বইমেলা

বইমেলা খুব জরুরি একটি বিষয় সকল পাঠক ও লেখকের কাছে। প্রকাশনাপাড়া এখন সরগরম। বের হচ্ছে নিত্যনতুন বই। প্রকাশক ব্যস্ত ভীষণ, বইয়ের প্রচ্ছদ কেমন হবে- কার কয়টি বই এবারের বইমেলায় বের হবে- এই উত্তেজনায় ব্যস্ততম সময়ের কাছে কেউ কেউ জিম্মি। বছরের তিনটি মাস খুব ব্যস্ত সময় চলে ছাপাখানা প্রচ্ছদকার কিংবা লেখকদের তৎপরতা। প্রতিবছর একুশে গ্রন্থমেলার একটা আলাদা আনন্দ থাকে। সকলের মনে দানা বাঁধে ভাষার মাস এলে। ঢাকা বই মেলা, চট্টগ্রাম বই মেলা সহ দেশের বিভিন্ন স্থানে বই মেলার আয়োজন করা হয়। বেশি জমজমাট থাকে মেলা প্রাঙ্গণ।

মেলা প্রাঙ্গণে থাকে সারিবদ্ধ স্টল। প্রতিদিনই মোড়ক উন্মোচন হচ্ছে নতুন নতুন বইয়ের। আলোচনার সঙ্গে থাকছে গুণী সম্মাননা। সব মিলিয়ে অসাধারণ আয়োজন। বেশ আনন্দের সঙ্গে চলছে এই মাসটি বইমেলা। নতুন প্রজন্ম সহ সবাইকে বইমেলায় আসার আমন্ত্রণ। বই পড়ুন এবং বই কিনুন।

নীলিমা শামীম

চট্টগ্রাম, বাংলাদেশ।

শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০ , ৯ ফল্গুন ১৪২৬, ২৭ জমাদিউল সানি ১৪৪১

বইমেলা

বইমেলা খুব জরুরি একটি বিষয় সকল পাঠক ও লেখকের কাছে। প্রকাশনাপাড়া এখন সরগরম। বের হচ্ছে নিত্যনতুন বই। প্রকাশক ব্যস্ত ভীষণ, বইয়ের প্রচ্ছদ কেমন হবে- কার কয়টি বই এবারের বইমেলায় বের হবে- এই উত্তেজনায় ব্যস্ততম সময়ের কাছে কেউ কেউ জিম্মি। বছরের তিনটি মাস খুব ব্যস্ত সময় চলে ছাপাখানা প্রচ্ছদকার কিংবা লেখকদের তৎপরতা। প্রতিবছর একুশে গ্রন্থমেলার একটা আলাদা আনন্দ থাকে। সকলের মনে দানা বাঁধে ভাষার মাস এলে। ঢাকা বই মেলা, চট্টগ্রাম বই মেলা সহ দেশের বিভিন্ন স্থানে বই মেলার আয়োজন করা হয়। বেশি জমজমাট থাকে মেলা প্রাঙ্গণ।

মেলা প্রাঙ্গণে থাকে সারিবদ্ধ স্টল। প্রতিদিনই মোড়ক উন্মোচন হচ্ছে নতুন নতুন বইয়ের। আলোচনার সঙ্গে থাকছে গুণী সম্মাননা। সব মিলিয়ে অসাধারণ আয়োজন। বেশ আনন্দের সঙ্গে চলছে এই মাসটি বইমেলা। নতুন প্রজন্ম সহ সবাইকে বইমেলায় আসার আমন্ত্রণ। বই পড়ুন এবং বই কিনুন।

নীলিমা শামীম

চট্টগ্রাম, বাংলাদেশ।