। এছাড়া এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম, টুটুল চৌধুরী, সূচনা আজাদ প্রমুখ।

বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ , ৬ ফল্গুন ১৪২৬, ২৪ জমাদিউল সানি ১৪৪১

প্রকাশিত হচ্ছে পৃথ্বীরাজের শেষ গান

বিনোদন প্রতিবেদক |

image

কণ্ঠশিল্পী-সংগীত পরিচালক পৃথ্বীরাজ গত ১৫ ডিসেম্বরে না ফেরার দেশে পাড়ি জমান। তিনি মারা যাওয়ার আগে সর্বশেষ অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ সিনেমার দুটি গান তৈরি করছিলেন। এরমধ্যে একটি ছিল রবীন্দ্রসংগীত ‘হৃদয়ের একুল ওকুল’। এটির সংগীত পরিচালনা করেছিলেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী জানে। এই গানটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন ছবির পরিচালক ও প্রযোজক। এ প্রসঙ্গে অঞ্জন আইচ বলেন, ‘আমার ছবিতে দুটি গান করে দেয়ার চুক্তি ছিল পৃথ্বীরাজের। সেই মোতাবেক তিনি কাজও করছিলেন। দুটির মধ্যে একটি গান শেষ করে দ্বিতীয়টির কাজ ধরেছিলেন। তিনি মারা যাওয়ার আগের রাতেও আমার সঙ্গে কথা বলেন। কিন্তু হঠাৎ সব এলোমেলো করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই প্রতিভাবান গানের মানুষ। আগামী মাসেই আমরা তার সর্বশেষ এই গানটি প্রকাশ করব। এ নিয়ে এখন কাজ করছি।’

ছবিটির অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ ও অর্পণ কর্মকার। এছাড়া এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম, টুটুল চৌধুরী, সূচনা আজাদ প্রমুখ।