করোনা বিপর্যয়ে অ্যাপলয়ি দিচ্ছে বিনামূল্যে প্রিমিয়াম টাইম ট্র্যাকিং সফটওয়্যার

করোনা বিপর্যয়ে এগিয়ে এসেছে (apploye.com) অ্যাপলয়ি ডটকম। প্রতিষ্ঠানটি কর্মক্ষেত্রে সময় অপচয় রোধে এবং করোনার বিপর্যয়ে বাংলাদেশি সব প্রতিষ্ঠানগুলো যেন বাসা থেকে কাজ করতে পারে, সে কারণে কর্মীদের টাইম ট্র্যাকিং করার প্রিমিয়াম সফটওয়্যার দিচ্ছে বিনামূল্যে। সম্প্রতি করোনায় অনেক কোম্পানি হোম অফিস শুরু করেছে; বর্তমানে তাদের কর্মীরা বাসা থেকে কাজ করছেন। অ্যাপলয়ি’র সিইও শেখ সৌরভ বলেন, ‘বর্তমান বিশে^র একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে অ্যাপলয়ি তৈরি করা হয়েছে। রিমোট ও অফিস উভয় ধরণের কর্মীদের জন্যেই অ্যাপলয়ি প্রযোজ্য। অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইনস্ট্যান্ট মেসেজিং ও অন্যান্য ইন্টারনেট সাইটের উপস্থিতি ইতিপূর্বের তুলনায় কর্মীদের মনঃসংযোগে আরো বেশি বেশি ব্যাঘাত ঘটাচ্ছে। এটি কর্মীদের উৎপাদনশীলতার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে। কর্মীদের উপর বোঝা চাপাতে অ্যাপলয়ি তৈরি হয়নি বরং কর্মক্ষেত্রে দায়িত্ব গ্রহণ ও স্বচ্ছতাকে উৎসাহিত করতেই এর জন্ম।’ সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ৩০ মার্চ ২০২০ , ১৬ চৈত্র ১৪২৬, ৩০ রজব সানি ১৪৪১

করোনা বিপর্যয়ে অ্যাপলয়ি দিচ্ছে বিনামূল্যে প্রিমিয়াম টাইম ট্র্যাকিং সফটওয়্যার

image

করোনা বিপর্যয়ে এগিয়ে এসেছে (apploye.com) অ্যাপলয়ি ডটকম। প্রতিষ্ঠানটি কর্মক্ষেত্রে সময় অপচয় রোধে এবং করোনার বিপর্যয়ে বাংলাদেশি সব প্রতিষ্ঠানগুলো যেন বাসা থেকে কাজ করতে পারে, সে কারণে কর্মীদের টাইম ট্র্যাকিং করার প্রিমিয়াম সফটওয়্যার দিচ্ছে বিনামূল্যে। সম্প্রতি করোনায় অনেক কোম্পানি হোম অফিস শুরু করেছে; বর্তমানে তাদের কর্মীরা বাসা থেকে কাজ করছেন। অ্যাপলয়ি’র সিইও শেখ সৌরভ বলেন, ‘বর্তমান বিশে^র একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে অ্যাপলয়ি তৈরি করা হয়েছে। রিমোট ও অফিস উভয় ধরণের কর্মীদের জন্যেই অ্যাপলয়ি প্রযোজ্য। অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইনস্ট্যান্ট মেসেজিং ও অন্যান্য ইন্টারনেট সাইটের উপস্থিতি ইতিপূর্বের তুলনায় কর্মীদের মনঃসংযোগে আরো বেশি বেশি ব্যাঘাত ঘটাচ্ছে। এটি কর্মীদের উৎপাদনশীলতার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে। কর্মীদের উপর বোঝা চাপাতে অ্যাপলয়ি তৈরি হয়নি বরং কর্মক্ষেত্রে দায়িত্ব গ্রহণ ও স্বচ্ছতাকে উৎসাহিত করতেই এর জন্ম।’ সংবাদ বিজ্ঞপ্তি।