বাবার জন্মদিনে মেয়ের গান সঙ্গে ইউসুফ

আগামী ২২ ফেব্রুয়ারি উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের ৭৭’তম জন্মদিন। জন্মদিনে তার সুযোগ্য কন্যা দিঠি আনোয়ার বাবাকে জন্মদিনে একটি গান উপহার দিতে যাচ্ছেন। গাজী মাজহারুল আনোয়ারেরই লেখা সিনেমার প্রথম গান ‘আকাশের হাতে আছে এক রাশ নীল’ গানটি নতুন করে গেয়েছেন দিঠি আনোয়ার। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন এই প্রজন্মের সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক ইউসুফ আহমেদ খান। বাবার জন্মদিনে বাবারই লেখা গান নতুন করে গেয়ে জন্মদিনে প্রকাশ করা প্রসঙ্গ দিঠি আনোয়ার বলেন, ‘সত্যি বলতে কী আব্বুর জন্মদিনটা সবসময়ই আমার কাছে বিশেষ কিছু। তাই এবার ভাবলাম যে আব্বুর সিনেমায় লেখা প্রথম গানটা নতুন করে গেয়ে আব্বুকে উপহার দেই। সেই ভাবনা থেকে গানটি করা। গানটি করতে আমাকে ভীষণ সহযোগিতা করেছে আমারই আদরের ছোট ভাই ইউসুফ আহমেদ খান। খুউব চমৎকার পুনঃসঙ্গীতায়োজন করেছে ইউসুফ। আর আমি শ্রদ্ধেয় আঞ্জুমান আরা আন্টির প্রতি শ্রদ্ধা রেখে আমার মতো করেই গেয়েছি। আশা করছি শ্রোতা দর্শকের গানটি ভালোলাগবে।’ গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘দিঠি তার মতো করেই গানটি গাওয়ার চেষ্টা করেছে। গানে তার নিজস্বতা রেখেই গানটি গেয়েছে। শ্রোতা দর্শকের ভালোলাগবে আশা করছি। ’ ইউসুফ বলেন, ‘এমন একটি কালজয়ী গানের পুনঃসঙ্গীতায়োজন করতে পারাও ভীষণ সৌভাগ্যের। অবশ্যই কৃতজ্ঞতা জানাই দিঠি আপাকে এবং সর্বোপরি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় গাজী স্যারকে।’ ইউসুফ আহমেদ’র নির্দেশনায় ‘সাউন্ড হ্যাকার’ পুনঃসঙ্গীতায়োজনে সহযোগিতা করেছে। গানটির মিউজিক ভিডি নির্মাণ করেছে ইউসুফ আহমেদ’র ইউটিউব টিম ‘ওয়াই বিটস’। ওয়াই বিটস’ ইউটিউব চ্যানেলেই দিঠির গাওয়া ‘আকাশের হাতে আছে এক রাশ নীল’ গানটি আজ সন্ধ্যায় ‘ওয়াই বিটস’এ প্রকাশ পাবে।

শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০ , ৯ ফল্গুন ১৪২৬, ২৭ জমাদিউল সানি ১৪৪১

বাবার জন্মদিনে মেয়ের গান সঙ্গে ইউসুফ

বিনোদন প্রতিবেদক |

image

আগামী ২২ ফেব্রুয়ারি উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের ৭৭’তম জন্মদিন। জন্মদিনে তার সুযোগ্য কন্যা দিঠি আনোয়ার বাবাকে জন্মদিনে একটি গান উপহার দিতে যাচ্ছেন। গাজী মাজহারুল আনোয়ারেরই লেখা সিনেমার প্রথম গান ‘আকাশের হাতে আছে এক রাশ নীল’ গানটি নতুন করে গেয়েছেন দিঠি আনোয়ার। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন এই প্রজন্মের সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক ইউসুফ আহমেদ খান। বাবার জন্মদিনে বাবারই লেখা গান নতুন করে গেয়ে জন্মদিনে প্রকাশ করা প্রসঙ্গ দিঠি আনোয়ার বলেন, ‘সত্যি বলতে কী আব্বুর জন্মদিনটা সবসময়ই আমার কাছে বিশেষ কিছু। তাই এবার ভাবলাম যে আব্বুর সিনেমায় লেখা প্রথম গানটা নতুন করে গেয়ে আব্বুকে উপহার দেই। সেই ভাবনা থেকে গানটি করা। গানটি করতে আমাকে ভীষণ সহযোগিতা করেছে আমারই আদরের ছোট ভাই ইউসুফ আহমেদ খান। খুউব চমৎকার পুনঃসঙ্গীতায়োজন করেছে ইউসুফ। আর আমি শ্রদ্ধেয় আঞ্জুমান আরা আন্টির প্রতি শ্রদ্ধা রেখে আমার মতো করেই গেয়েছি। আশা করছি শ্রোতা দর্শকের গানটি ভালোলাগবে।’ গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘দিঠি তার মতো করেই গানটি গাওয়ার চেষ্টা করেছে। গানে তার নিজস্বতা রেখেই গানটি গেয়েছে। শ্রোতা দর্শকের ভালোলাগবে আশা করছি। ’ ইউসুফ বলেন, ‘এমন একটি কালজয়ী গানের পুনঃসঙ্গীতায়োজন করতে পারাও ভীষণ সৌভাগ্যের। অবশ্যই কৃতজ্ঞতা জানাই দিঠি আপাকে এবং সর্বোপরি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় গাজী স্যারকে।’ ইউসুফ আহমেদ’র নির্দেশনায় ‘সাউন্ড হ্যাকার’ পুনঃসঙ্গীতায়োজনে সহযোগিতা করেছে। গানটির মিউজিক ভিডি নির্মাণ করেছে ইউসুফ আহমেদ’র ইউটিউব টিম ‘ওয়াই বিটস’। ওয়াই বিটস’ ইউটিউব চ্যানেলেই দিঠির গাওয়া ‘আকাশের হাতে আছে এক রাশ নীল’ গানটি আজ সন্ধ্যায় ‘ওয়াই বিটস’এ প্রকাশ পাবে।