ক্ষণগণনা : আর ২৪ দিন

মুজিববর্ষের আর ২৪ দিন বাকি। জাতির জনকের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে সরকার।

এ উপলক্ষে রাজধানীর পূর্বাচল নতুন শহরে ‘বঙ্গবন্ধু চত্বর’ নির্মাণ করবে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে পূর্বাচল শহর প্রকল্পের ৪ ও ৫ নম্বর সেক্টরের সংযোগস্থলে এ চত্বর হবে। গত বুধবার প্রস্তাবিত এ স্থান পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তিনি ‘বঙ্গবন্ধু চত্বর’ নির্মাণের অগ্রগতির খোঁজ-খবর নেন এবং এটি বাস্তবায়নে সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ দেন।

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছর ব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করা হবে। দলীয়ভাবে আওয়ামী লীগও মুজিববর্ষ পালন করবে।

শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০ , ৮ ফল্গুন ১৪২৬, ২৬ জমাদিউল সানি ১৪৪১

ক্ষণগণনা : আর ২৪ দিন

নিজস্ব বার্তা পরিবেশক |

মুজিববর্ষের আর ২৪ দিন বাকি। জাতির জনকের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে সরকার।

এ উপলক্ষে রাজধানীর পূর্বাচল নতুন শহরে ‘বঙ্গবন্ধু চত্বর’ নির্মাণ করবে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে পূর্বাচল শহর প্রকল্পের ৪ ও ৫ নম্বর সেক্টরের সংযোগস্থলে এ চত্বর হবে। গত বুধবার প্রস্তাবিত এ স্থান পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তিনি ‘বঙ্গবন্ধু চত্বর’ নির্মাণের অগ্রগতির খোঁজ-খবর নেন এবং এটি বাস্তবায়নে সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ দেন।

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছর ব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করা হবে। দলীয়ভাবে আওয়ামী লীগও মুজিববর্ষ পালন করবে।