গোয়ালন্দে জনসম্মুখে ভাতাভোগী বাছাই ব্যাপক প্রচার

বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সুবিধাপ্রাপ্তদের তালিকা প্রস্তুত করতেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রায়ই আর্থিক সুবিধা নিয়ে ভাতাভোগীদের তালিকা তৈরির অভিযোগ পাওয়া যেত। তবে এ বছরই প্রথম গোয়ালন্দে উন্মুক্ত পদ্ধতিতে যাচাই-বাছাই প্রক্রিয়া চালু হওয়ায় স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে এ তালিকা তৈরিতে। আস্থা বেড়েছে ভাতাভোগী হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে আসা অসহায় মানুষের। গোয়ালন্দ উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ২০১৯-২০২০ অর্থবছরের নতুন উপকারভোগী নির্বাচন করা হচ্ছে। গোয়ালন্দে বয়স্ক ৩৫৬ জন, বিধবা ২৩৭ জন ও প্রতিবন্ধী ৪৯৬ জনের জন্য বরাদ্দ রয়েছে। যাচাই-বাছাইয়ে নির্বাচিত হলে একজন সুবিধাভোগী প্রতি মাসে বয়স্ক ও বিধবা ৫শত টাকা, প্রতিবন্ধী ৭৫০ টাকা হারে এই ভাতা প্রাপ্ত হবেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার মিত্র বলেন, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মাইকিং করে ব্যাপক প্রচার প্রচরণার মাধ্যমে যাচাই বাছাই করে প্রকৃত দুঃস্থ ভাভাভোগী নির্বাচন করা হচ্ছে। এতে করে স্বচ্ছতার সহিত দ্রুত তালিকা প্রস্তুত করে ভাতা প্রদান সম্ভব হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রত্যাশা শতভাগ নিশ্চিত হবে।

সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ , ১০ ফল্গুন ১৪২৬, ২৮ জমাদিউল সানি ১৪৪১

গোয়ালন্দে জনসম্মুখে ভাতাভোগী বাছাই ব্যাপক প্রচার

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সুবিধাপ্রাপ্তদের তালিকা প্রস্তুত করতেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রায়ই আর্থিক সুবিধা নিয়ে ভাতাভোগীদের তালিকা তৈরির অভিযোগ পাওয়া যেত। তবে এ বছরই প্রথম গোয়ালন্দে উন্মুক্ত পদ্ধতিতে যাচাই-বাছাই প্রক্রিয়া চালু হওয়ায় স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে এ তালিকা তৈরিতে। আস্থা বেড়েছে ভাতাভোগী হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে আসা অসহায় মানুষের। গোয়ালন্দ উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ২০১৯-২০২০ অর্থবছরের নতুন উপকারভোগী নির্বাচন করা হচ্ছে। গোয়ালন্দে বয়স্ক ৩৫৬ জন, বিধবা ২৩৭ জন ও প্রতিবন্ধী ৪৯৬ জনের জন্য বরাদ্দ রয়েছে। যাচাই-বাছাইয়ে নির্বাচিত হলে একজন সুবিধাভোগী প্রতি মাসে বয়স্ক ও বিধবা ৫শত টাকা, প্রতিবন্ধী ৭৫০ টাকা হারে এই ভাতা প্রাপ্ত হবেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার মিত্র বলেন, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মাইকিং করে ব্যাপক প্রচার প্রচরণার মাধ্যমে যাচাই বাছাই করে প্রকৃত দুঃস্থ ভাভাভোগী নির্বাচন করা হচ্ছে। এতে করে স্বচ্ছতার সহিত দ্রুত তালিকা প্রস্তুত করে ভাতা প্রদান সম্ভব হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রত্যাশা শতভাগ নিশ্চিত হবে।