আসছে ভিভোর ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরার ফোন ভি১৯

দেশের বাজারে ভি সিরিজের নতুন ফোন ভি১৯ আনছে বহুজাতিক মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। সুপার নাইট মুড ফটোগ্রাফি প্রযুক্তির ফোনটির মাধ্যমে অন্ধকারেও স্পষ্ট ও প্রাণবন্ত ছবি তোলা যাবে। এছাড়াও ফোনটিতে যুক্ত করা হয়েছে ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরা।

ভিভো বাংলাদেশ জানায়, ভিভো ভি১৯ ফোনটির পেছনে চারটি ও সামনে দুইটি ক্যামেরা থাকবে। সেলফি ক্যামেরা দুটি ৩২ ও ৪ মেগাপিক্সেলের এবং পেছনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। ক্যামেরায় যুক্ত হয়েছে সুপার নাইট মুড ফটোগ্রাফি, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ম্যাক্রো ক্যামেরা, মুভি মোডসহ চমৎকার সব ফিচার। ফোনটির রেজ্যুলেশন ১০৮০ বাই ২৪০০ পিক্সেল।

৮জিবি র‌্যামের ভি১৯ ফোনটিতে থাকবে ১২৮ জিবি রম, যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়াও থাকবে- টাইপ সি রিভার্সেবল ইউএসবি। আগামী এপ্রিলে ফোনটি বাজারে পাওয়া যেতে পারে। তবে এর দাম এখনও প্রকাশ করেনি কোম্পানিটি। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ২৭ মার্চ ২০২০ , ১৩ চৈত্র ১৪২৬, ২৭ রজব সানি ১৪৪১

আসছে ভিভোর ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরার ফোন ভি১৯

image

দেশের বাজারে ভি সিরিজের নতুন ফোন ভি১৯ আনছে বহুজাতিক মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। সুপার নাইট মুড ফটোগ্রাফি প্রযুক্তির ফোনটির মাধ্যমে অন্ধকারেও স্পষ্ট ও প্রাণবন্ত ছবি তোলা যাবে। এছাড়াও ফোনটিতে যুক্ত করা হয়েছে ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরা।

ভিভো বাংলাদেশ জানায়, ভিভো ভি১৯ ফোনটির পেছনে চারটি ও সামনে দুইটি ক্যামেরা থাকবে। সেলফি ক্যামেরা দুটি ৩২ ও ৪ মেগাপিক্সেলের এবং পেছনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। ক্যামেরায় যুক্ত হয়েছে সুপার নাইট মুড ফটোগ্রাফি, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ম্যাক্রো ক্যামেরা, মুভি মোডসহ চমৎকার সব ফিচার। ফোনটির রেজ্যুলেশন ১০৮০ বাই ২৪০০ পিক্সেল।

৮জিবি র‌্যামের ভি১৯ ফোনটিতে থাকবে ১২৮ জিবি রম, যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়াও থাকবে- টাইপ সি রিভার্সেবল ইউএসবি। আগামী এপ্রিলে ফোনটি বাজারে পাওয়া যেতে পারে। তবে এর দাম এখনও প্রকাশ করেনি কোম্পানিটি। সংবাদ বিজ্ঞপ্তি।