পাঁচটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন রেশমি মির্জা

২০১২ সালে অনুষ্ঠিত রিয়েলেটি শো ‘পাওয়ার ভয়েজ’র শীর্ষ দশে ছিলেন রেশমি মিজা। পরে একটি প্রতিষ্ঠান থেকে তার নয়টি গানসহ প্রথম একক অ্যালবাম ‘রেশিম ও মাটি’ প্রকাশিত হয়। এখন আবার নতুন করে ওখান থেকে পাঁচটি গানের মিউজিক ভিডিও করে টিএম মিউজিক থেকে প্রকাশ করতে যাচ্ছেন তিনি। আগের নয়টি গানের মধ্যে দুটো গান লিখেছিলেন গোলাম কবির রনি, রবিউল ইসলাম জীবন এব সাতটি গান লিখেছিলেন ইফতখোর সুজন। সুর সঙ্গীত করেছিলেন মীর মাসুম। পরবর্তীতে আরও দুটি গান যুক্ত হয়েছে অ্যালবামটিতে। গান দুটো লিখেছেন অটমুনাল মুন ও জিএম জন। সুর করেছেন তারা নিজেরাই। দুটো গানেরই সঙ্গীতায়োজন করেছেন মাসুম ওয়াহিদ। যে পাঁচটি গান টিম মিউজিকের ব্যানারে বাজারে আসবে সে গানগুলোর মধ্যে তিনটির মিউজিকব ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন এলান এবং দুটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। গানগুলো এবং গানে নিজের ভাবনা নিয়ে রেশমি মির্জা বলেন, ‘আমার প্রথম অ্যালবামের যে পাঁচটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ হতে যাচ্ছে, প্রত্যেকটি গান নিয়েই আমি খুব আশাবাদী। খুব যত্নে করা হয়েছে প্রত্যেকটি গানই। যে কারণে প্রতিটি গান নিয়েই আমি আসলে আশাবাদী। যারা গানগুলোর জন্য সময় দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০ , ৯ ফল্গুন ১৪২৬, ২৭ জমাদিউল সানি ১৪৪১

পাঁচটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন রেশমি মির্জা

বিনোদন প্রতিবেদক |

image

২০১২ সালে অনুষ্ঠিত রিয়েলেটি শো ‘পাওয়ার ভয়েজ’র শীর্ষ দশে ছিলেন রেশমি মিজা। পরে একটি প্রতিষ্ঠান থেকে তার নয়টি গানসহ প্রথম একক অ্যালবাম ‘রেশিম ও মাটি’ প্রকাশিত হয়। এখন আবার নতুন করে ওখান থেকে পাঁচটি গানের মিউজিক ভিডিও করে টিএম মিউজিক থেকে প্রকাশ করতে যাচ্ছেন তিনি। আগের নয়টি গানের মধ্যে দুটো গান লিখেছিলেন গোলাম কবির রনি, রবিউল ইসলাম জীবন এব সাতটি গান লিখেছিলেন ইফতখোর সুজন। সুর সঙ্গীত করেছিলেন মীর মাসুম। পরবর্তীতে আরও দুটি গান যুক্ত হয়েছে অ্যালবামটিতে। গান দুটো লিখেছেন অটমুনাল মুন ও জিএম জন। সুর করেছেন তারা নিজেরাই। দুটো গানেরই সঙ্গীতায়োজন করেছেন মাসুম ওয়াহিদ। যে পাঁচটি গান টিম মিউজিকের ব্যানারে বাজারে আসবে সে গানগুলোর মধ্যে তিনটির মিউজিকব ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন এলান এবং দুটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। গানগুলো এবং গানে নিজের ভাবনা নিয়ে রেশমি মির্জা বলেন, ‘আমার প্রথম অ্যালবামের যে পাঁচটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ হতে যাচ্ছে, প্রত্যেকটি গান নিয়েই আমি খুব আশাবাদী। খুব যত্নে করা হয়েছে প্রত্যেকটি গানই। যে কারণে প্রতিটি গান নিয়েই আমি আসলে আশাবাদী। যারা গানগুলোর জন্য সময় দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’