ঢাকায় গিগাবাইট পার্টনার মিট ২০২০ অনুষ্ঠিত

ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো গিগাবাইট পার্টনার মিট ২০২০। গত ১৩ই ফেব্রুয়ারি মতিঝিলের রহমানিয়া কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্মার্ট টেকনোলজির পরিচালক মো. জাফর আহমেদ ও স্মার্ট টেকনোলজির পরিচালক (সেলস চ্যানেল) মুজাহিদ আলবেরুনী সুজন। অনুষ্ঠানটিতে আরও ছিলেন গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এবং প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী। আরও উপস্থিত ছিল মতিঝিল ও নারায়ণগঞ্জের গিগাবাইট পার্টনাররা। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সম্ভাব্য অংশীদার এবং রিসেলারদের গিগাবাইটের নতুন পণ্য সম্পর্কে বিস্তারিত জানানো ও পার্টনারদের সঙ্গে সম্পর্ক জোরদার করার কর্মসূচির একটি অংশ।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের বিদ্যমান চ্যানেল অংশীদারদের সমৃদ্ধ করবে, ফলে ক্রেতারা উপকৃত হবেন।’ সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ , ৬ ফল্গুন ১৪২৬, ২৪ জমাদিউল সানি ১৪৪১

ঢাকায় গিগাবাইট পার্টনার মিট ২০২০ অনুষ্ঠিত

image

ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো গিগাবাইট পার্টনার মিট ২০২০। গত ১৩ই ফেব্রুয়ারি মতিঝিলের রহমানিয়া কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্মার্ট টেকনোলজির পরিচালক মো. জাফর আহমেদ ও স্মার্ট টেকনোলজির পরিচালক (সেলস চ্যানেল) মুজাহিদ আলবেরুনী সুজন। অনুষ্ঠানটিতে আরও ছিলেন গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এবং প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী। আরও উপস্থিত ছিল মতিঝিল ও নারায়ণগঞ্জের গিগাবাইট পার্টনাররা। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সম্ভাব্য অংশীদার এবং রিসেলারদের গিগাবাইটের নতুন পণ্য সম্পর্কে বিস্তারিত জানানো ও পার্টনারদের সঙ্গে সম্পর্ক জোরদার করার কর্মসূচির একটি অংশ।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের বিদ্যমান চ্যানেল অংশীদারদের সমৃদ্ধ করবে, ফলে ক্রেতারা উপকৃত হবেন।’ সংবাদ বিজ্ঞপ্তি।