আর ২৬ দিন

মুজিববর্ষ’র আর ২৬ দিন বাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে সরকার। ইংরেজি মাধ্যমসহ দেশের সব ধারার শিক্ষা প্রতিষ্ঠানে ‘মুজিববর্ষ’ পালনের নির্দেশ দিয়েছে সরকার। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত উদযাপিত হবে। জাতীয়ভাবেও মুজিববর্ষ উদযাপনে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

মুজিববর্ষ উদযাপন নিশ্চিত করতে শিক্ষা প্রশাসনের মাঠপর্যায়ের কর্মকর্তাদের বলা হয়েছে। বছরব্যাপী নানা কর্মসূচি মনিটরিং করতে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক উপ-পরিচালকদের নির্দেশ দিয়েছে মাউশি।

এ ব্যাপারে মাউশি’র পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী সংবাদকে বলেন, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানেই যথাযথভাবে মুজিববর্ষ পালনের নির্দেশনা দেয়া হয়েছে। এর আগেও এই নির্দেশ দেয়া হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানই মুজিববর্ষ পালন করবে। মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা এ কার্যক্রম মনিটরিং করবেন। মুজিববর্ষের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন সর্ম্পকে আলোচনার পাশাপাশি তাকে স্মরণ করবেন শিক্ষকরা। বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষ্য থেকেও মুজিববর্ষে নানা কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব।

গত ১৯ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাসিক সমন্বয় সভায় মুজিববর্ষ উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি এই সিন্ধান্তের বিষয়টি মাউশি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে উদযাপনের জাতীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে ইংরেজি মাধ্যমসহ সব ধারার শিক্ষা প্রতিষ্ঠানে বছরব্যাপী জন্মশতবার্ষিকী পালন করবে।

বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ , ৬ ফল্গুন ১৪২৬, ২৪ জমাদিউল সানি ১৪৪১

ক্ষণগণনা

আর ২৬ দিন

নিজস্ব বার্তা পরিবেশক |

মুজিববর্ষ’র আর ২৬ দিন বাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে সরকার। ইংরেজি মাধ্যমসহ দেশের সব ধারার শিক্ষা প্রতিষ্ঠানে ‘মুজিববর্ষ’ পালনের নির্দেশ দিয়েছে সরকার। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত উদযাপিত হবে। জাতীয়ভাবেও মুজিববর্ষ উদযাপনে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

মুজিববর্ষ উদযাপন নিশ্চিত করতে শিক্ষা প্রশাসনের মাঠপর্যায়ের কর্মকর্তাদের বলা হয়েছে। বছরব্যাপী নানা কর্মসূচি মনিটরিং করতে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক উপ-পরিচালকদের নির্দেশ দিয়েছে মাউশি।

এ ব্যাপারে মাউশি’র পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী সংবাদকে বলেন, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানেই যথাযথভাবে মুজিববর্ষ পালনের নির্দেশনা দেয়া হয়েছে। এর আগেও এই নির্দেশ দেয়া হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানই মুজিববর্ষ পালন করবে। মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা এ কার্যক্রম মনিটরিং করবেন। মুজিববর্ষের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন সর্ম্পকে আলোচনার পাশাপাশি তাকে স্মরণ করবেন শিক্ষকরা। বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষ্য থেকেও মুজিববর্ষে নানা কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব।

গত ১৯ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাসিক সমন্বয় সভায় মুজিববর্ষ উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি এই সিন্ধান্তের বিষয়টি মাউশি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে উদযাপনের জাতীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে ইংরেজি মাধ্যমসহ সব ধারার শিক্ষা প্রতিষ্ঠানে বছরব্যাপী জন্মশতবার্ষিকী পালন করবে।