সর্বস্তরে বাংলা ভাষা চালু হোক

মায়ের ভাষার জন্য বাঙালিকে জীবন দিতে হয়েছে। ১৯৪৭ সাল থেকে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি পর্যন্ত নিরবিচ্ছিন্ন রক্তপাত সংগ্রামের ফসল আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের চেতনা মানে শুধু খালি পায়ে শহিদ মিনারে ফুল দেওয়া নয়, এর সঙ্গে জুড়ে আছে আমাদের আবেগ, অনুভূতি, ইতিহাস, ঐতিহ্য আর সংগ্রাম। এই মাস বাঙালি জাতির কাছে বিশেষ করে তরুণ সমাজের কাছে একটি প্রেরণা। একুশ শেখায় কারো কাছে মাথা নত না করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। ২১ আমাদের শিখায় সংগ্রামের অধিকারের যা আমরা ২৩বছর পর মহান মুক্তিযুদ্ধে মধ্য দিয়ে লাল সবুজের পতাকা অর্জন। আমরা মাতৃভাষাকে ছিনিয়ে আনতে পেরেছি ঠিকই কিন্তু ভাষার সম্পূর্ণ মর্যাদা দিতে পারি নাই।

আমরা বর্তমানে আকাশ সংস্কৃতিক যুগে বিদেশি ভাষাকে যেভাবে গুরুত্ব দিচ্ছি মাতৃভাষাকে তেমন গুরুত্ব দিচ্ছি না। বিশেষ করে অনেক অফিস আদালত কিংবা ইংলিশ মিড়িয়াম স্কুল গুলোতে বাংলা পরিবর্তে ইংরেজিকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়ে থাকে।

ভাষার বিকৃত ব্যবহার এবং বাংলার সঙ্গে বিদেশি ভাষার সংমিশ্রণে ভাষাকে প্রতিনিয়তই কলুষিত করছি। বাংলা ভাষা হোক সার্বজনিন ও উন্মুক্ত এবং সর্বস্তরে বাংলা ভাষা চালু হোক। এটাই ভাষার মাসে প্রত্যাশা

ইমাম হোসেন, মীরসরাই, চট্টগ্রাম

শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০ , ৯ ফল্গুন ১৪২৬, ২৭ জমাদিউল সানি ১৪৪১

সর্বস্তরে বাংলা ভাষা চালু হোক

মায়ের ভাষার জন্য বাঙালিকে জীবন দিতে হয়েছে। ১৯৪৭ সাল থেকে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি পর্যন্ত নিরবিচ্ছিন্ন রক্তপাত সংগ্রামের ফসল আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের চেতনা মানে শুধু খালি পায়ে শহিদ মিনারে ফুল দেওয়া নয়, এর সঙ্গে জুড়ে আছে আমাদের আবেগ, অনুভূতি, ইতিহাস, ঐতিহ্য আর সংগ্রাম। এই মাস বাঙালি জাতির কাছে বিশেষ করে তরুণ সমাজের কাছে একটি প্রেরণা। একুশ শেখায় কারো কাছে মাথা নত না করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। ২১ আমাদের শিখায় সংগ্রামের অধিকারের যা আমরা ২৩বছর পর মহান মুক্তিযুদ্ধে মধ্য দিয়ে লাল সবুজের পতাকা অর্জন। আমরা মাতৃভাষাকে ছিনিয়ে আনতে পেরেছি ঠিকই কিন্তু ভাষার সম্পূর্ণ মর্যাদা দিতে পারি নাই।

আমরা বর্তমানে আকাশ সংস্কৃতিক যুগে বিদেশি ভাষাকে যেভাবে গুরুত্ব দিচ্ছি মাতৃভাষাকে তেমন গুরুত্ব দিচ্ছি না। বিশেষ করে অনেক অফিস আদালত কিংবা ইংলিশ মিড়িয়াম স্কুল গুলোতে বাংলা পরিবর্তে ইংরেজিকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়ে থাকে।

ভাষার বিকৃত ব্যবহার এবং বাংলার সঙ্গে বিদেশি ভাষার সংমিশ্রণে ভাষাকে প্রতিনিয়তই কলুষিত করছি। বাংলা ভাষা হোক সার্বজনিন ও উন্মুক্ত এবং সর্বস্তরে বাংলা ভাষা চালু হোক। এটাই ভাষার মাসে প্রত্যাশা

ইমাম হোসেন, মীরসরাই, চট্টগ্রাম