একইমঞ্চে গান গাইবেন কুমার বিশ্বজিৎ ও মুহিন খান

নতুন বছরে প্রথম দেশের বাইরে স্টেজ শো’তে অংশ নিতে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ। তারসঙ্গে একইমঞ্চে মুহিন খান গান গাইবেন বলে জানা গেছে। আজ ২০ ফেব্রুয়ারি ভারতের আগরতলায় ভারত-মৈত্রী উৎসবে একইমঞ্চে গান গাইবেন কুমার বিশ্বজিৎ ও মুহিন খান। কুমার বিশ্বজিৎ’র সঙ্গে একই মঞ্চে গান গাইবার সুযোগ পেয়ে বেশ উ”ছসিত মুহিন খান। মুহিন খানের সুরে ২০১৮ সালের নভেম্বর মাসে কুমার বিশ্বজিৎ একটি গানে কন্ঠ দিয়েছিলেন। আবার সেই কুমার বিশ্বজিৎ’র সঙ্গে দেশের বাইরে একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন। কুমার বিশ্বজিৎ বলেন, ‘ শুরুতেই ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলী। কারণ আর একদিন পরই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাদের কারণেই আমরা পেয়েছি বাংলা ভাষা, কথা বলতে পারছি বাংলায়, গাইতে পারছি বাংলায়। যেহেতু আমাদের পাশর্্ববর্তী দেশে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছিছ, তাই প্রস্তুতিটাও বেশ ভালোভাবে নিয়েছি। দেশেই হোক কিংবা দেশের বাইরেই হোক আমি যখন গান গাওয়ার জন্য মঞ্চে উঠি তখন আমি আমার সর্বোচ্চটা দিয়েই গান গাওয়ার চেষ্টা করি।’

মুহিন খান বলেন, ‘মূলত শ্রদ্ধেয় জামাল হোসেন ভাইয়ের উদ্যোগেই ২০১৮ সালে বিশ্বজিৎ স্যার আমার সুর সঙ্গীতে লালন যদি বলতো আমায় কেমনে লেখে গান’টিতে কন্ঠ দিয়েছিলেন। এটা ছিলো আমার জন্য অনেক বড় পাওয়া। আবার আজ স্যারের সঙ্গে দেশের বাইরে একইমঞ্চে গান গাইবো, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আগারতলায় যারা এই অনুষ্ঠানের আয়োজক তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’ এদিকে এরইমধ্যে প্রকাশিত হয়েছে গাজী মাজহারুল আনোয়ারের লেখা কুমার বিশ্বজিৎ’র গাওয়া ‘হে বন্ধু বঙ্গবন্ধু’ গানটি।

গানটি সুর করেছেন কিশোর দাস এবং সঙ্গীতায়োজন করেছেন মানাম আহমেদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইমরান। মুহিন খানের সুর সঙ্গীতে জামাল হোসেনের লেখায় এরইমধ্যে নতুন দুটি ভিন্ন গানে কন্ঠ দিয়েছেন বিউটি ও প্রিয়াংকা বিশ্বাস।

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০ , ৭ ফল্গুন ১৪২৬, ২৫ জমাদিউল সানি ১৪৪১

একইমঞ্চে গান গাইবেন কুমার বিশ্বজিৎ ও মুহিন খান

বিনোদন প্রতিবেদক |

image

নতুন বছরে প্রথম দেশের বাইরে স্টেজ শো’তে অংশ নিতে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ। তারসঙ্গে একইমঞ্চে মুহিন খান গান গাইবেন বলে জানা গেছে। আজ ২০ ফেব্রুয়ারি ভারতের আগরতলায় ভারত-মৈত্রী উৎসবে একইমঞ্চে গান গাইবেন কুমার বিশ্বজিৎ ও মুহিন খান। কুমার বিশ্বজিৎ’র সঙ্গে একই মঞ্চে গান গাইবার সুযোগ পেয়ে বেশ উ”ছসিত মুহিন খান। মুহিন খানের সুরে ২০১৮ সালের নভেম্বর মাসে কুমার বিশ্বজিৎ একটি গানে কন্ঠ দিয়েছিলেন। আবার সেই কুমার বিশ্বজিৎ’র সঙ্গে দেশের বাইরে একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন। কুমার বিশ্বজিৎ বলেন, ‘ শুরুতেই ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলী। কারণ আর একদিন পরই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাদের কারণেই আমরা পেয়েছি বাংলা ভাষা, কথা বলতে পারছি বাংলায়, গাইতে পারছি বাংলায়। যেহেতু আমাদের পাশর্্ববর্তী দেশে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছিছ, তাই প্রস্তুতিটাও বেশ ভালোভাবে নিয়েছি। দেশেই হোক কিংবা দেশের বাইরেই হোক আমি যখন গান গাওয়ার জন্য মঞ্চে উঠি তখন আমি আমার সর্বোচ্চটা দিয়েই গান গাওয়ার চেষ্টা করি।’

মুহিন খান বলেন, ‘মূলত শ্রদ্ধেয় জামাল হোসেন ভাইয়ের উদ্যোগেই ২০১৮ সালে বিশ্বজিৎ স্যার আমার সুর সঙ্গীতে লালন যদি বলতো আমায় কেমনে লেখে গান’টিতে কন্ঠ দিয়েছিলেন। এটা ছিলো আমার জন্য অনেক বড় পাওয়া। আবার আজ স্যারের সঙ্গে দেশের বাইরে একইমঞ্চে গান গাইবো, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আগারতলায় যারা এই অনুষ্ঠানের আয়োজক তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’ এদিকে এরইমধ্যে প্রকাশিত হয়েছে গাজী মাজহারুল আনোয়ারের লেখা কুমার বিশ্বজিৎ’র গাওয়া ‘হে বন্ধু বঙ্গবন্ধু’ গানটি।

গানটি সুর করেছেন কিশোর দাস এবং সঙ্গীতায়োজন করেছেন মানাম আহমেদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইমরান। মুহিন খানের সুর সঙ্গীতে জামাল হোসেনের লেখায় এরইমধ্যে নতুন দুটি ভিন্ন গানে কন্ঠ দিয়েছেন বিউটি ও প্রিয়াংকা বিশ্বাস।